নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায় হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

রেদওয়ান-কামালী

লিখার কিছু নেই ।

রেদওয়ান-কামালী › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের গণহত্যা । বাগবাড়ি, ছাতক, সুনামগঞ্জ ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

ছাতক উপজেলার সদর এবং বাজারের নিকটবর্তী একটি গ্রাম বাগবাড়ি । মুক্তিযুদ্ধে বাগবাড়ির সংগ্রামী জনতা উল্লেখযোগ্য অবদান রাখেন । এই গ্রামেরই সন্তান তৎকালীন এম পি এ সমছু মিয়া চৌধুরী । তিনি এবং তার সহযোগীবৃন্দ তখন স্থানীয় মুক্তিযুদ্ধ পরিচালনা রত । এই আবস্তায় পাকিস্তানি হানাদার বাহিনী একদিন বাগবাড়ি গ্রামে অভিযান চালায় । গ্রামে প্রবেশ করেই প্রথমে আগুন ধরিয়ে দেয় এম পি এ সমছু মিয়া চৌধুরীর বাড়িতে । নির্দয় ভাবে হত্যা করে সমছু মিয়া চৌধুরীর বৃদ্ধ পিতা হাজী ময়না মিয়া চৌধুরী ও তার ভাই সমুজ মিয়া চৌধুরীকে । এখানে তারা হত্যা করে গ্রামের আর দু'জন অবলা নারী সুরঙ্গিনী আচার্য ও তার মা কুমুদিনী আচার্যকে । তারপর হত্যা করে একই এলাকার নজির মিয়া ও কুমুদ দাশকে ।

ছাতক উপজেলায় ১১ জন বীর মুক্তিযোদ্ধা সম্মুখ যুদ্ধে প্রান দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছেন । তারা হলেন - ফিরোজ মিয়া, পীযুষ কান্তি সরকার, ময়না মিয়া, মোহাম্মদ মোস্তফা, খলকু মিয়া ১, খলকু মিয়া ২, আঞ্জব আলী, হোসেন আলী, মনাই মিয়া, আলী আহমদ ও হুসিয়ার আলী ।



তথ্য সুত্রঃ সিলেটে গণহত্যা, তাজুল মোহাম্মদ ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.