নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

সিনেমাটা দেখলে হয়তো অনেক বেশি অনুভব করতে পারবেন।

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯


ক্রিস্টোফার নোলানের লেখা ও পরিচালনায় নির্মিত Tenet সিনেমাটা দেখলাম আজকে। সাইন্স ফিকশন এন্ড একশন থ্রিলার। ফিজিক্সের জটিল ধাধায় মগজ বিগড়ে যাওয়ার মতোই। প্লটটা মূলত বেজ করে আছে ফিউচারের এক সাইন্টিস্টের এক ইনভেনশন এবং তা যাতে পৃথিবীতে আর ইউজ না হয় তা নিয়ে। সেই সাইন্টিস্ট, জেনারেশন ফ্রম দ্য প্রেজেন্ট, তার ইনভেন্টেড একটা ডিভাইস যা কিনা বস্তুর এন্ট্রপি রিভার্স করতে পারে। সাথে রিডিউস করতে পারে এন্ট্রপি বাড়ার ফলে পৃথিবীর সৃষ্ট ডিযঅর্ডার। এমন একটা বিষয়ও দেখানে হয়েছে যে, ভবিষ্যতে এমন একধরনের অস্ত্র ব্যবসা হতে পারে, যেখানে কিনা গুলি বন্দুক থেকে বের না হয়ে বরং তা বন্ধুকের মধ্যে ঢুকে যাবে ট্রিগার করা মাত্র।

ফিউচারে ইনভেন্টেড ঐ ডিভাইস সাইন্টিস্ট বানানোর পরে বুঝতে পেরেছিলো যে এটা থাকলে সমস্যার পাল্লাই বেশি ভারি হবে। এমনকি ফিচার জেনারেশন টাইম ট্রাভেল করে তার থেকে এই মেশিন নিয়ে পৃথিবীর এন্ট্রপি রিভার্স করবে। এর কারণ, আমাদের কারণে ভবিষ্যত জেনারেশন পাবে খুবই একটা দূষিত ন্যাচার। নদী শুকিয়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং খুবই জঘন্য রেইটে রেইজড হবে। তাই ফিউচার জেনারেশন বাধ্য হবে টাইম ট্রাভেল করে পাস্টে এসে ঐ ডিভাইস সম্পর্কে জানতে। কিন্তু সাইন্টিস্ট যাতে আবার ফোর্সড না হয় পুনরায় এই মেশিন বানানোর জন্য, তাই সে সুইসাইড করে এবং সেই মেশিন নয়টা ভাগে ভাগ করে টাইম ট্রাভেল করে নয়টা সময়ে রেখে যায়। যাতে করে কেউ আর খুজে না পায়।

কিন্তু এই জেনারেশনের এন্ড্রি সেটর (অভিনয় করেছে কেনেথ ব্রাংগ) সবগুলো একত্র করে। কিন্তু সে আবার খুবই ডিভাস্টেটিং।

প্রোটাগনিস্টের ভূমিকায় অভিনয় করেছে জন ডেভিড ওয়াশিংটন। সিআইএ এজেন্ট থাকে এই মুভিতে সে। সে মূলত সেই ডিভাইস উদ্ধার করার জন্য কাজ করে তার টিম নিয়ে।

এছাড়া মুভির দারুণ মজার বিষয় থাকে গ্রেন্ডফাদার প্যাড়াডক্স, ইনভার্টেড ওয়ার্ল্ডের মুভমেন্ট, দুই টিমের টাইম ডিরেকশনে পিনসার মুভমেন্ট (উল্লেখ করা দরকার, এর আগে এতো চমৎকার পিনসার মুভমেন্ট আমি কখনো কল্পনাও পারি নাই। টাইম ডায়মেনশনে ভাবাটা খুবই ইনোভেটিভ ছিলো।)

তবে, এই মূভির হিরো মূলত আমার নেইল (অভিনয় করেছে রবার্ট পেটিনসন) চরিত্রটাকে মনে হয়েছে। প্রোটাগনিস্টের চাইতে তার ভূমিকাই বেশি মনে হয়েছে। আমার মনে হয় মুভির প্রোটাগনিস্ট মূলত নেইল। পুরো মুভিতে সেই যেচে নিজের প্রাণ দিয়ে পুরো প্লানেটটাকে রক্ষা করে। রক্ষা করে তার বন্ধুকেও। সে কারণেই মূলত গুলিটা খায়। বারবার সে নিজের পরিচয় লুকিয়ে পুরো ওপারেশন টেনেট এক্সিকিউট করে।

ক্রিটিকরা বলে মুভিটা নাকি খুব জটিল হয়েগেছে। আমারও একই কমেন্ট। নোলানের এইটা বেস্ট নির্মাণ না। তবে তার যতোগুলো মুভি দেখছি, সেখান থেকে বিচার করলে এইটা বেস্ট কন্সেপ্টে নির্মিত। তবে নির্মাণ সত্যিই খুব জটিল মনে হয়েছে। তবে শেখার মতো দারুণ একটা মুভি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯

শহুরে আগন্তুক বলেছেন: দেখেছি সিনেপ্লেক্সে। Intersteller আর Inception-ই এখনও প্রিয় বেশি।

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১

রাফিন জয় বলেছেন: Interstellar বেস্ট আমার বিচারে। তবে Inception এর চাইতে Tenet এর কন্সেপ্টের ডেপথ বেশিই মনে হয়েছে।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০২

কবিতা ক্থ্য বলেছেন: রিভিউ দেয়ার জন্য ধন্যবাদ।
দেখার আশা রাখি।

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

রাফিন জয় বলেছেন: দেখে ফেলেন, থ্রিল পাবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: মুভিটার কথা শুনেছি। কিন্তু দেখা হয় নাই।
এখন আপনার রিভিউ পড়ে ভাবছি আজই দেখে ফেলবো।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০০

রাফিন জয় বলেছেন: অবশ্যই। দারুণ মজা পাবেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ইউটিউবে পাওয়া গেলে দেখবো।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১

রাফিন জয় বলেছেন: পাবেন না। টরেন্ট দিয়ে নামাতে পারেন। FTP সার্ভারে এক্সেস করতে পারলে আরও দ্রুত নামাতে পারবেন।

৫| ১৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

Laboni বলেছেন: দুইটি অসাধারন বাংলা মুভি দেখুন, মন ভাল হয়ে যাবে। একটি হল বাইশে শ্রাবণ আরেকটি দ্বিতীয় পুরুষ

২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

রাফিন জয় বলেছেন: রিলিজ হওয়ার পরপরই দেখেছি। সৃজিতের মেকিং অসাধারণ।

৬| ২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৭

মার্শাল ইফতেখার আহমেদ বলেছেন: নাহ! কেনো যেনো তেমন ভালো লাগেনি! Interstellar আর Inception ও দুটোই ভালো ছিল। Inception আরো ভালো। শুভেচ্ছা।

২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

রাফিন জয় বলেছেন: আমার ভালো লেগেছে। তবে Interstellar আর Inception বেশি ভালো লেগেছে।

৭| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৯

Laboni বলেছেন: নওয়াজউদ্দীন সিদ্দিকির অভিনয় আর সিনেমার প্লট, এই দুয়ে মিলে এক অপূর্ব সৃষ্টি "বাবুমশাই বন্দুকবাজ" মুভিটি। সময় করে একবার দেখবেন।

২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

রাফিন জয় বলেছেন: অবশ্যই দেখবো। ধন্যবাদ।

৮| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:১৬

Laboni বলেছেন: Beasts of No Nation (2015)" You should watch this movie

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫০

Laboni বলেছেন: "রাসেল ক্রো" যার অভিনয় সম্পর্কে নতুন কিছুই বলার নাই। তবে A Beautiful Mind মুভিটি দেখলে নতুন করে তার প্রেমে পড়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.