![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাচ্চা সাংবাদিক।
৭১ এ স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য কি ছিল ? কেনো -ই বা এই জাতিকে রক্ত দিয়ে নামে মাত্র স্বাধীনতা আনতে হল? এখনো কি এই জাতি স্বাধীন? আর কোন দিক দিয়ে আমরা স্বাধীন, রক্তক্ষয়ী যুদ্ধের সে অর্জন কি ছিল শুধু বাংলায় কথা বলতে পারার স্বাধীনতা মাত্র ? এখনো কি আমরা বলতে পারছি আমরা স্বাধীন? ৭১ এর আগে পাকিস্তানিরা যেমন বাঙ্গালীর কষ্টের ফসল কেড়ে খেত , এখনো কি পাকিস্তানিদের স্থানে অন্য কোন [স্থানি] ফসল কেড়ে খাচ্ছে না ? বাঙালি জাতি যেন শিক্ষিত হতে না পারে, তারা যেন তাদের অধিকার বুঝে নিতে না পারে সে সব পথ রুদ্ধ করা -ও তো ছিল তাদের উদ্দেশ্য , আর স্বাধীনতা যুদ্ধের যে ডাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তাতে তো স্পষ্ট বলা ছিল [ সবার জন্য শিক্ষা চাই ] তবে এখন কেন শিক্ষা খাতে ভ্যাট বৃদ্ধি করে শিক্ষা কে কিছু লোকের জন্য ভাবা শুরু হল ? আমরা কি আবার রুদ্ধ হতে চলেছি? সাম্প্রতিক সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের টিউশন ফির উপর কেন ভ্যাট বৃদ্ধি করা হল ? এটা কি সবার জন্য শিক্ষা রুদ্ধ করা হচ্ছে না ? অর্থমন্ত্রী নিজে অর্থের মন্ত্রি ব্যক্তি বলে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বাপদের তো অর্থের মন্ত্রি ভাবলে চলবে না ,প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের টিউশন ফি কতো কষ্ট করে দেয় তার বাবা- মা তা কি অর্থের মন্ত্রি সাহেব জানেন ? নিজের ছেলেমেয়েকে কোথাই পড়ান তিনি ? নাকি আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছি ? আর এখন মিডিয়ার কাজ কি ? নাকি ৭১এর আগে যেমন মিডিয়াকে দুধ কলা দিয়ে বুঝ দিয়ে রাখা হতো ,এখনো কি সেই রকম কিছু-ই চলছে,? সে সময় মিডিয়া কে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হতো না সেটা-ও তো ছিল আমাদের পরাধিনতা তাইনা? আমাদের জাতীয় বিবেক এখন কোথায় ? তারা কি ঘুমিয়ে পরেছেন ? নাকি ঘরে বসে দুধ কলা পেয়ে নিশ্চিন্তে আছেন? সব মিলিয়ে স্বাধীনতার আসল স্বাদ বাঙালি জাতি এখনো পায়নি , আর কিভাবে পাবে দিনেদিনে তো শুধু কর্তারা বদলেছে কিন্তু বদলায়নি কর্তাদের খাওয়ার চাহিদাগুলো । হায়রে আমার অতৃপ্ত স্বাধীনতা...।
©somewhere in net ltd.