![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতালে গরিবের কষ্ট হয় বলে অনেকে মায়াকান্না করে। কুইক রেন্টালের কুইক লুটপাটের ভরতুকি দিতে জ্বালানী মুল্য বৃদ্ধি , চাল-ডাল-তেলের দাম- বাসা ভাড়া- গাড়ি ভাড়া বৃদ্ধি , তেল-গ্যাস- কয়লা বহুজাতিকের হাতে তুলে দেয়া , গারমেন্টস এ শ্রমিক পুড়িয়ে মারা , সীমান্তে ভারতীয় রক্ষীবাহিনীর গুলিতে গরিব বাংলাদেশির প্রাণ যাওয়া , খাদ্য- শিক্ষা – স্বাস্থ্য – বাসস্থান সব কিছুকে বহুজাতিকের বানিজ্যের স্বার্থে করপরেটাইযেশন- এইগুলা কোন অটমেটিক পদ্ধতিতে গরিবের পেটে খাবার পউছায়ে দেয়? এই সব ইস্যুতে হরতাল দিলে গরিব মানুষ তা সমরথন করে না- এই কথা লুটেরা বড়লোক আর তাদের সাবসিডিয়ারি মিডিয়া- বুদ্ধিজিবিদের কে বলছে?
হরতাল
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
সচেতন বলেছেন: হরতাল খুবই ভালো ! এর ফলে সরকারী দলের পাশাপাশি বিরোধী দল ও দেশের বারোটা বাজানোর সুযোগ পায় !