নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন ভালো নেই

rafiqrubel

আব্দুর রফিক

rafiqrubel › বিস্তারিত পোস্টঃ

নামাজের অবিশ্বাস্য ১১ টি উপকারিতাঃ

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩২

১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।



২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।



৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।



৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।



৫ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।



৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।



৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।



৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।



৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।



১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়।



১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে

মন্তব্য ৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫১

ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট +++

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:০৪

লাবনী আক্তার বলেছেন: এই সম্পর্কে জাকির নায়েকের লেকচার শুনেছিলাম টিভিতে। আবারো জানলাম ভালো লাগল। পোস্টে প্লাস।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: খুব ভালো লাগলো পোস্টটি।অনেক ধন্যবাদ।

কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তাই। নবীজী সাঃ বলেছেন, শিখিয়েছেন তাই।
এখন শারীরিক কোনো উপকার যদি নাও হয়, তবে একান্ত বিশ্বাস থেকেই , ঈমানের ওপর পরিপূর্ণ আস্থা রেখেই নামাজ পড়তে হবে।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:১৪

ইকবাল পারভেজ বলেছেন:

ভাল পোস্ট| ৫ ওয়াক্ত পড়তে পারি না, অলস লাগে| আল্লাহ আমাকে ৫ ওয়াক্ত পড়ার শক্তি দাও|

৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৪

জুবাইর রেযা বলেছেন: খুব ভালো লাগলো পোস্টটি অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.