নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্য

ব্যাকরণের সব রীতিনীতি মেনে সাহিত্য রচনা করতে গেলে তবে তা একটা ভালো ব্যাকরণের বই হয়ে যাবে। —— তন্য শব্দগুচ্ছ

রফিকুল ইসলাম তনি

মানুষ অন্যের ভুলগুলো খুব নিখুঁতভাবে খুঁজে বের করে আর নিজের ভুলগুলো ভুল যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।

রফিকুল ইসলাম তনি › বিস্তারিত পোস্টঃ

আর কিছু দিন BTCL এর ইন্টারনেট ব্যবহার করলে আমি পাগল হয়ে যাব (সমাধান চাই)

১০ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৭

গ্রামীণফোন, সিটিসেল জুম, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করার পর যখন বুঝতে পারলাম বাংলাদেশের কোনো কোম্পানির নেট সার্ভিসই ভালো না, ঠিক তখনই খবর পেলাম, বিটিসিএলের নেট নাকি খুবই ভালো। তাই ১ সপ্তাহ দৌড়া-দৌড়ি করে বাসায় বিটিসিএল এর নেট সংযোগ নিলাম। বিটিসিএলের সার্ভিস দেখে তো আমি মহাখুশি। এমনই খুশি যে, ফেইসবুকে-ব্লগে বিনা পয়সায় ওদের হয়ে প্রোমোশন চালাতে লাগলাম। কিন্তু প্রায় ৪ মাস পর শুরু হল যত বিপত্তি। আমি মডেম হিসেবে TP-Link এর Model+Router ব্যবহার করি একটু পর পর ADSL এর লাইট ব্লিংক করে, নেট ডিসকানেক্টেড হয়ে যায়। ওদের কল সেন্টারে ফোন দিলে বলে, আপনার মডেমে সমস্যা, আপনার টিএন্ডটির লাইনে সমস্যা, ছোট যে স্প্লিটার আছে সেখানেও সমস্যা থাকতে পারে, আপনার ক্যাবলের সাথে হয়ত ইলেক্ট্রিক ক্যাবল লেগে আছে তাই নেট পাচ্ছেন না, TP-link এর মডেম ভালো না আপনি Huawei Modem কিনেন, টিএন্ডটির খাম্বাতে ক্যাবলে মাথায় আয়রন জমেছে সেটা ছুরি দিয়ে পরিষ্কার করতে হবে, আরও কত কী!



ভাইরে এত ঝামেলা করে তো ইন্টারনেট ব্যবহার করা যায় না।



যাই হোক, এত দিন কষ্ট-মষ্ট করে কোনো মতে বিটিসিলের ইন্টারনেট ব্যবহার করেছি কিন্তু এখন আর পাচ্ছি না। ঠিক রাত ১১টা ৩০ মিনিটে নেট চলে যায় আর আসে সকালে। প্রায় ৬ দিন ধরে এই সমস্যাটা হচ্ছে। ওদের কাছে ফোন দিলাম, ওরা বলে, আপনার টিএন্ডটির লাইনের সাথে হয়ত কোনো ইলেক্ট্রিক লাইন লেগে আছে, আপনি এক কাজ করেন, টিএন্ডটির ক্যাবল খুলে অন্য দিক দিয়ে ঘুরিয়ে লাগান।



BTCL এর ইন্টারনেট ব্যবহার করলে ভবিষ্যতে আর কী কী এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে আপনারা কেউ কী বলতে পারেন?

টাকা পয়সা খরচ করে TP Link এর মডেম কিনেছে, ৭০০ টাকা দিয়ে নতুন টিএন্ডটির ক্যাবল লাগিয়েছে শুধু এই বিটিসিএলের ইন্টারনেটের জন্য। এত তাড়াতাড়ি কীভাবে বিটিসিএলের নেট ছেড়ে দেই?

যাই হোক, কারও কাছে কোনো সমাধান থাকলে অনুগ্রহ করে বলুন। কী করলে পরে বিটিসিএলের লাইন থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে, সম্ভব হলে সেই পরামর্শটা দিন; চিরকৃতজ্ঞ থাকব।

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০২

পথিক০২১ বলেছেন: They want money.Unader kono service tech k dhore bashai niye eshe kichu cha biscuit abong upri den thik hoye jabey.

১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৪

রফিকুল ইসলাম তনি বলেছেন: দিয়েছি তো ভাই। তাও কাজ হয় না।

২| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৮

গুগলরকস বলেছেন: বাংলালায়ন ইজ বেস্ট, আমি ব্যাবহার করি...চরম

৩| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৭

বটতলার টারজান বলেছেন: মাঝে মধ্যে আমারটাও রাতে ডিস্টার্ব করে, সাথে সাথে আমি ওয়াইফাই বন্ধ করে ইথারনেট দিয়া চালাই ! নো চিন্তা !

১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২০

রফিকুল ইসলাম তনি বলেছেন: ইথারনেট নেট দিয়ে কীভাবে চালায় একটু বলেন।

৪| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৪

_শাহরিয়ার_ বলেছেন: ভাই আমি আপনার থেকে অনেক বেশি কষ্ট করছি + অনেক টাকা ও খরচ করছি কিন্তু যা পাইছি তা শরমে কাউকে বলতে পারিনা । লাইন ড্রপের একটা মাত্রা আছে এদের তাও নাই । আর শালারা মনোপলি ব্যবসা করছে দেশে । আমরা অনেকেই ভাবি এটা(bcube) হয়তো সরকারী প্রতিষ্ঠান । আসলে তা নয় । এটা একটি বেসরকারী প্রতিষ্ঠান যাদের শেষ তত্ত্বাবধায়ক সরকার এমন ভাবে লাইসেন্স দেয় যে, দেশে শুধু মাত্র bcube (যার মালিক একজন আর্মি আফিসার শুনছি ) ছাড়া অন্য কোন প্রতিষ্ঠান এমন কি সরকারী BTCL পর্যন্ত সার্ভিস(ADSL) দিতে পারবেনা । কিন্তু সে সব জায়গার bcube এর কাষ্টমার সার্ভিসের অফিস নাই ওখানে BTCL এর অফিস থেকে বিনা পয়সায় কাষ্টমার সার্ভিস দিতে হবে । পুরাই আজব আইন করে এদের লাইসেন্স দিছে ।।

এদের লাইনের এমন অবস্থা যে সামন্য রোদ বেশি হলে লাইন থাকে , একটু বৃষ্টি হলে লাইন থাকে না । দিনের ২৪ ঘন্টা বিনা নোটিশের লাইন ড্রপ করবে । আসলে আমাদের দেশে তারের লাইন নেওয়াই ঠিক না ।

১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৭

রফিকুল ইসলাম তনি বলেছেন: ভাই, Huawei Modem ব্যবহার করলে কী লাইন কম ডিসকানেক্ট হয়? ওরা তো বলছে Huawei Modem ব্যবহার করতে।

৫| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫১

প্রদীপ মিত্র বলেছেন: আমার তো মাসে ১৫ দিনই লাইন থাকতো না, আর থাকলেও বারে বারে ডিসকানেক্ট হয়ে যেত। আজকে যাইতেছি, লাইন বিচ্ছিন্ন করার আবেদন করতে

৬| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:০৪

চাই না এই স্বাধীনতা বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২৯

অাবু জাফর বলেছেন: হ ভাই আমার একই সমস্যা ।আমার তো মাসে ১৫ দিনই লাইন থাকতো না, আর থাকলেও বারে বারে ডিসকানেক্ট হয়ে ।

শালারা মানুষ না কুওা

৮| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৪

মনুমনু বলেছেন: আমি প্রায় ২ বছর হলো ইউজ করছি। গত ২-৩ সপ্তাহের যেই ভোগান্তি পেলাম তা বলার মত নয়। ঘন্টায় মনে হয় ১০-১৫ বার ড্রপ করছে।
ইথারনেট ইউজ করল কম গতি পাই, আবার ওয়াইফাই লাগালে ভালো পাই।
এত কষ্ট করে বিটিসিএল বিকিউব নিলাম, স হজে ছাড়তে পারছিনা ( ৪-৫ মাস বিল জমা না দিলেও যে লাইন কাটে না -এই নেশায় !!!)
মনে হয় এই যে ভঅগান্তি তা তাদের অজান্তেই হচ্ছে, আবার সব ঠিক হয়ে যাবে ওদেরই অজান্তে। রিপোর্ট করে সমাধান পাবার আশা করিনি কখনো, কারণ, তাদের সেই নীতিগত যোগ্যতাই নেই।

১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৯

রফিকুল ইসলাম তনি বলেছেন: ভাই, কী কন এই সব! আমার কী হবে তাহলে?

৯| ১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৭

মনুমনু বলেছেন: মজার কথা কি জানেন, কমেন্ট করার সময়ই একবার ড্রপ করল, কমেন্ট লিখার পর সব কপি নিয়েছিলাম বলে রক্ষা, পেস্ট করে দিয়ছি উপরের কমেন্ট টি।

১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৩

রফিকুল ইসলাম তনি বলেছেন: আরে, আমার তো একই অবস্থা, ফেইসবুক এবং ব্লগে কমেন্ট করার আগে সেটা আগে ওয়ার্ড ফাইলে সেভ করি। কারণ, আমার লাইন ড্রপ বা ডিসকানেক্ট হলে সেটা ৫ মিনিট কখনো আবার ১০ মিনিট পরে আসে।

১০| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৮

ইকরাহি বলেছেন: বাংলালায়ন ইজ বেস্ট, আমি ব্যাবহার করি...চরম :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>

১১| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৫

hira_nj বলেছেন: আমি গত ৬-৭ মাস থেকে ব্যবহার করছি। আপনাদের সকলের সমস্যার মাঝে আমার সমস্যা আর না বলি। কাকে যে অভিযোগ করবো তাই বলতে পারি না। বিটিসিএল অফিসে বললে উনার বলেন, এটা তো আমাদের সার্ভিস না ইত্যাদি ইত্যাদি...................

১২| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২০

পৃথিবীর আমি বলেছেন: আমারও একই অবস্থা। আচ্ছা প‌্যাকেজ কেমনে চেন্জ করতে হয় জানেন নাকি কেউ?

১৩| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৬

hira_nj বলেছেন: যার কাছ থেকে সংযোগ নিয়েছেন, তাকে জানাতে হবে। মাসের প্রথম সপ্তাহে প্যাকেজ চেঞ্জ এর আবেদন করতে হবে। পরবর্তী মাস থেকে প্যাকেজটি চেঞ্জ হবে।

১৪| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪২

মাহমুদুল হাসান অনিক বলেছেন: আমিও btcl চালাই তয় আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না ১ বছর কয়েকদিন পর পুরা হবে । তবে প্রথম দিকে সমস্যা করেছিল

১৫| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩০

_শাহরিয়ার_ বলেছেন: প্রথমে অনেক সখ করে cisco এর রাউটার মডেম কিনি । কিন্তু দুই দিন ও ব্যবহার করতে পারিনাই :( :(

কারন এইসব রাউটার মডেম ৩০ সেকেন্ট পর পর লাইন চেক করে । বলা যায় সারা দিন শুধু চেকের উপর ই থাকে লাইন ব্যবহার করার সময় পাওয়া যায় না। এইটা একটা বালের(bcube) লাইন !!

পরে রাগে দুঃখে Huawei Modem নেই । এটার ডিষ্ট্রিবিউটার ও এই শালার bcube . লাইন দিয়া ব্যবসা করে আবার মডেম বিক্রির ও ব্যবসা । আমার ধারনা ওদের লাইন এমন করে সেটআপ করা যাতে ওদের মডেম রাখতেই হবে অফশোনাল হলেও ।

Huawei Modem ব্যবহার করলে লাইন একদমই ডিসকানেক্ট হয় না । শুধুমাত্র লাইন থাকবে অন্য কিছু না :) [ডিসকানেক্টের কোন ঝামেলা নাই । আর খুব তাড়াতাড়ি লাইনে লগইন করে]

লাইন ড্রপের সমস্যা কিভাবে সমাধান হবে তা আল্লাহ ছাড়া আর কেউ হয়তো জানে না :(

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৫

রফিকুল ইসলাম তনি বলেছেন: //Huawei Modem ব্যবহার করলে লাইন একদমই ডিসকানেক্ট হয় না । শুধুমাত্র লাইন থাকবে অন্য কিছু না //


ভাই, আমি তো টিএন্ডটির ফোনের মাঝে মাঝে কথা বলি, সেটার কী হবে? স্প্লিটারের মাধ্যমে কী টিএন্ডটির ফোনে সংযোগ দেওয়া যাবে না??

১৬| ১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৩

রোবান মাহমুদ বলেছেন: দূর ভাই প্যাচান ক্যা?? /:) হুদাই পেইন লন কেন? B:-)

জানালাটা খুলেন তারপর বিটিসিএলের সব সরঞ্জাম সমূলে বাইরে নিক্ষেপ করেন।

হেরপর আগামীকাল বাংলালাইন/কিউবি দুনিয়াই প্রবেশ করেন। এলাকাই এ ২ টার কাভারেজ না থাকলে জিপি মডেম নেন।

ঝামেলা শেষ। ফিস দেন :| :|

১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৮

রফিকুল ইসলাম তনি বলেছেন: জিপির মডেম বাসায় আছে, ব্যবহার করি না। কারণ, জিপির নেট অনেক স্লো।

১৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৯

কাম্রুল বলেছেন: BTCL এর কানেকশন বাংলাদেশের সেরা, কিন্তু এইখানে একটা কিন্তু আছে... যারা আউটসোর্সিং করে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। ADSL এর এও মনোপলি ব্যবসা বন্ধ করতে হবে। আমি বিগত ৩~৪ বছর ধরে BTCL ব্যবহার করছি। এমনিতে ভালই, কিন্তু মাঝে মাঝে যা পেইন দেয় তা বলার মতন না। অনেক সময়ই ই মাসের পর মাসের লাইন থাকত না। ফোন করেও কোন কিছুই হত না। কয়েকবার লাইন ছেড়ে দিছি, কিন্তু আবার ফিরে আছি, কারন বাংলালায়ন আর কিউবি অনেক ভাওতাবাজি করে। সে তুলনায় লাইন ড্রপ ছাড়া BTCL এ কোন সমস্যা নাই। আমার আল্লাহর রহমতে লাইন ড্রপ হয় না, তাই BTCL ব্যবহার করে আরামই পাচ্ছি।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১১

রফিকুল ইসলাম তনি বলেছেন: ভাই, আপনি কোন মডেম ব্যবহার করেন?
TP-link নাকি Huawei ??

১৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৪

রাজ হাসান বলেছেন: আমি প্রায় দুই বছর বিকিউব ব্যবহার করতেছি একদম ফাটা ফাটি ভাবে কিন্তু গত এক দের মাস যাবৎ আমি খুউউউউব কষ্টে আছি আমার বিকিউব নিয়ে।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৬

রফিকুল ইসলাম তনি বলেছেন: কি মডেম ব্যবহার করেন?
TP-link নাকি Huawei ?? নাকি অন্য কোনো কোম্পানির মডেম?

১৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৫

_শাহরিয়ার_ বলেছেন: Huawei Modem সাথে যে স্প্লিটার থাকে ওটা বেশ ভাল । টেলিফোনে কথা বললে কোন সমস্যা হয় না । এমন কি কোন নয়েজ ও হয় না ।

BTCL এর লাইন ব্যবহার করলে অবশ্যই আপনাকে একটা অন্যলাইন রাখতে বিপদের জন্য ।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৮

রফিকুল ইসলাম তনি বলেছেন: আগে বিটিসিএলের লাইন ভালো ছিল কিন্তু এখন গ্রাহক অনেক বেড়ে যাওয়াতে সমস্যা হচ্ছে।

২০| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:১৭

আশাদুজ্জামান রােসল বলেছেন:
আপনার কষ্ট আর আমার কষ্ট একই- তবে আপনি না পড়লে বুঝবেন -না- ইন্টারনেটের করুণ অবস্থা এখানে দেখুন- Click This Link

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৪

রফিকুল ইসলাম তনি বলেছেন: পড়লাম। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই।

আপনি বিটিসিএলের লাইন নিয়ে দেখতে পারেন। স্পিড অনেক বেশি কিন্তু লাইন বার বার ড্রপ বা ডিসকানেক্টেড হয়ে যাবে। এমন কী প্রয়োজনের সময় নেটই থাকবে না।

২১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২১

নয়ননভিশ বলেছেন: বাংলালায়ন নিটে পারেন,োডের কভারেজ াখোন ানেক ভালো।

২২| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২১

বোকামানুষ বলেছেন: ADSL যখন প্রথম দিকে আসে তখন huawei মডেম দিয়া ১২৮ mbps এর লাইন নিসিলাম। সার্ভিস ভালই দিতেসে, কিন্তু তাকা খাওার জন্যে নাকি কে জানে প্রতি মাসেই কমপক্ষে ১০ দিন আমাদের tnt ডেড হয়া থাকে। তারপর tnt এর লোক ডাকায় এনে ৫০-১০০ তাকা দিলে তারে একটা জোড়া দিয়ে থিক করে দিয়ে জায়। এই কয়দিন বৃষ্টি উপলক্ষে ফোন ডেড হয়ে আসে। কিন্তু মজার কথা হল নেট থিক এ কাজ করতেসে। বরং ১৬ এর জায়গায় ২০-২২mbps পাচ্ছি। আগামি week এ সেমিস্টার ফাইনাল, এর মাঝে সব এসাইন্মেন্ট দিতে হবে। এর মাঝে ঝামেলা না করলেই হয়। মোবাইল ইউজ করি টেলিটক, নেট ইউজ করি ADSL, দুইটা তেই ঝামেলা। এভাবে বেশিদিন থাকলে আমার দেশপ্রেম ও কোন্দিন তাদের নেটওয়ার্ক এর মত গায়েব হয়ে যাবে কে জানে। !!!

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩১

রফিকুল ইসলাম তনি বলেছেন: সবার কথা শুনে যা বুঝলাম, বিটিসিএলের নেটের স্পিড অন্যদের তুলনায় অনেক ভালো। টাকাও কম লাগে কিন্তু সমস্যা হচ্ছে টিএন্ডটির ক্যাবল মাঝে মাঝে চোরে নিয়ে যায়, তাছাড়া বৃষ্টি হলে নেট বার বার ডিসকানেক্টেড হয়ে যায়।
আর ভালো সার্ভিস পেতে হলে আপনাকে অবশ্যই Huawei Modem ব্যবহার করতে হবে।

২৩| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩১

চক্কর বলেছেন: আমার দেখা সেরা ইন্টারনেট প্রোভাইডার বাংলাদেশে আইসপ্রোস লিমিটেড ... চরম মজা ইউজ করতে :)

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩২

রফিকুল ইসলাম তনি বলেছেন: "আইসপ্রোস লিমিটেড " সম্পর্কে একটু বিস্তারিত বলেন।

২৪| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩২

মনুমনু বলেছেন: কমনভাবে মনে হচ্ছে ইদানিং এই সমস্যা সবারই দেখা দিচ্ছে। দেখা যাক কি হয় পরে। হুওয়াই মডেম এ সার্ভিস ভাল পাওয়া যায়, আজই জানলাম !
ভাল হলেই ভাল। বিকিউব আবার ফেয়ার ইউজায় না

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৪

রফিকুল ইসলাম তনি বলেছেন: ফেয়ার ইউজ বলতে বিটিসিএলে কিছু নাই। এই দিক দিয়ে ওরা অনেক ভালো।

২৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪০

বিবাড়িয়া বাতায়ন বলেছেন: Huawei Modem ব্যবহার করলে লাইন ডিসকানেক্ট হয় না।
আপনার বাসার কাছাকাছি tnt র পিলার থেকে কম্পিউটার পর্যন্ত কাটাকাটি ছাড়া ব্যবহার করুন। এক্ষেত্রে BRB তার অনেক ভাল । এই কাজের জন্য লাইনম্যান থেকে ভাল ডাক্তার নেই।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৭

রফিকুল ইসলাম তনি বলেছেন: লাইন ম্যান কে প্রতিমাসে টাকা দিচ্ছি শুধু ক্যাবলের মাথার তার কাঁটা বা আয়রন পরিষ্কার করার জন্য। আমার টিএন্ডটি ক্যাবলে কোনো জোড়াতালি নাই। টিএন্ডটির পোল বা খাম্বা থেকে আমার কম্পিউটার পর্যন্ত ৭০০ টাকার নতুন ক্যাবল লাগিয়েছি।

২৬| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৫

নষ্ট ছেলে বলেছেন: আমিও বিটিসিএল লাইন বাদ দেওয়ার চিন্তা করতাছি। প্রতি ঘন্টায় ৮-১০ লাইন কেটে যায়! মাঝে মাঝে থাকেই না :(
আর বৃষ্টি হইলে তো হইছেই.......................

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫০

রফিকুল ইসলাম তনি বলেছেন: ওদের কল সেন্টারে ফোন দিলে বলে, বৃষ্টি হলে নেটে একটু সমস্যা করে।
আসলে ১ ঘন্টা বৃষ্টি হলে সারা দিনই নেট আসে আর যায়, আসে আর যায়।

২৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫২

নাহিদ তামিম বলেছেন: ভাই আমার ও সমস্যার শেষ নাই, আমার এলাকায় একজন আছে তিনি মহা পন্ডিত, বলে ফোন ইউস করলে লাইন স্লো হবে, আরে গাধা,ADSL এর কাজ ই হচ্ছে ২টা লাইন ফ্রি রাখা। আমি Australia থাকতে ADSL ইউস করতাম, ভাবলাম এটা ভাল হবে, এখন যা অবস্হা, ঢাকাতে অবস্য বাংলা লায়ন, ফেয়ার পলিসি না থাকলে ওটাই সব থেকে ভাল।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৫

রফিকুল ইসলাম তনি বলেছেন: বন্ধু-বান্ধব, ফেইসবুক, ব্লগে সবার সাথে কথা বলে যা বুঝলাম তা হলোঃ
বিটিসিএলের নেট ভালো কিন্তু ১ ঘন্টা বৃষ্টি হলে প্রায় ৩-৪ দিন নেট বার বার ড্রপ করবে। মাঝে মাঝে ৫-৬ ঘন্টার জন্য নেট থাকবে না।

Huawei Modem ভালো কারণ ওদের সব টেকনোলজি বা যন্ত্রপাতি Huawei থেকে নেওয়া।

মাঝে মাঝে বিটিসিএলের ইঞ্জিনিয়াররা লাইনে কাজ করে, তখন ইন্টারনেট ১-২ দিন সমস্যা করতে পারে।


১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৫

রফিকুল ইসলাম তনি বলেছেন: অনেকের ধারণা টিএন্ডটির ফোনের জন্য লাইন বার বার ড্রপ করে। তাই অনেকেই টিএন্ডটি সেটের রিসিভার তুলে রাখে। কিন্তু এটা ভুল ধারণা। লাইন ভালো থাকলে ফোনের কথা বললেও কোনো সমস্যা হয় না।

২৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৪

নাহিদ তামিম বলেছেন: আমি Huawei Modem ইউস করি, অন্য পিসি তে কানেকসন করাইতে চাই, কি ভাবে করবে, কেউ যদি হেল্প করেন, কারন যারা কানেক্ট করে গেছে তাদের ডাকলে ২ সপ্তাহের আগে আসবে না।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১২

রফিকুল ইসলাম তনি বলেছেন: ওদের কে ফোন দেন; ওরা ফোনেই আপনার সমস্যার সমাধান দিয়ে দিবে।

এই নেন নাম্বারঃ
বনানী অফিসঃ ৯৮৯৭৫০১, ০১৯৭৮৮১০৪০৮
কাওরান বাজার অফিসঃ ৯১৩০৪৪১, ০১৯২৩৭৫৭২৬

২৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:০১

হুদাই আল-খুচাই বলেছেন: আমি কিন্তু অনেক আরামেই আছি দুই বছর যাবত।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৯

রফিকুল ইসলাম তনি বলেছেন: কী মডেম ব্যবহার করেন?

৩০| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:১৯

লাবিব ইত্তিহাদুল বলেছেন: বুট জুতা পইরা, মোডেম এর উপরে পারা মারেন :!> :#>

৩১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪৭

গেমার বয় বলেছেন: আমিও হুয়াই মডেম ব্যবহার করি...লাইন ড্রপ করলেও খুবই কম করে, যেটা গোনার বাইরেই ধরা যায়। লাইন পুরাতন না হলে আর দূরত্ব বেশি না হলে বিকিউব ই বেস্ট। আপনার তাও ভাগ্য ভাল আপনি ৭ দিনে লাইন পেয়েছেন, আমার লাইন আসছে অ্যাপ্লাই করার প্রায় ১-১.৫ মাস পরে।

১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৫

রফিকুল ইসলাম তনি বলেছেন: বিটিসিএলের ইন্টারনেট সংযোগ পেয়ে তখন নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল কিন্তু গত ৬ দিন ধরে রাত ১১টা ৩০ মিনিটের পর বিটিসিএলের নেট না থাকায় মনে হয়েছে বিটিসিএলের সংযোগ না পেলেই ভালো হত।

৩২| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৪৬

কেএসরথি বলেছেন: আমি পোষ্টের হেডিং দেখে ভাবছি, আপনি খুশিতে পাগল হয়ে যাবেন

:-P :-P =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.