নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

সেবার নামে চোখে আঙুল দিয়ে ডাকাতি

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৬

বাংলাদেশর সব চেয়ে বড় ধান্দাবাজ হল আমাদের দেশের ফোন কম্পানিগুলো আজ 'বাংলালিংক' নিয়ে আলোচনা, করি ইদানিং খুব বাড়াবাড়ি করছে কম্পানিটির খুদে সেবা গুলো আপনি না চাইলেও তারা বিভিন্ন সেবা ধরিয়ে দিবে আপনাকে। যখন তখন যা তা এসএমএস
আর আমি একজন ভুক্তভোগী এমনিতে আমি সচারচার এদের কনো খুদে কল রিসিভ করি না । হঠাত আমার কাছে একটা ফোন আসে ২৮২৮ থেকে ভাবলাম এটা তো কনোদিন দেখিনাই রিসিভ করি তাই করলাম এটা সেটা অনেক কিছু শোনালো আমি বেশ শুনলাম ও আরো বললো যদি আপনি রাজি থাকেন তাহলে যে কনো কি চাপুন আমি সভাবতই আমি রাজি ছিলাম না তাই কনো কি চাপিনি, তারপর নিজে থেকে লাইনটা কেটেও গেলো তার পর পর ই একটা এসএমএস আসে আমি সেটা পরে অবাক কনো কি না চাপলে ও আমার ফোন থেকে ১১ টাকা কেটে নেওয়া হয়েছে এবং নতুন বন্ধু বানাও প্যাক একটিভ করে দিয়েছে । আর একদিন জুম্মার নামাজের পরে আমি ফোন বের করে দেখি ২২২২ নম্বর থেকে ঠিক নামাজের সময় আমাকে ফোন দেওয়া হয়েছিলো ভাজ্ঞিস আমার ফোন সাইলেন্ট করাছিলো আর পাঠক আশা করি জেনে থাকবেন যে ২২২২ থেকে ফোন আসলে কি শুরু হয় আগে-ই গান! তারপর এটা চাপুন ওটা চাপুন ইত্তাদি আমার প্রশ্ন যদি কনো বেক্তি গান অপছন্দ করে অথবা গান এরিয়ে থাকেন তবে আপনি কেনো তাকে জোরকরে গান শোনাবেন? আসলে ধান্দাটা খুব জরুরি তাইনা? কিন্তু আপনারা তো চোখে আঙুল দিয়ে ডাকাতি করছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.