নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাফসান জানি নয়ন

ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল , চান্স পাইনি । তবে হ্যাঁ , ভেটেরিনারিতে পরছি , বুঝেন নি এখনও , মানে গরুর ডাক্তার !!!! হাসছেন, তাই না!!!!! আমরা ভেটেরিনারিয়ানরা শুধু গরু না , একাধারে বাঘের ডাক্তার, সিংহের ডাক্তার, হাতির দাক্তার,কুকুরের ডাক্তার , মুরগি , হাঁস , কুমির , এমন কি উটেরও ডাক্তার ! \nআর হ্যাঁ , ওষুধের নাম মুখস্থ করতে করতে বিরক্ত হয়ে গেলে লেখালেখি করতে বসি , না হলে ছবি তুলতে বেরিয়ে পড়ি। \n\nতাই যা লেখি বা ছবি তুলি , সব হচ্ছে ব্রেইন এর শেষ প্রান্তের সামান্য নির্যাস !

রাফসান জানি নয়ন › বিস্তারিত পোস্টঃ

বাকৃবিতে টাইটানিক !

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

টাইটানিক !
নামটা শুনতেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল একটা জাহাজের ছবি। সেই রোজ আর ডি কাপ্রিও র অনবদ্য অভিনয়। হাজার হাজার মানুষের স্বপ্ন যাত্রার শুরু এবং সেই যাত্রাই শেষ যাত্রা !
সেই টাইটানিকে হয়তো আমাদের চড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনটাই হয় নি বা হবে না ! কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হওয়ায় প্রায় সময়ই আমাদের নিজেদের এই টাইটানিকে উঠা হয়। ভার্সিটির পাশ দিয়ে ব্রহ্মপুত্র বয়ে যাওয়ায় এর বুকে চলে অসংখ্য ছোটো বড় টাইটানিক।
ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলধারা, ওপারে সবুজ ধানক্ষেত , এ পাশে আমাদের সবুজে ঘেরা বাকৃবি , আর আমরা গর্বিত কৃষিবিদ ।

দাওয়াত থাকল সবার !

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

কালের সময় বলেছেন: দারুন ভালো পোষ্ট =p~ =p~

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

রাফসান জানি নয়ন বলেছেন: ধন্যবাদ ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০

সুদীপ্ত সরদার বলেছেন: গর্বিত কৃষিবিদ!

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

অবাধ্য সৈনিক বলেছেন: শুভেচ্ছা রইল, আমিও একজন গর্বিত কৃষিবিদ :D

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

নেক্সাস বলেছেন: আসব। এসে এই টাইটানিকে উঠব নে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: ছোট হোক আর বড় হোক টাইটানিক তো........!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.