নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফসান জানি নয়ন

ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !

রাফসান জানি নয়ন › বিস্তারিত পোস্টঃ

দিন শেষে

১৭ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৪

দিন শেষে সবাই বড় একা .....
সত্যিই বড় একা...
বিশাল আকাশ,সারাদিন কত পাখির ওড়াওড়ি,
মেঘেদের লুকোচুরি ...
দিন শেষে রাতের শুরুতে সেও বড় একা।
দুসারি বৃক্ষরাজি,মাঝখান দিয়ে সাপের মত একেবেঁকে যাওয়া রেললাইন, সারাদিন কত ব্যস্ততা,
দিন শেষে সেও একা, ভীষণ একা।
কলকল শব্দে বয়ে যাওয়া নদীটি,
যেখানে জীবনের আনাগোনা,
সন্ধ্যার নীলিমায় সেও বড় একা।
বাতাস,সারাদিন কত খবর ...
এপ্রান্ত হতে ঐ প্রান্তে নিয়ে যাচ্ছে....
দিন শেষে কুয়াশা ঘেরা রাতে,
সেও ভীষণ একা।
হলের সামনে দিগন্তছোঁয়া বিশাল মাঠ,
সারাদিন কত চতুষ্পদ জন্তুর পথচলা,
বিকেলে দূরন্ত কিশোরের দল হইহুল্লোড় করে,
তারপরও দিন শেষে সে বড় একা।
আর আমি ......
একটা দ্বিপদী, চারপাশে দেয়ালে ঘেরা,
ছোট্ট রুমটাতে বড় একা,
ভীষণ একা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.