নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

চাডুগিরি মিডিয়া

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৬

বাংলা প্রবাদ শুনেছি "যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ও ভালো" বর্তমান সরকার সকল চাডু মিডিয়াকে কি দুধ দিয়ে খুশি রাখছে? হঠাৎ সব মিডিয়া সরকারের গুণকীর্তন গাইতে শুরুকরে দিলো কেনো? মিডিয়ার কাজ কি? সকল অন্যায়,অবিচারের বিরুদ্ধে নিজেদের জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে সেটা দূর করার চেষ্টা করা। নির্জাতিত,নিপিড়িত,মানুষ এর জন্য তাদের কলম এর কালিকে কাজে লাগানো তাই না? কি করছে বর্তমান মিডিয়া? অগ্রহণযোগ্য একটা মন্ত্রী কোথায় ঘুরতে গেছেন,অগ্রহণযোগ্য একজন মন্ত্রী কেনো শেষ বয়সে বিয়ে করলেন, অগ্রহণযোগ্য একটা মন্ত্রী দিনে কয়টা সেলফি তুলেছেন, ব্লা ব্লা ব্লা
যা চরম চাডু গিরি মিডিয়ার পরিচয় দেয়। এভাবে চলতে থাকলে তো আস্তে আস্তে অন্যায়কারিরা নিজেদের করা অন্যায় কে সওয়াব ভাবতে শুরু করবে। শুধু টাকা কামানো-ই যদি মুল উদ্দেশ্য হয় তাহলে মিডিয়ার উচিৎ তাদের মিডিয়ামে সিরিপুরি ট্যাবলেট বিক্রি করা,কারন তাতে অনেক লাভ হয় শুনেছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.