নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

সেরা ৫০০ তে নেই বাংলাদেশ, আছে ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়

১১ ই জুন, ২০২২ সকাল ১১:০০



যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষনা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই কোন বাংলাদেশি বিশ্ববিদ্যালয়। সেরা ৫০০ এর মধ্যে ভারতের আছে ৯ টি, আর যে পাকিস্তানকে আমরা ব্যর্থ রাষ্ট্র বলে মজা নেই তাদের আছে ৩ টি বিশ্ববিদ্যালয়। গত ৮ জুন এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

৫০০ এর পরে কোন সিরিয়াল প্রকাশ করা হয় নি। বাংলাদেশের বুয়েট ও ঢাবি আছে ৮০০-১০০ এর মধ্যে। ১০০১ -১২০০ এর মধ্যে আছে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ২০১২ সালে এ র‍্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ এবং ২০১৪ তে ৭০১।

ভারতের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স ১৫৫, আই আই টি বোম্বে ১৭২ ও আই আই টি দিল্লি ১৭৪ তম অবস্থানে এসেছে।
পাকিস্তানের ন্যাশনাল ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি ৩৩৪, কায়েদ ই আযম বিশ্ব্ববিদ্যালয় ৩৬৩ ও পাকিস্তান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড এপ্লাইড সাইন্সেস ৩৯০ তম অবস্থানে।

ভারত পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলি ক্রমান্যয়ে সামনে আগালেও আমাদের গুলো পিছনে যাচ্ছে। এ র‍্যাংকিং এক প্রতিষ্ঠানের এক এক প্যারামিটারে হলেও সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারনা পাওয়া যায়।

আমরা অর্থনৈতিক দিক থেকে আগাচ্ছি। অনেক বড় বড় প্রযেক্ট করছি কিন্তু শিক্ষায় আমাদের কোন নজর নেই। শিক্ষা ব্যবস্থা দিনে দিনে পেছাচ্ছে। আমরা কি পারি না অন্তত দেশের একটা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়ে নতুন করে শুরু করতে যা সব তালিকায় সেরা ১০০ তে থাকবে? এই টুকু সামর্থ কি আমাদের নেই? নাকি শুধুই সদিচ্ছার অভাব?



মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছেন- "কারা কি র‍্যাংকিং করল, এগুলো এখন একেবারেই দেখিনা"!

আসল সত্য হচ্ছে- র‍্যাংকিং দেখার মতো যোগ্যতাও ওনার নাই!

১১ ই জুন, ২০২২ সকাল ১১:১১

খাঁজা বাবা বলেছেন: ক্লাসের লাষ্ট বয়, ফার্ষ্ট বয় কত মার্কস পেয়েছে তা কখনো দেখে না। শুধু দেখে সে নিজে কয় বিষয়ে পাশ করেছে।

২| ১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই হচ্ছে সোনার বাংলাদেশ!!!

আমার ধারনা এযাবত কালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি সর্বনিকৃষ্টমত ভিসি। উনাকে আমার এলাকার কিন্ডারগার্ডেন স্কুলের ভিসি বানালেও সেটির ১২টা বেজে যাবে।

১১ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৭

খাঁজা বাবা বলেছেন: এখন যেভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ গুলি হচ্ছে, তাতে আগামীতে আমরা আরো খারাপ ভিসি পাব।

৩| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:০১

শূন্য সারমর্ম বলেছেন:


ভিসির পদ এখন রাজনৈতিক পদ।

১১ ই জুন, ২০২২ দুপুর ১:১৫

খাঁজা বাবা বলেছেন: শুধু ভিসি নয়, শিক্ষক, সেকশন অফিসার অন্যান্য স্টাফ ও রাজনৈতিক।

৪| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:০২

শায়মা বলেছেন: কি অবস্থা!
এর চাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি ভালো করছে।
বাংলাদের প্রাইভেট বিশ্বিবিদ্যালয়গুলো নিয়ে কোনো তথ্য আছে?

১১ ই জুন, ২০২২ দুপুর ১:১৩

খাঁজা বাবা বলেছেন: ব্র্যাক ও নর্থ সাউথ আছে ১০০১-১২০০ এর মধ্যে।

৫| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: গত ১৪ বছরে লেখাপড়ার বারোটা বেজে গেছে।

১১ ই জুন, ২০২২ দুপুর ১:১৩

খাঁজা বাবা বলেছেন: ১২ তো আগেই ছিল এখন ২৪ টা

৬| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: ১১ ই জুন, ২০২২ দুপুর ১:১৩০

লেখক বলেছেন: ব্র্যাক ও নর্থ সাউথ আছে ১০০১-১২০০ এর মধ্যে।


তাইলে তো তাদের অবস্থা আরও খারাপ।

আমি ভেবেছিলাম ওরা অনেক ভালো আছে।

১১ ই জুন, ২০২২ দুপুর ২:০৪

খাঁজা বাবা বলেছেন: ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের র‍্যাংকিং এর ক্রাইটেরিয়া কিছুটা ভিন্ন, র‍্যাংকিং ও কিছুটা আলাদা।
তবে গড়পরতা একই।

৭| ১১ ই জুন, ২০২২ দুপুর ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: র‍্যাংকিং দিয়ে কি হবে? দেশী বিশ্ববিদ্যালয় থেকে কি ডঃ ইউনুস বের হন নি? র‍্যাংকিং এ না থাকলেও আই লাভ বাংলাদেশ।

১১ ই জুন, ২০২২ দুপুর ২:০২

খাঁজা বাবা বলেছেন: সোমালিয়ানরাও বলে আই লাভ সোমালিল্যান্ড।
আপনারা কথায় কথায় ক্যানাডা সিংগাপুরের কথা বলেন আর উগান্ডা বললে ক্ষেপে যান কেন?

৮| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:১০

শায়মা বলেছেন: এই কারনেই টাকা জমিয়ে জমি বিক্রি করেও বাবা মায়েরা আজকাল বিদেশেই ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছে।
অনেকেই বলে দেশে নাকি ছেলেমেয়েদের ভবিষ্যৎ নেই।

এই দেশের পড়ালেখা দিয়ে নাকি এই দেশেই একটা ভালো জব হয় না।

হায়রে কি দিন যে আসলো।

নিজের দেশে নিজেদের শিক্ষারই মূল্য দেয় না মানুষ আর সারা বিশ্ব কি দেবে! :(

১১ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭

খাঁজা বাবা বলেছেন: যেমন চলছে এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সব প্রতিষ্ঠানের টপ পদগুলিতে, টেকনিকাল পদ্গুলিতে বিদেশীরা বসে থাকবে। এদেশের মানুষ এদেশেই মধ্যম পর্যায়ের বেশি আর উঠতে পারবে না।

৯| ১১ ই জুন, ২০২২ দুপুর ২:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ৮০১ ও ১০০০ এ থাকুক। আগে বলেন যে প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের কয়টা ছাত্র-ছাত্রী বিসিএস এ টিকে! তারপর গুনাগুনি হবে!

১১ ই জুন, ২০২২ দুপুর ২:৫০

খাঁজা বাবা বলেছেন: শুধু আমাদের এই উপমহাদেশেই সরকারী চাকরির জন্য এতো কাড়াকাড়ি। তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ৮০১ ও ১০০০ এ থাকুক। আগে বলেন যে প্রথম ৮০০ বিশ্ববিদ্যালয়ের কয়টা ছাত্র-ছাত্রী বিসিএস এ টিকে! তারপর গুনাগুনি হবে!

তারা এখনো অবুঝ, তাই বি সি এস দিতে আসে না। ;)

১০| ১১ ই জুন, ২০২২ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: ১১ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭০

লেখক বলেছেন: যেমন চলছে এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সব প্রতিষ্ঠানের টপ পদগুলিতে, টেকনিকাল পদ্গুলিতে বিদেশীরা বসে থাকবে। এদেশের মানুষ এদেশেই মধ্যম পর্যায়ের বেশি আর উঠতে পারবে না।


আমার মনে হয় বিদেশীরা বসে থাকবে না বাট ইন্ডিয়ানদের বসে থাকার আপ্রাণ চেষ্টা চালাবার সম্ভাবনা আছে।

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই টাইপ আগ্রাসন চালাতে দেখেছিলাম ২০০৫/২০০৬ এ ওয়ার্ক পারমিট ছাড়াই ইংলিশ ফ্লুয়েন্সী ( যদিও ইন্ডিয়ান এ্যাকসেন্ট ইংলিশ) এর কারণে টপাটপ জায়গা দখল করছিলো।
তখন দেখেছি ইন্ডিয়ান প্রিন্সিপ্যাল চালিত স্কুল, শ্রীলঙ্কান প্রিন্সিপ্যাল চালিত স্কুল......

থ্যাংক গড যে সেসব আপদ বালাই দূর হয়েছে। নয়ত ইন্ডিয়ানদের কাজই ছিলো বাংলাদেশী হঠিয়ে যেমনই ঐ ইন্ডিয়ান টিচারদেরই এপয়েন্ট করা একই সাথে বাংলাদেশীদেরকে সরিয়ে দেওয়া, নাজেহাল করা।

এরপর পর ওয়ার্ক পারমিট ইস্যু এর কারণে সেই দৌরাত্ম কমে গেলো।

যাইহোক ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি বিদেশীরা না বসে থাকলেও টপ পোস্টগুলোতে বৈদেশ থেকে পাস না করে আসলে আর কারো জায়গা হবে না ।:(



১১ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় বেশির ভাগ ই আর ফেরে নাই, আর যারা ভাল পড়াশুনা করে ফিরবে তারা টপ পজিশনে থাকবে। তবে এরা সব যায়গা পূরন করতে পারবে না। বাকিটার বেশিরভাগ ই হয়ত ভারতীয়রা পূরন করবে।

১১| ১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন:
ছবিটি গতকাল হোটেল পেনিন্সুয়ালার রুপটপ থেকে তুলছে(আমার বেস্ট ফ্রেন্ড)। এটা দেখে বলেন তো আগের বাংলাদেশ আছে কিনা। উন্নয়ন হয়েছে তা মানতে সমস্যা কোথায়!

১১ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬

খাঁজা বাবা বলেছেন:

ছবিটা প্রায় ১০০ বছর আগের। উন্নয়ন দেখতে পাচ্ছেন? বৃটিশরা পদ্মায় একটা ব্রিজ বানানোর পর আর একটা ব্রিজ বানাতে আমাদের ১০০ বছর লেগেছে।

উন্নয়ন তো হচ্ছে, উন্নয়ন একটা চলমান ব্যপার, তবে যা হয়েছে তা পর্যাপ্ত কি?

ব্রিটিশরা থাকলে কি আমরা এই ব্রিজ আরো আগে বানিয়ে ফেলতে পারতাম? কি মনে হয়?

১২| ১১ ই জুন, ২০২২ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন:
শিক্ষার দিকটাকে গুরুত্ব‌ দেওয়া জরুরী। বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজ দেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় বাঙালী জাতির অভিমান হওয়া খুবই স্বাভাবিক। যদিও দেশের সার্বিক সাফল্য সবসময় র্যাঙ্ক দিয়ে বিবেচনা করা হয় না।
আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। হঠাৎ করে একদিন শুনি শুনি ন্যাক এক্সপার্টরা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসবেন। সেইমতো গোটা বিশ্ববিদ্যালয় চত্বর যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার-পরিচ্ছন্ন সহ ইন্টার্নাল ডেকোরেশনের কাজ শুরু হয়। আমরাও খুব উত্তেজনার মধ্যে ছিলাম। পরে যখন রিপোর্ট বার হয় তখন দেখি আমাদের বিশ্ববিদ্যালয় ফাইভ স্টার র্যাঙ্কের মর্যাদা পেয়েছে। কয়েক বছর পর কলকাতার নামে কলেজগুলোকে ফাইভস্টার দেওয়ার পর সাধারণ কলেজ গুলো যখন পায় তখন বুঝেছিলাম বিষয়টি খুবই মামুলি ধাঁচের হয়ে গেছে।

যাইহোক তবুও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং সম্মানজনক জায়গায় আসুক এই প্রত্যাশাই রইলাম।




১১ ই জুন, ২০২২ রাত ১০:২০

খাঁজা বাবা বলেছেন: খুব স্বাভাবিক ভাবে চিন্তা করুনঃ
আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে বিদেশী ছাত্রের কোঠা পূরন হয় কিনা?
প্রথম সারির কর্পোরেট হাউজ গুলো আট দশটা বিশ্ববিদ্যালয়ের বাইরে রিক্রুট করে কিনা? (পায় না বিধায় করে, ভাল পেলে তাও করত না)
আমাদের দেশের ইঞ্জিনিয়াররা/বা ডিগ্রিধারীরা বিদেশী ডিগ্রি ছাড়া অন্য দেশে কাজ পায় কিনা?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীর মধ্যে ৫% ও ভাল কোন বেতনে ফ্রেশার হিসেবে চাকরির আশা করে কিনা?
আমাদের দেশের গ্রাজুয়েটরা কত ভাগ চাকরি না খুজে ব্যবসা করে?
আমাদের দেশের গ্রাজুয়েটদের ১% এর ও কি কাজের বাস্তবমুখী কোন জ্ঞান হয় ডিগ্রি নিয়ে?

এখন উন্নত দেশের কোন বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিয়ে নিন। উত্তর পেয়ে যাবেন।

১৩| ১১ ই জুন, ২০২২ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাঁচ শতে নাই হাজারে আছে!
যা আছে তা নিয়ে সন্তষ্ট থাকতে
পরের জিনিষের প্রতি লোভ করা
ভালো নয়!

১১ ই জুন, ২০২২ রাত ১০:২১

খাঁজা বাবা বলেছেন: অর্জন করার লোভ থাকা খারাপ কি?

১৪| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৪৪

আহমদ নযীর বলেছেন: আফসুস ছাড়া আমাদের কিছু বলার নাই

১২ ই জুন, ২০২২ সকাল ৯:৫০

খাঁজা বাবা বলেছেন: আফসোস করে কি হবে? আমাদের কথা বলা উচিত। যাতে সবার মধ্যে সচেতনতা আসে। যারা আজ বলে আমি র‍্যাংকিং দেখি না, তারাও যেন র‍্যাংকিং দেখে গর্ব করে।

১৫| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিসি যখন গর্ব করে বলে ১০ টাকায় সমুচা সিংগাড়া পাওয়া যায় তখন সেখানকার পড়াশুনার অবস্থা আর কি হতে পারে। ওনার কাছে পড়াশুনা নিয়ে গর্বকরার মতো কিছু ছিলনা।

১২ ই জুন, ২০২২ সকাল ১০:৩৬

খাঁজা বাবা বলেছেন: ভাল শিক্ষার প্যারামিটার চা সমুচার দাম।

১৬| ১২ ই জুন, ২০২২ দুপুর ১২:৩২

বিটপি বলেছেন: পদ্মা নদীর উপর সেতু এখন দুইটা। হার্ডিঞ্জ ব্রিজের পর প্রথম লালন শাহ সেতু ২০০৪ সালে উদ্বোধন হয়েছিল। এছাড়া মেঘনা নদীর উপর তিনটি সড়ক সেতু, দুইটি রেল সেতু এবং যমুনা নদীর উপর একটি বহুমুখী সেতু আছে।

ঢাবির উপাচার্য পদে একের পর এক ছাগল বসিয়ে এটিকে এখন ছাগলের খোঁয়াড়ে পরিণত করা হয়েছে। অন্যান্য পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মানে এর ধারে কাছেও আসতে পারবেনা।

১২ ই জুন, ২০২২ বিকাল ৩:৪২

খাঁজা বাবা বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। :)

১৭| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:১১

রায়হান চৌঃ বলেছেন: ইন ফিউচার !
একটি ঝাড়ুদার পদের এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এর বিপরীতে হাজার ৫ এক এপ্লিকেশন !!!!
ফলাফল:
নিয়োগ কর্তৃপক্ষ বড়ই বিপদে আছেন, এক পর্যায়ে তিনি ক্লান্ত ঘর্মান্ত, কি করবেন কিছু ই বুজতে পারছেন না

১২ ই জুন, ২০২২ বিকাল ৪:২১

খাঁজা বাবা বলেছেন: শিক্ষা মান সম্মত হলে নিজেই নিজের কর্মের সংস্থান করতে পারার কথা। অন্তত ঝাড়ুদারের চাকরির চেয়ে ভাল কাজ।

১৮| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:১৫

রায়হান চৌঃ বলেছেন: ইন ফিউচার !
একটি ঝাড়ুদার পদের এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি এর বিপরীতে হাজার ৫ এক এপ্লিকেশন !!!!
ফলাফল:
নিয়োগ কর্তৃপক্ষ বড়ই বিপদে আছেন, এক পর্যায়ে তিনি ক্লান্ত ঘর্মান্ত, কি করবেন কিছু ই বুজতে পারছেন না

১২ ই জুন, ২০২২ বিকাল ৪:২২

খাঁজা বাবা বলেছেন: :||

১৯| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

রায়হান চৌঃ বলেছেন: খাঁজা সাহেব...... সামু আমার পুরো কমেন্ট প্রকাশ করেনি বলে আমি দ্বতীয় বার ও ট্রাই করেছিলাম, ফলাফাল সেম। কি জানি হয়তো বা ইজ্জতের ব্যপারসেপার..... এনি ওয়ে ভালো থাকবেন। হতাস হওয়ার কিছু নেই। আর মেধার কথার বলছেন তো ? একে দমিয়ে রাখা যাবে না কোন ভাবেই.... সে প্রকৃিতর নিয়মেই উপরে উঠে আসবে কোন একদিন।

১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৭

খাঁজা বাবা বলেছেন: জ্বি, মেধা এগিয়ে যাবেই। ধন্যবাদ। :)

২০| ১২ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫

রায়হান চৌঃ বলেছেন: আমি আর ভুল কি বলেছিলাম :)

১২ ই জুন, ২০২২ বিকাল ৫:১৩

খাঁজা বাবা বলেছেন: খুবই করুণ অবস্থা :(

২১| ১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৪১

ফয়সাল রকি বলেছেন: সিংগারা সমুচা চপের দাম কি আগের মতই আছে? নাকি কমেছে?

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৫০

খাঁজা বাবা বলেছেন: অনেক দিন যাওয়া হয় না, জানি না।
এদানিং তো সব কিছুরই দাম বেড়েছে।
ওটাও হয়ত বেড়েছে। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.