নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

পীর সাহেব...!!!!

২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪২

পীর সাহেবেরা নিজেকে কীভাবে পীর ভাবেন ? আমার বোধগম্য নয় । অন্য যে কেও তাকে পীর ভাবেন সেটার তো অন্য কারন আছে।তিনি অন্যের কাছে নিজের করা দোষ,পাপ,অপরাধ, সুকৌশলে ঢেকে চলেন তাই তার ভক্তরা তাকে নিষ্পাপ ভাবেন ফলশ্রুতি তে তাকে পীর বলে অনুসরন করেন তারা তো আসলে অবোলা মুরিদ । কিন্তু তিনি কীভাবে নিজেকে পীর ভেবে চলেন ? নিজেকে [পীর] তো নিজে ভালোভাবে-ই চেনেন, কি কি পাপ তিনি করেন, কি কি ধোঁকা তিনি তার ভক্তদের দিচ্ছেন? নাকি পীর জন্মগত ভাবে-ই নিষ্পাপ হয়ে জন্ম নেয়? নাকি এগুলো-ই পীরবাজি ধান্দার সিস্টেম ? এই ধান্দার আরো একটি বিশেষ দিক আছে [পীর] সাহেবদের নামের ভিন্নতা, জাল বাবা, বিড়ি বাবা, শিকল বাবা অমুকবাগী, তমুকবাগী ইত্যাদি ইত্যাদি । ব্রিঃদ্র, এই ধান্দায় লাভ অনেক বেশি তাই আমাদের দেশে পীর ও অনেক বেশি......।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.