![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখালেখির পেছনে চালিকাশক্তি- সর্বগ্রাসী পুঁজিবাদী সংস্কৃতির বিপরীতে মানবিক সমাজের আকাঙ্খা ও শ্রেনীদর্শন।
আমাদের সমাজে প্রতিনিয়ত চলছে মগজ ধোলাই। শাসক ও শোষক গোষ্ঠী তাদের প্রয়োজনে আমাদের মগজ ধোলাই করছে। তাই আমরা এখন সেভাবেই চিন্তা করি যেভাবে শাসক গোষ্ঠী চায়। তারা নিজেদের পছন্দ অনুযায়ী ছাঁচে আমাদের চিন্তার জগৎটাকে তৈরী করে নিয়েছে। তাই আমরা এখন ওদের ইচ্ছে মতো চিন্তা করি।
শাসক শ্রেনীর মগজ ধোলাইয়ের হাতিয়ার অনেক। আমাদের শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, শিল্প, সাহিত্য সবই তাদের মগজ ধোলাইয়ের হাতিয়ার। তাই এই ধোলাই করা মগজে আমরা শিখি দেশপ্রেম মানে দেশের মাটিকে ভালোবাসা দেশের মানুষকে নয়। দেশাত্ববোধ মানে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া অথবা মানব পতাকা তৈরী করা।
জনগনের মগজ ধোলাইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের মিডিয়া। মিডিয়ার মাধ্যমেই তরুন সমাজের মগজ ধোলাই করে তাদেরকে ভোগ সর্বস্ব, ব্যক্তিকেন্দ্রিক ও উদাসীন করে গড়ে তোলা হচ্ছে। আজকাল টক শোতে উপস্থাপিকা সেলিব্রেটিদের প্রশ্ন করেন ‘আপনি রাতে ঘুমানোর আগে কোন লোশন ব্যবহার করেন’, ‘আপনি মুখ ধোয়ার পর কোন কন্ডিশনার ব্যবহার করেন’ অথবা ‘বাসা থেকে বের হওয়ার সময় আপনি আপনার পার্সে কি কি জিনিস নেন’। এই হচ্ছে তথাকথিত টক শো গুলোতে আলোচনার বিষয়। মিডিয়া কেন এই ধরনের অপ্রয়োজনীয় তুচ্ছ বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে। মিডিয়া এসব করছে কারন আমাদের রাষ্ট্র ব্যবস্থা তা চায়। আমাদের শাসকশ্রেনী এখন চায় তরুনরা অসচেতন, ভোগবাদী হয়ে বড় হয়ে উঠুক। এবং তাদের এই ইচ্ছে অনেকটাই পুরন হয়ে গেছে। এখন তরুনদের একটা বড় অংশই রাজনৈতিক ভাবে অসচেতন। তারা রাজনীতি মানে বুঝে দুদলের মারামারি। যারা একটু স্মার্ট তারাতো ফেসবুকের ইনফোতে লিখে দেয় ‘আই হেট পলিটিক্স’। অথচ রাজনৈতিক ভাবে অসচেতন তরুন সমাজ নিয়ে কোন ভাবেই কোন দেশে পরিবর্তন আনা সম্ভব নয়।
আমাদের শিল্প সাহিত্যের জগৎও মিডিয়ার মতো আমাদের ভোগবাদী, অসচেতন ও অলৌকিকত্বে বিশ্বাসী করে তুলছে। তাইতো আমাদের সাহিত্যের জনপ্রিয় চরিত্র হয় হিমুর মতো দায়িত্বজ্ঞানহীন চরিত্র অথবা মিসির আলীর মতো অলৌকিকত্বে বিশ্বাসী ব্যক্তি যেখানে বিজ্ঞানের নামে অপবিজ্ঞানকে হাজির করা হয়। অথচ এই দেশেই এক সময় প্রতিবাদী অনেক সাহিত্য রচনা হয়েছে যা আমাদের বিট্রিশ বিরোধী আন্দোলন ও ৭১ এর স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যুগিয়েছে।
তাই আমাদের মগজ ধোলাইয়ের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। দেশ প্রেম মানে দেশের মাটি অথবা দেশের পতাকার প্রতি প্রেম নয়, দেশ প্রেম মানে দেশের মানুষের প্রতি ভালোবাসা বুঝতে হবে। দেশের মানুষকে ভালোবেসে, দেশের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েই রাজনীতি করতে হবে। মনে রাখতে হবে রাজনীতি বিমুখতা কোন সমাধান নয়। সঠিক রাজনীতির মাধ্যমেই সম্ভব দেশ ও সমাজের পরিবর্তন আনা।
©somewhere in net ltd.