![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডলুরা সুনামগঞ্জ জেলা সদর থেকে প্রায় ১২ ক়িম়ি উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তি একটি এলাকা । ডলুরার পাশ দিয়েই বয়ে গেছে ডলুরার নদী - কাটা গাঙ্গ । মুক্তিযুদ্ধের সময় এ জায়গাটির একটি অসাধারন গুরুত্ব ছিল ।
একাত্তরে এখানকার নলুয়া বাজারে মুক্তিবাহিনীর একটি ক্যাম্প স্থাপিত হয় । কিন্তু মাত্র ২শ' গজ দূরে কৃষ্ণতলায় ছিল পাকবাহিনির ক্যাম্প । ১৭ জুলাই এক সংঘর্ষের পর মুক্তিসেনারা পেছনে সরে যেতে বাধ্য হয় । আর, এই যুদ্ধে শহীদ হন মুক্তিযুদ্ধা গ্রুপের অধিনায়ক মদন কুমার, গিয়াস উদ্দিন, মন্তাজ আলী, মজলিস আলী, রহিম বকস ও লস্কর আলী ।
এই যুদ্ধের পর পাকবাহিনী বহু বেসামরিক লোককে হত্যা করে । এঁদের মধ্যে আছেন বাণী পুরের ধনু মিয়া, আনু মিয়া, এবং মহিষের পারের আরো দু'জন । হায়েনারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় মিরের চর, জাহাঙ্গীরনগর, ঢালাগাঁও ও কোনাগাঁও সহ আরো অনেকগুলো গ্রাম । লুটপাট করে ডলুরা, কাইয়ারগাঁও, ঝরঝরিয়া, নইদারখামার, গোধিগাঁও, কামারগাঁও, জাহাঙ্গীরনগর, মঙ্গলকাটি, নুরুজপুর ও আইমারগাঁও । এখানে ১০/১৫ জন মেয়েকে জোর করে বিয়ে করে তারা । এবং চালায় পাশবিক নির্যাতন ।
এই অঞ্চলে বিভিন্ন অপারেশনে প্রান হারিয়েছেন অসংখ্য মুক্তিযোদ্ধা । তাঁদের যত জনের লাশ সংগ্রহ করা সম্ভব হয়েছিল সেগুলো ডলুরায় সমাহিত করা হয়েছে । বর্তমানে স্থানটি দেয়াল দিয়ে এবং তোরনে শহীদদের নাম পরিচয় লিখে সংরক্ষণ করা হয়েছে ।
এই অমর শহীদরা হলেন - ১, মন্তাজ মিয়া ২, সালাউদ্দিন ৩, রহিম বকস ৪, জবান আলী ৫, আবু তাহের ৬, আবদুল হক ৭, মজিবুর রহমান ৮, নুরুল হক ৯, আবদুল করিম ১০, সুরুজ মিয়া ১১, ওয়াছিদ আলী ১২, সাজু মিয়া ১৩, ধনু মিয়া ১৪, ফজলুল হক ১৫, শামসুল ইসলাম ১৬, জয়নাল আবেদীন ১৭, মহরম আলী ১৮, আবদূর রহমান ১৯, কেন্ত মিয়া ২০, মোস্তফা মিয়া ২১, আবদুস সাত্তার ২২, আমজান আলিী ২৩, সিরাজ মিয়া ২৪, সমসু মিয়া ২৫, তারা মিয়া ২৬, আবেদ আলিী ২৭, আতাহার আলিী ২৮, লাল মিয়া ২৯, চান্দ মিয়া ৩০, সমসু মিয়া ৩১, সিদ্দিকুর রহমান ৩২, দানু মিয়া ৩৩, মন্নাফ মিয়া ৩৪, রহিম মিয়া ৩৫, আলী আহমদ ৩৬, সিদ্দিক মিয়া ৩৭, এ বি সিদ্দিক ৩৮, সায়েদুর রহমান ৩৯, রহমত আলী ৪০, আবদুল হামিদ খান ৪১, সিদ্দিক আহমদ ৪২, আবদুল খালেক ৪৩, যোগেন্দ্র দাস ৪৪, শ্রীকান্ত দাস ৪৫, হরলাল দাস ৪৬, অধর দাস ৪৭, অরবিন্দ রায় ৪৮, কবিন্দ্রনাথ প্রমুখ ।
শহীদদের এখানেই সমাহিত করা হয় ।
তথ্য সুত্রঃ সিলেটে গণহত্যা ।
ছবিঃ গুগল ইমেজ ।
©somewhere in net ltd.