![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাবি ( সাঃ ) এর একজন গোলাম ছিল , নাম যায়েদ ইবনে হারেসাহ ।
যায়েদের ফ্যামিলি ধনি ছিল , চোরেরা চুরি করে যায়েদকে বাজারে বিক্রি করে দিলো । ( ঐ সময় গোলামের প্রথা ছিলো )
নাবি (সাঃ) এর প্রিয় সহ ধর্মিনী খোদেজা ( রা ) যায়েদকে কিনে নিলেন । এরপর রাসূলের খেদমতে দিয়ে দিলেন । ঐ গোলাম রাসূলের খেদমত করতেন ।
কিছু দিন পর যায়েদের ফ্যামিলি খবর পেলেন তার ছেলে মুহাম্মদ (সাঃ) এর কাছে আছে ।
যায়েদের বাপ-চাচা আসলেন রাসূলের কাছে নিজের ছেলেকে নিয়ে যেতে ।
যায়েদের বাপ -চাচা রাসুলের কাছে প্রস্তাব করলেন , ছেলেটি আমার হারিয়ে গেছে , আপনি যা চান তার বিনিময়ে আমরা আমাদের ছেলেটিকে নিয়ে যেতে চাই । যদি চান তার ওজন পরিমান স্বর্ণ দিয়ে ও আমরা তাকে নিয়ে যেতে রাজি আছি ।
রাসূল( সঃ) উত্তর দিলেন আপনার ছেলে যদি যেতে চায় , তবে আমার কোন আপত্তি নেই টাকা -পয়সা কিছুই লাগবে ।
এরপর রাসূল (সা) যায়েদকে জিগ্গেস করলেন এদেরকে তুমি চিনো ?
যায়েদ উত্তর দিলো একজন আমার পিতা অন্যজন আমার চাচা ।
রাসূল (সাঃ) যায়েদকে বললেন তারা তোমাকে নিতে এসেছে ।
যায়েদ উত্তর দিলো আমি যাবো না ।
নাবি ( সাঃ ) যায়েদের বাপ -চাচা কে বললেন আপনারা বুঝাইয়া দেখেন যদি রাজি হয় আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন , তবে আমি জোর জবর দস্তি করে নিয়ে যেতে দিবোনা ।
যায়েদের বাপ-চাচা বাচ্চাকে (যায়েদ) কতো ভাবে বুঝিয়েছে । "তুমি এখানে থাকলে গোলাম হিসেবে থাকবে আর আমাদের কাছে থাকলে স্বাধীন হিসেবে থাকবে । আমাদের কতো টাকা -পয়সা বসে বসে খেতে পারবে কোন কাম -কাজ করার দরকার হবেনা ।"
যায়েদ উত্তর দিলোঃ-
আমি এই ব্যক্তির কাছে (নাবি সঃ) গোলাম হিসেবে থাকা বেশি পছন্দ করি , নিজের মা-বাবার কাছে স্বাধীন হিসেবে থাকার চাইতে ।
অবশেষে যায়েদের বাপ-চাচা নিজের ছেলেকে ফ্রিতে নিতে ব্যর্থ হল ।
পাঠক আপনারাই বলুন কেমন ভালোবাসা দিলে একজন গোলাম এমন কথা বলতে পারে ।
২| ২০ শে মে, ২০১১ বিকাল ৫:৫৫
অনা-বিল বলেছেন: শিক্ষণীয় ঘটনা , ভালো লাগল ।
৩| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০০
জহিরুল ইসলাম তাহা বলেছেন: আপনাকে ধন্যবাদ দিতেই লগইন করলাম,দারুন পোষ্ট
৪| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২১
একাকী বালক বলেছেন: ব্যাপারটা ঠিক বুঝা গেল না। পুত্র হিসেবে কি আপন বাবাকে দেখাও একটা বড় ব্যাপার না। যায়েদের পিতা যখন বৃদ্ধ হবে তখন তাকে তো যায়েদকেউ দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৮
রাহীম বলেছেন: প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আমরা ও আমাদের বাসা-বাড়িতে যারা কাজ করে তাদের নিজের ছেলে -মেয়ের মত দেখবো । তাদেরকে শারিরীক বা মানসিকভাবে কষ্ট দিবোনা । আল্লাহ আমাদের সহায় হোক ।