নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায় হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

রেদওয়ান-কামালী

লিখার কিছু নেই ।

রেদওয়ান-কামালী › বিস্তারিত পোস্টঃ

একশ কোটি বছরে প্রাণহীন হবে পৃথিবী

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৮





শতকোটি বছর পর প্রাণহীন হয়ে যাবে প্রাণপ্রাচুর্যে ভরা সবুজ এ পৃথিবী । মানুষ, পশুপাখি, গাছপালা সব নিশ্চিহ্ন হয়ে যাবে । আর এটি ঘটবে আবহাওয়ামণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃশেষ হয়ে যাওয়ার কারনে । নতুন এক গবেষণা শেষে এমন ভয়াবহতার কথাই বলেছেন বিজ্ঞানীরা । সূর্যের দীর্ঘমেয়াদি পরিবর্তনের ফলে পৃথিবীতে কী প্রভাব ঘটতে পারে, কম্পিউটার ব্যবহার করে সে ভবিষ্যৎ ফল তুলে ধরেছেন তারা । স্কাই নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে । বিজ্ঞানীরা বলছেন, দিন দিন সূর্য বয়সী হয়ে যাচ্ছে । বেড়ে যাচ্ছে তার উষ্ণতা । সূর্যের চরম মাত্রায় উত্তপ্ত হয়ে যাওয়ার কারনে বাষ্পীভবনের মাত্রা বেড়ে যাবে । ফলে বৃস্টিপাতের পরিমাণ অতিমাত্রায় হ্রাস পাবে, হ্রাস পাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও, যা গাছপালার খাদ্য ।

বিজ্ঞানীদের মতে, বৃস্টিপাত ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্রাস পাওয়ার কারনে সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করা গাছপালা মরে যাবে । আর গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার কারনে তৃণভোজী প্রাণিকুল অনাহারের শিকার হবে এবং একসময় ধ্বংস হয়ে যাবে । তৃণভোজী প্রাণি হারিয়ে যাওয়ার কারনে এদের শিকার করে জীবনধারণ করা মাংসাশী প্রানিও ধ্বংস হয়ে যাবে । তখন পৃথিবীতে থাকবে সব অণুজীব । এরও শতকোটি বছর পর সাগর-মহাসাগর সব শুকিয়ে যাবে । তখন কেবল থাকবে শুধু শক্তিশালী জীবাণু । লন্ডনের সেন্ট অ্যন্ড্রু ইউনিভার্সিটির অ্যাস্ট্রবায়োলজিস্ট জ্যাক ওম্যালে-জেমস বলেন, পৃথিবীতে সেই সময়টিতে বেঁচে থাকবে কেবল কিছু অণুজীব, যারা উচ্চ তাপমাত্রায় ও তীব্র আলট্রা ভায়োলেট রেডিয়েশনে টিকে থাকতে সমর্থ হবে ।



ছবিঃ গুগল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.