![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন ভাই এর ভিতরে খুবই মিল। তিন যদিও তিন মতের তবুও তাদের মধ্যে মিল অনেক। এক জন আরেক জন কে তাদের সকল আনন্দে দাওয়াত করে। হঠাত তিন ভাই এর মাঝে এক দল লোক এল, বলল ব্যাবসা করবে তাদের সাথে। ভাল কথা...ভাই রা রাজি। ..................
চলে গেল অনেক বছর। ব্যাবসায়ীরা এখন তিন ভাই এর মহব্বতের ভিতর ফাটল ধরিয়েছে । এক জন আরেক জন কে দেখতে পারে না............
১৯৪৬-------তিন ভাই এখন আর এক সাথে থাকবে না। আলাদা সংসার এ থাকবে। ওই ব্যবসায়ীরা তাদের কে এক সাথে থাকতে দেয় নি। তাদের কে আলাদা করতে যা করা দরকার তা করেছে। আলাদা হবেই বা না কেন? তিন ভাই ত ব্যবসায়ীদের ষড়যন্ত্র কে ভাংতে পারে নি...তিন ভাই এর ভিতর দুই ভাই ছিল মতের দিক থেকে অনেকাংশে এক। তাই তারা এক সংসারেই থাকল কিন্তু তাদের সংসারের মাঝে পড়ল অপর ভাই এর সংসার। তাদের সংসারের বিভাজনের কাজটাও করল ওই কুচক্রী ব্যবসায়ীরা!? তবে ব্যবসায়ীরা বিভাজনের কাজ সমাপ্ত করে তাদের নিজেদের সংসারে চলে গেল। তবে যাবার আগে এক সাথে থাকা দুই ভাই কেও কুমন্ত্রনা দিয়ে গেল, কুমন্ত্রনা থেকে বাদ পড়ল না তিন নম্বর ভাই ও।
১৯৭১-------একত্রে থাকা দুই ভাই এর মিল ৩য় ভাই সহ্য করে নি কখনও। ৩য় ভাই আগে থেকেই করছিল দুই ভাইকে বিভাজিত করার ষড়যন্ত্র। সেই মোক্ষম সুযোগ এল ১৯৭১ এ, কারন সেই দুই ভাই এর ভিতরেও দ্বন্দ চলছিল বিভাজিত হওয়ার পর থেকেই।
(ব্যাপার টা অনেক জটিল তাই না?)
অবশেষে ৯ মাসের লম্বা দ্বন্দ এর পর সেই দুই ভাই আলাদা হয়ে গেল। এখন তিন ভাই ই আলাদা থাকে।
তারা বুঝতে পারে নি , অথবা বুঝতে চায় নি "একতাই বল"। বিভাজন কখনও শান্তি বয়ে আনতে পারে না।
বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত সেই তিন ভাই। কি ভুল বললাম?
২| ১০ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪৪
মুহাম্মদ-লিটু বলেছেন: একদম কারেক্ট ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৫
শায়েরী বলেছেন: ঠিক বুঝলাম না
কি বলতে চাচ্ছেন !