নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন ভালো নেই

rafiqrubel

আব্দুর রফিক

rafiqrubel › বিস্তারিত পোস্টঃ

আলুর উপকারিতা

২০ শে মে, ২০১৩ সকাল ১০:০০

খাদ্য তালিকায় আলু আমাদের অতি পছন্দের একটি সবজি বা খাদ্য। মানবদেহের পুষ্টিগুণের দিক থেকে আলু যেমন উপকারি রুপচর্চায় ও অতুলনীয় ।



আলুর পুষ্টি উপাদান : আলু কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করাপ্রধান সবজি। এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো খাবার আঁশ, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন আছে।



প্রতি ১০০ গ্রাম আলুতে



শর্করা - ১৯ গ্রাম,



খাবার আঁশ - ২.২ গ্রাম,



উদ্ভিদ প্রোটিন - ২ গ্রাম,



খনিজ লবণ - ০.৫২ গ্রাম যার মধ্যে পটাশিয়াম লবণই ০.৪২ গ্রাম,



এবং ভিটামিন - ০.০২ গ্রাম।



প্রয়োজনীয় খাদ্যপ্রাণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে ব্যবহার করা যায়।



রোগ-প্রতিরোধ :



আলু শরীরের ভেতরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আলুতে থাকা ভিটামিন-সি ও ভিটামিন-বি আমাদের শরীরের দুর্বলতা সারাতে সাহায্য করে। আলুতে কোনো চর্বি বা ফ্যাট প্রায় নেই বললেই চলে। অথচ এতে আছে লোহা ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। এই দু’টি খনিজ উপাদান হার্টের অসুখ প্রতিরোধে সাহায্য করে। আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি শরীরের উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। আলু রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তাই ডায়াবেটিক রোগীদের জন্য এটি একটি উপকারী খাদ্য। আবার এক ধরনের প্রোটিনেস ইনহিবিটর থাকায় এটি ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। নিয়মিত আলু খেলে প্রস্রাবের জ্বালা-পোড়া থাকে না। আলু থেকে প্রাপ্ত শক্তি লাইকোজেন হিসেবে মাংসপেশি ও লিভারে সঞ্চিত থাকে। তাই শারীরিক ব্যয়ামের ক্ষেত্রে বিশেষ করে খেলোয়াড়দের জন্য আলু একটি উত্তম খাদ্য। আলু কম মাত্রায় সোডিয়ামযুক্ত, প্রায় ফ্যাটমুক্ত ও সহজে হজমযোগ্য । আলুকে বলা হয় স্কার্ভি ও রিউমেটিক প্রতিরোধক। আলুর প্রোটিন কিডনি রোগীদের জন্য উপকারী। ডায়রিয়া হলে আলু খেলে সহজে ঘাটতি পূরণ হয় এতে অতিরিক্ত ক্যালরি থাকার কারণে। শিশুদের জন্য আলু খুবই সহায়ক খাদ্য।



রুপচর্চা : আলুতে জিংকসহ অন্যান্য উপাদান থাকায় তা ত্বকের যত্নে বিশেষ উপযোগী। আলুর সঙ্গে মধু মিশিয়ে মুখ ও শরীরে লাগালে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের দাগও দুর করে। বিভিন্ন ধরনের ব্রণ নির্মূলেও বিশেষ সহায়ক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

চানাচুর বলেছেন: আমার মন খারাপ থাকলে আলু ভাজি খাই। এতে বিষণ্নতাও দূর হয় :)

২| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

সমানুপাতিক বলেছেন: ভাই, আলুর যাবতীয় গুণাবলী বর্ণনা করলেন, কিন্তু খাদ্যে কিভাবে গুণগুলো বজায় থাকবে সেটা বললেন না! আলু ভালভাবে ধুয়ে অবশ্যই খোসাসহ সেদ্ধ করতে হবে, তারপর খোসা ফেলে দিন, আপত্তি নেই । কারণ আলুর যাবতীয় গুণ খোসার ঠিক নীচে থাকে- কাঁচা অবস্থায় খোসা ছাড়িয়ে রান্না করলে আপনাকে মোটাতাজা করার গুণ ছাড়া অন্য সবকিছু থেকে বঞ্চিত হবেন ।

৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

মো: জাহেদ ইকবাল বলেছেন: সচেতনতা মূলক পোষ্ট।
স্বাস্থ্য ও সৌন্দর্য চর্চা সম্পর্কে আরো চমৎকার ও গুরুত্বপূর্ন কিছু তথ্য পেতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
Best Health and Beauty Tips in Bangla

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২

জাহিদ হাসান বলেছেন: পটলের উপকারীতাও জানতে চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.