নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

পথ ভ্রষ্ট জীবন সিনেমার গল্প

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

প্রত্যেকটি মানুষের জীবনের একটা গল্প থাকে আর তা একটি তিন ঘণ্টার সিনেমার গল্প কে নিমিষেই হার মানিয়ে দেয় । প্রত্যেকটি মানুষ-ই তার জীবন সিনেমার গল্পের নায়ক, হয়তো সিনেমার গল্পের মতো জীবন সিনেমায় অ্যাকশন নেই , হয়তো সেখানে থাকেনা অতো রোমান্টিসিজম, অ্যাকশন, কিন্তু মানব জীবন সিনেমার যে অ্যাকশন, রোমান্টিসিজম , থাকে তা তো আর সিনেমার ঐ মিথ্যে গল্পের অভিনয়টা নয় , এখানে ভালবাসাটা যেমন সরাসরি উপভোগ করা যায় ঠিক তেমনি কষ্টগুলো-ও সরাসরি আঘাত করে বুকের ভিতরটায় আর যেটার যন্ত্রণা –ও অসহ্য ।
একটা সিনেমায় ব্যর্থ নায়কটা আবার খুব সহজে –ই সফলতার দেখা পায় , আসলে যা এতো সহজ না, নায়কের না পাওয়া বিষয়গুলো গুলো আবার কেমন যেন খুব সহজেই ধরা দেয় , কিন্তু বাস্তবতায় তো আর সহজ চলে না , বরং বলা যায় বাস্তবতা আর সিনেমার গল্প পুরো –ই উল্টোটা ।
কি সব হচ্ছে জীবনে , কি হবার কি-ই বা হচ্ছে , কোনদিকে যাবার কথা আর কোন দিকে যাচ্ছি , কোন পথে হাটার কথা আর কোন পথে -ই বা আছি ? যতবার খুব দ্রুত ছুটতে চেয়েছি আর ঠিক ততো বার-ই অদ্ভুত অদ্ভুত কোন না কোন কারনে খুব দ্রুত-ই পিছিয়ে গেছি ।
বার বার ভাবছি ট্রেনটা কি তাহলে মিস করে ফেলেছি? আর যদি তা মিস করে-ই থাকি তবে ট্রেন কি আর আসবে না ? হাজার হাজার সুখের গল্পের মাঝে আমার সুখের গল্পগুলো কই? এদিকে লক্ষ লক্ষ দুঃখের গল্পের মাঝে তো আমার দুঃখের গল্পগুলো প্রথম সারিতে-ই দেখা যায় ,নাকি জীবন সিনেমার গল্পে আমার ঠাই শুধু ঐ ব্যর্থতার গল্পটা-তে-ই । ঠিক তো চলছে পৃথিবীটা, ঠিক চলছে সমাজের অন্য সব কিছু শুধু আমি-ই কি পড়ে রই ? নেশার ঘোর তো কেটে গেছে , কিন্তু হতাশার ঘোর কাটবে কবে ? হতাশা নিয়ে একটা আবোলতাবোল কবিতা......
হতাশা
আমায় নিয়ে হতাশা আমি আমার
শুভাকাঙ্ক্ষী মাত্র-ই দেখিতে পাই ।
আসলে কিন্তু ভাই আমায় নিয়ে
হতাশ আমি নিজে ও কম নয়।
শেষ ভেবেছি তাই যা আমি
ভেবেছিলাম আমার জীবনের হতাশার
কোন এক অন্ধকার সময় হতাশা ছাড়া
আমার জীবনে কিছু পাবার-ই নাই।
হতাশা-ই শুধু আমার জন্য বরাদ্দ
ছিল ভাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.