নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা, সাম্যবাদীতা এবং অসাম্প্রদায়িকতা মনে-প্রাণে পূর্ণাঙ্গ রূপে অনুধাবন করতে পারলেই বাঙ্গালীর জয় অবশ্যম্ভাবী

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৪



পৃথিবীর সর্ব বস্তুই নশ্বর, কিন্তু সত্য ও সততা অবিনশ্বর। কিন্তু আমাদের সমাজের কিছু ব্যাক্তি তাদের নিজ স্বার্থ রক্ষার্থে সত্য ও সততাকে তিরোহিত করার জন্য সর্বদাই রাহাজানিতে লিপ্ত থাকে! পরিশেষে তারা ভুলেই গেছে যে সত্য অবিনশ্বর! সর্বোপরি তারা জীবিত থাকলেও তাদের অন্তর মৃত!

কেননা, আত্মিক পতন ঘটলে মানুষ জীবিত থেকেও মৃত! তারা থেকে যায় অন্ধ বিশ্বাসের অন্ধ নিদ্রায়!

আর এই অন্ধ বিশ্বাসে তন্দ্রাচ্ছন্ন ব্যক্তিদের জাগানো প্রগতিশীলদের কর্তব্য। আর তার সবচেয়ে বড় ভার গ্রহণ করা শিক্ষার্থী ও শিক্ষিত ব্যক্তিদের দায়িত্ব। যারা এই দায়িত্ব ও কর্তব্য পালনে কুণ্ঠিত এবং অনীহা প্রকাশ করে, তারা আর যাই হোক, আদৌ প্রকৃত শিক্ষিত নয় তা আমার মনে হয়।

শিক্ষা, সাম্যবাদীতা এবং অসাম্প্রদায়িকতা মনে-প্রাণে পূর্ণাঙ্গ রূপে অনুধাবন করতে পারলেই বাঙ্গালীর জয় অবশ্যম্ভাবী

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:



ওকে, জয়ী হওয়ার চেস্টা করছি

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:০৪

আনিসা নাসরীন বলেছেন: ঠিক তাই।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪১

সজীব মোহন্ত বলেছেন: সাম্প্রদায়িকতা বাঙালির রক্তে।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২

রাফিন জয় বলেছেন: তো আমি কি ভাই বাঙ্গালিনা?!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

অেসন বলেছেন: সাম্যবাদীতা এবং অসাম্প্রদায়িকতা বাংগালি মনে-প্রাণে কখনই গ্রহন করে নাই। ৭১ এ পাকি বাহিনীর অত্যাচারে অসাম্প্রদায়িকতার ভান ধরতে বাধ্য হয়েছিল। এখন খোঁজ নিন কজন স্বাধীনতার মুল নীতি মনে লালন করে বা জানে।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

রাফিন জয় বলেছেন: আপনি আর আমি কি করছি সে দিকে দেখেন। নিজে ভাল তো জগৎ ভাল। জগৎ ভাল না থাকলে ও, এই প্রসেস মেনেই ভাল হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.