নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তির পথ

আমি একজন প্রবাসী

রাহীম

আমি একজন প্রবাসী

রাহীম › বিস্তারিত পোস্টঃ

নবীজীর গোলাম যায়েদের গল্প

২০ শে মে, ২০১১ বিকাল ৫:২৭

নাবি ( সাঃ ) এর একজন গোলাম ছিল , নাম যায়েদ ইবনে হারেসাহ ।



যায়েদের ফ্যামিলি ধনি ছিল , চোরেরা চুরি করে যায়েদকে বাজারে বিক্রি করে দিলো । ( ঐ সময় গোলামের প্রথা ছিলো )



নাবি (সাঃ) এর প্রিয় সহ ধর্মিনী খোদেজা ( রা ) যায়েদকে কিনে নিলেন । এরপর রাসূলের খেদমতে দিয়ে দিলেন । ঐ গোলাম রাসূলের খেদমত করতেন ।

কিছু দিন পর যায়েদের ফ্যামিলি খবর পেলেন তার ছেলে মুহাম্মদ (সাঃ) এর কাছে আছে ।

যায়েদের বাপ-চাচা আসলেন রাসূলের কাছে নিজের ছেলেকে নিয়ে যেতে ।

যায়েদের বাপ -চাচা রাসুলের কাছে প্রস্তাব করলেন , ছেলেটি আমার হারিয়ে গেছে , আপনি যা চান তার বিনিময়ে আমরা আমাদের ছেলেটিকে নিয়ে যেতে চাই । যদি চান তার ওজন পরিমান স্বর্ণ দিয়ে ও আমরা তাকে নিয়ে যেতে রাজি আছি ।



রাসূল( সঃ) উত্তর দিলেন আপনার ছেলে যদি যেতে চায় , তবে আমার কোন আপত্তি নেই টাকা -পয়সা কিছুই লাগবে ।



এরপর রাসূল (সা) যায়েদকে জিগ্গেস করলেন এদেরকে তুমি চিনো ?



যায়েদ উত্তর দিলো একজন আমার পিতা অন্যজন আমার চাচা ।

রাসূল (সাঃ) যায়েদকে বললেন তারা তোমাকে নিতে এসেছে ।



যায়েদ উত্তর দিলো আমি যাবো না ।



নাবি ( সাঃ ) যায়েদের বাপ -চাচা কে বললেন আপনারা বুঝাইয়া দেখেন যদি রাজি হয় আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন , তবে আমি জোর জবর দস্তি করে নিয়ে যেতে দিবোনা ।



যায়েদের বাপ-চাচা বাচ্চাকে (যায়েদ) কতো ভাবে বুঝিয়েছে । "তুমি এখানে থাকলে গোলাম হিসেবে থাকবে আর আমাদের কাছে থাকলে স্বাধীন হিসেবে থাকবে । আমাদের কতো টাকা -পয়সা বসে বসে খেতে পারবে কোন কাম -কাজ করার দরকার হবেনা ।"



যায়েদ উত্তর দিলোঃ-

আমি এই ব্যক্তির কাছে (নাবি সঃ) গোলাম হিসেবে থাকা বেশি পছন্দ করি , নিজের মা-বাবার কাছে স্বাধীন হিসেবে থাকার চাইতে ।



অবশেষে যায়েদের বাপ-চাচা নিজের ছেলেকে ফ্রিতে নিতে ব্যর্থ হল ।



পাঠক আপনারাই বলুন কেমন ভালোবাসা দিলে একজন গোলাম এমন কথা বলতে পারে ।



মন্তব্য ৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৮

রাহীম বলেছেন: প্রিয় ব্লগার ভাই ও বোনেরা আমরা ও আমাদের বাসা-বাড়িতে যারা কাজ করে তাদের নিজের ছেলে -মেয়ের মত দেখবো । তাদেরকে শারিরীক বা মানসিকভাবে কষ্ট দিবোনা । আল্লাহ আমাদের সহায় হোক ।

২| ২০ শে মে, ২০১১ বিকাল ৫:৫৫

অনা-বিল বলেছেন: শিক্ষণীয় ঘটনা , ভালো লাগল ।

৩| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০০

জহিরুল ইসলাম তাহা বলেছেন: আপনাকে ধন্যবাদ দিতেই লগইন করলাম,দারুন পোষ্ট

৪| ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২১

একাকী বালক বলেছেন: ব্যাপারটা ঠিক বুঝা গেল না। পুত্র হিসেবে কি আপন বাবাকে দেখাও একটা বড় ব্যাপার না। যায়েদের পিতা যখন বৃদ্ধ হবে তখন তাকে তো যায়েদকেউ দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.