নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত বেকার এ এক বিশেষ ধরনের পঙ্গুত্ব

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

শিক্ষিত বেকার একটি সমাজের বোঝা, যে না পারে মারতে আবার না পারে সে নিজে মরতে , কিছু -ই কারার থাকে না এই পঙ্গু বাক্তির , বিবেকের তাড়নায় সারাদিন ভিতরে ভিতরে জ্বলে মরা ছাড়া , প্রতিদিন যে কতবার মৃত্যু হয় এই পঙ্গু বাক্তির তা বলা ভার । শিক্ষিত বেকার যুবকের আত্মহত্যায় হাহাকার করার লোকের অভাব হয়না কিন্তু এটা ও তো সত্য যে শিক্ষিত এই যুবকের আত্মহত্যা ঠেকাতেও কেউ চায় না !!!!!! শিক্ষিত হওয়ার কারনে সে পারেনা যা তা কিছু করতে , আবার কিছু না করতে পারার কারনে নিজেকে অকর্ম - অকর্ম লাগে । আহারে যদি এই পড়াশোনার ছাই পাশ না করতে যেতাম তাহলে হয়তো যারা খুব নিঃস্বার্থ ভাবে ভালোবাসে অন্ততও তাদের খারাপ সময়ে তাদের পাশে তো দাঁড়াতে পারতাম, পড়াশোনার পিছনে না ছুটে যদি টাকার পিছনে ছুটতাম তাহলে হয়তো আজ নিজেকে অন্তত মানুষ ভাবা যেত । চোখের সামনে খুব আপন মানুষের ধীরেধীরে শেষ হয়ে যাওয়া দেখতে হচ্ছে কিছু-ই করতে পারছিনা , পড়াশোনা করে কিসের মানুষ হচ্ছি ? সারাজীবন যারা আমাকে নিয়ে বড় বড় সপ্ন দেখছে যারা আমাকে সপ্ন দেখা শিখিয়েছে সময় মতো যদি তাদের কোন উপকারে ই আসতে না পারি ? তাহলে এই জ্ঞান- ট্যাঁন বাড়িয়ে কি হবে ? সব জ্ঞান তো বৃথা চলে যাবে , তারপর ও তারা যখন বলে পড়াশোনা করে বড় হও তারপর আমাদের দেখো , এর পর এই মানুষগুলোর জন্য কিছু না করতে পারাটা কি মৃত্যু সমতুল্য না ? এক জীবনে আর কতবার মরতে হবে জানিনা , সৃষ্টিকর্তা কি এই অসহায়ত্ব দেখে না ? যদি দেখে-ই থাকে তবে এই অসহায়ত্বের শেষ কবে হবে ? মুক্তি চাই এই অসহায়ত্ব থেকে দয়া করো মরে প্রভু । মুক্তি দাও এই বিশেষ ধরনের অসহ্য পঙ্গুত্ব থেকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.