নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায় হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

রেদওয়ান-কামালী

লিখার কিছু নেই ।

রেদওয়ান-কামালী › বিস্তারিত পোস্টঃ

একজন মরিয়ম ইব্রাহিম ও বিশ্ব মানবতা

১২ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৮



মরিয়ম ইব্রাহিম ও ড্যানিয়েল ওয়ানি ।



কূটনৈতিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর চাপের মুখে শেষ পর্যন্ত হয়ত সুদানী কর্তৃপক্ষ মুক্তি দিতে বাধ্য হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী মরিয়ম ইব্রাহিমকে । গত মে মাসের ১৫তারিখ ২৭ বছর বয়সী ওই নারীকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। মরিয়ম ইব্রাহিম নামের সুদানী ওই নারী ২০১১ সালে খ্রীস্টান ধর্মাবলম্বী যুক্তরাষ্ট্রের নাগরিক ড্যানিয়েল ওয়ানিকে বিয়ে করেন ।



মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ সুদানে ১৯৮০ সাল থেকে মুসলিম শরিয়া আইন শক্তিশালী ভিত্তি হিসেবে চালু রয়েছে। এই আইনে ধর্ম ত্যাগকারীদের জন্য মৃত্যুদন্ডের বিধান রয়েছে । এই আইনেই মরিয়মকে নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মাবলম্বী একজনকে বিয়ে করার অপরাধে ১০০টি বেত্রাঘাত ও ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রীস্টান ধর্ম গ্রহণ করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করে খার্তুমের এই শরিয়া আদালত ।





ড্যানিয়েল ওয়ানি ও মরিয়ম ইব্রাহিম ।



আদালতের নির্দেশে ইসলাম ধর্মে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়ে আদালতে মরিয়ম বলেন, “ আমার জন্মের ছয় বছর পরেই আমার মুসলমান বাবা আমাদের পরিবার ছেড়ে চলে যান । আমি আমার ইথোপিয়ান খ্রীস্টান ধর্মাবলম্বী মায়ের কাছে একজন খ্রীস্টান হিসাবেই বড় হয়েছি ।“ রায় প্রদানের সময় মরিয়ম গর্ভবতী থাকায় সন্তান জন্মের দুই বৎসর পর্যন্ত ( সন্তান লালন পালনের জন্য ) এই রায় মুলতবি রাখারও নির্দেশ দেয় আদালত । গত সপ্তাহে জেলের ভিতরেই “মায়া” নামের একটি কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম । এটি তাদের দ্বিতীয় সন্তান, মারটিন নামের আঠার মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের ।





মায়ার জন্মের পর কারাগারে দুই শিশু সন্তান সহ মরিয়ম ইব্রাহিম ।



আদালতের এ রায়কে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়ে খার্তুম। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে সুদান সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টাইমস পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে আদালতের এ রায়কে বর্বরোচিত বলে অভিহিত করেছেন। মরিয়ম ইব্রাহিমকে অচিরেই মুক্তি দেওয়ার জন্য সুদানের প্রতি আহ্বান জানিয়েছেন টনি ব্লেয়ার, হিলারি ক্লিন্টন সহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ । প্রতিবাদ জানায় ভিবিন্ন মানবাধিকার সংগঠন ।



মূলত আন্তর্জাতিক চাপের মুখেই মরিয়ম ইব্রাহিমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সুদান সরকার । গত সপ্তাহে সুদান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আবদুল্লাহি আলজারেগ বলেন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া সুদান ওই নারীকে রক্ষায় প্রতিশ্র“তিব্ধ। তিনি আর বলেন দেশের আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করেই মরিয়মকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



মরিয়মের আইনজীবী মোহানেদ মোস্তফা জানান, তার মক্কেলকে মুক্তি দেয়ার বিষয়ে তাকে বা মরিয়মের স্বামী ড্যানিয়েল ওয়ানি কাউকে কিছু জানানো হয়নি । তবে তিনি শিগগির মুক্তি পাবেন বলে আমরা আশা করি । আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছি এবং মামলাটি “African commission on human right “ – এর কাছেও পাঠানো হয়েছে ।





মারটিন ।





মায়া ।











মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.