নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

চটি প্রেম

২১ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩৩

অনেক্ষন ধরে ভাবছিলাম একটা কিছু লিখবো অনেক ভেবে-ও পাচ্ছিলাম না কি বিষয়ে লিখবো, যাক পেয়েছি তাহলে এই শেষ রাতে, গল্পের নাম " চটি প্রেম " পাঠক চটি কি আমরা সবাই-ই কম বেশি বুঝি, সকল প্রেম পবিত্র কিন্তু "চটি" দুনিয়ার সবচেয়ে অপবিত্র শব্দের গল্পের সমাহারের স্থান, যেখান থেকে ছেলেরা মেয়েদের আর মেয়েরা ছেলেদের গোপনাঙের বিষয়ে নানা ধরনের জ্ঞান লুকিয়ে লুকিয়ে নিয়ে থাকে। পাঠক নিশ্চয় বুঝতে অসুবিধা হবেনা না "চটি" কি, ন্যাকেড ন্যাকেড গল্পের সমাহার এই চটি বই কেমনে কেমনে যেন খুব অল্প বয়সে-ই পৌছে যায় বইগুলো যুবসমাজের কাছে। আর এই বই পড়ে -ই প্রথম ইচ্ছা জাগে তাদের এই রকম কনো গল্পের নায়ক হবার। আর এমনি একটি গল্প বলব আজ আর সেটা ও একটি প্রেম তবে নিতান্ত-ই একটি "চটি প্রেম" যে প্রেমের কনো ভবিষ্যৎ নেই। আমার এক বন্ধু তিনি পরোকিয়া প্রেম করেন আর যে প্রেমের নিদ্রিশটো কনো ভবিষ্যৎ নেই, আছে শুধু রাত জেগে সেক্সুয়াল কথা বলা আর কি কি থাকতে পারে পাঠক নিশ্চয় বুঝতে পারছেন, আমার বন্ধুটি অবিবাহিত কিন্তু অপারের মেয়েটির সামি সংসার সব-ই আছে তার পরে-ও তিনি "চটি প্রেম" করেন মাঝে মাঝে তার চটি প্রেমিকের সাথে সেক্স ও করেন কিসের আশায় তিনি ঠকাচ্ছেন তার সামিকে? তার সামি বাইরে থাকে? তাদের সুখের জন্য টাকা কামানোর জন্য, আর সেই সুযোগে সে সারারাত ফোন সেক্স করেন তার চটি প্রেমিকের সাথে, তার সব প্রেম দিয়ে দিচ্ছেন এই"চটি প্রেমে" আর এদের এই প্রেম দেখেই আমি ওদের প্রেমের নাম দিয়েছি চটি প্রেম।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.