![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !
শীতের বিকেল।কত কাংখিত ছিল এক সময়।দুপুর দুইটার মধ্যে ক্লাশ শেষ হত।বাড়িতে এসে খাওয়াদাওয়া করে একটু rest নিয়ে পড়তে বসতাম। কারণ, বিকেলে একটু খেলতে হবে। অদম্য নেশা ছিল ক্রিকেটের।যেই আসরের আযান হত,ওযু করে আমরা ভাইয়েরা,চাচাত ভাইয়েরা নামাযে বের হয়ে পড়তাম। নামাযের পর শুরু হত কাংখিত সেই ক্রিকেট। কে কত রান করল,কত উইকেট পেল,,,, সেই চিল্লাচিল্লি, হইহুল্লোড়,কে রান চুরি করল..... রান করতে না পারলে বা ০ রানে আউট হলে তার মুখের দিকে তাকানো যেত না।এভাবে কত বিকেল কেটে গিয়েছে।সন্ধ্যার পর টেবিলে পড়তে বসে মাঠের সেই বলিং,ব্যাটিং, ক্যাচ নেয়া,ছক্কা মারা,রান করতে না পারা,, ,, সব চোখের সামনেভেসেউঠত।পরের দিন বিকেলে কেমন খেলতে হবে,কি করব ,তার একটা রূপরেখা মনের অজান্তেই হৃদয়পটে আঁকা হয়ে যেত।..........
........
.......
...
হঠাৎ পিছন থেকে পিঠে আম্মুর চপেটাঘাত।" কি হচ্ছে??????? পড়া বাদ দিয়ে হারিকেনের তেল পোড়া হচ্ছে । কাল থেকে খেলা বাদ"।
.........
এখনকার বিকেল।।।।।।
লন্ডন ব্রিজের উপর বসে একা একা সেই স্মৃতি গুলোকে হাতড়ে বেরানো !
রাফসান জানি,
লন্ডন ব্রিজ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মন সিংহ , বাংলাদেশ।
©somewhere in net ltd.