নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায় হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

রেদওয়ান-কামালী

লিখার কিছু নেই ।

রেদওয়ান-কামালী › বিস্তারিত পোস্টঃ

জামাতে ইসলাম বনাম নুরুল ইসলাম ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৪

গ্রামের এক অশিক্ষিত লোক, নাম নুরুল ইসলাম । একদিন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে গেল । সে সাঁতার জানতো না । পানিতে হাবুডুবু অবস্থায় চিৎকার দিল ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল বলে । লোকজন গিয়ে তাকে উদ্ধার করলো । এক লোক তাকে প্রশ্ন করলো , তুই ব্যাটা আবার ইসলাম হলি কবে ? সে উত্তর দিল, কেনো আমি তো নুরুল ইসলাম ।

নুরুল ইসলাম অপরাপর মানুষের ন্যায় একজন সাধারন মানুষ । তার বাপ-মার দেয়া নামের ইসলাম শব্দটির সাথে পবিত্র ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই । অনুরূপভাবে জামাতে ইসলাম অপরাপর রাজনৈতিক দলের মত একটি রাজনৈতিক দল । মাওলানা মওদুদীর দেয়া জামাত শব্দের শেষে ইসলাম শব্দের সাথে পবিত্র ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই । আর একথাটি আমাদের মত তথাকথিত শিক্ষিতদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন গ্রামের অশিক্ষিত সাঁতার না জানা লোক নুরুল ইসলাম । জামাতে ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতি অনুসরণ করে যদি নুরুল ইসলামের কুলখানি দাওয়াত, সাইফুল ইসলামের বিয়ের দাওয়াত, শহীদুল ইসলামের জন্মদিনের দাওয়াত এসব ক্ষেত্রে সবাই নামের প্রথমাংশ উহ্য রেখে দাওয়াত দিতে শুরু করেন তবে ব্যাপারটি কি দাঁড়ায় বলুন তো ? সবই ইসলামের দাওয়াত হয়ে গেলো না ?

আর আছে, আরও আছে মতিঝিলের ইসলাম চেম্বার, ঢাকার অদুরে ইসলাম জুট মিলস, বংশালে ইসলাম ট্রেডারস, বংশাল রোডে ও ফকিরাপুলের ইসলাম হোটেল এসবের সাথে পবিত্র ইসলাম ধর্মকে গুলিয়ে ফেলা, কিংবা মতিঝিলের আল্লাওয়ালা বিল্ডিং এর কথাই ধরা যাক । এককালের স্বৈরাচারের দোসরদের আড্ডাখানা ৯০-এর গণঅভ্যুথানের পর গনশৌচাগার, সরকার বিল্ডিংটির নাম পরিবর্তন করে রেখেছিল যুব ভবন । মহান আল্লাহতালার নামকে জড়িয়ে ফেলে কেউ যদি বলে আল্লাহর নাম মুছে ফেলা হয়েছে সেটা মূর্খতা নয় কি ? মহান আল্লাহতালার নামের সাথে আল্লাহওয়ালা বিল্ডিংকে শরীক করে ফেলা শুধু মূর্খতাই নয় কবিরা গুনাহও বটে ।

পবিত্র ইসলাম আল্লাহর ধর্ম । আল্লাহতালা নিজেই পবিত্র ইসলাম ধর্মের হেফাজতকারী । সুতরাং পবিত্র ইসলাম ধর্ম কোনদিন ডুববে না । তবুও প্রতিবছর নির্বাচনের আগে চতুর্দিকে রব উঠে ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল বলে । দেশবাসী দয়া করে পানিতে ঝাপ দেওয়ার আগে একটু দেখে নেবেন, কোন ইসলাম ডুবে যাচ্ছে , জামাতে ইসলাম না নুরুল ইসলাম ।



সুত্রঃ কাঁদো বাঙালি কাঁদো, হালকা করো ঋণের বোঝা ।

ফজলুল হক খান ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪

সাঈফ শেরিফ বলেছেন: মোহামেডানকে কোন হিন্দু সমর্থন করেনা, কারণ মোহামেডান মানে মুসলমানিত্ব প্রকাশ করে বিধায় তা সাম্প্রদায়িক। হোটেলের নাম ইসলাম বা হিন্দু হলেই সেটা যেমন ইসলাম বা হিন্দু ধর্ম বুঝায়না, মোহামেডান বললে তো মুসলমানদের দল বুঝানোর কথা না। কথা কী?

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

কলাবাগান১ বলেছেন: "তবুও প্রতিবছর নির্বাচনের আগে চতুর্দিকে রব উঠে ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল বলে । দেশবাসী দয়া করে পানিতে ঝাপ দেওয়ার আগে একটু দেখে নেবেন, কোন ইসলাম ডুবে যাচ্ছে , জামাতে ইসলাম না নুরুল ইসলাম ।"

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

আহমেদ রশীদ বলেছেন: তবুও প্রতিবছর নির্বাচনের আগে চতুর্দিকে রব উঠে ইসলাম ডুবে গেল, ইসলাম ডুবে গেল বলে । দেশবাসী দয়া করে পানিতে ঝাপ দেওয়ার আগে একটু দেখে নেবেন, কোন ইসলাম ডুবে যাচ্ছে , জামাতে ইসলাম না নুরুল ইসলাম ।"

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

নিজাম বলেছেন: অতি উত্তম যুক্তিসংগত লেখা। যারা বোঝে তার এক কথাই বুঝতে পারে। যারা বোঝে না বা স্বীয় হীন স্বার্থ সিদ্ধির জন্য বুঝতে চেষ্টা করে না তাদেরকে বোঝানোর চেষ্টা বৃথা। জামায়াতে ইসলাম যে ইসলাম নয় এ কথাটি আমি-আপনি বা সাধারণ মানুষের চেয়ে ঐ দলের নেতারা ভাল বোঝে। কিন্তু শত শত কোটি টাকার লোভ আর পদ-পদবীর লোভে তাদের সে বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.