নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিপাশ, আমার ভাবনা, আমার অনুভুতি,আমার চাওয়া, আমার অভিযোগ, আমার আত্মস্বীকারোক্তি, গঠনমুলক সমালোচনা

রহিম রুমন

বাচ্চা সাংবাদিক।

রহিম রুমন › বিস্তারিত পোস্টঃ

যার নাই কোন গতি সে করে রাজনীতি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১



পাড়ার যে ছেলেটা একদম হাবাগুবা যাকে পাড়ার কেউ-ই তেমন একটা পাত্তা দেয় না , যার চলাফেরা আচরন কারোই তেমন একটা পছন্দ না , কয়দিন পরে দেখবেন পাড়ার ঐ ছেলেটা-ই রাজনীতি করছে এই ছেলেটার রাজনীতিতে আসার কারন কি জানেন ? কারন তাকে হুলুবুলু বোঝানো খুব সহজ কারন সে হাবাগুবা তার মতো আর এক হাবাগুবা [রাজনৈতিক বড় ভাই] তাকে ডেকে নিয়ে এসে তার মাথা ওয়াশ করে দেয় , দেখ ভাই তোকে তো কেউ দাম দেয়না তুই আমাদের সাথে রাজনীতিতে যোগ দে দেখবি তোকেও সবাই ভয় পাবে ভালবাসবে , কার্যত তাকে কেউ-ই মন থেকে ভালবাসে না যদিও বা কেউ একটু-আধটু ভালবাসা দেখায় তা শুধু মাত্র তাকে দিয়ে কোন কাজ করিয়ে নেবার জন্য যেমন ধরুন, রাস্তায় একটা ভয়ংকর কুকুর কামড়ে দেবার ভয় আছে সে সেটা তাড়াতে ভয় পাচ্ছে তখন সে বলে [ছেলেটাকে] তোর তো অনেক সাহস [পাম দিয়ে আর কি ] একটু তাড়িয়ে দে না ভাই ! অথবা তার কাছথেকে যত তারাতারি বিদেয় হওয়া যায় আর তারাতারি বিদেয় হওয়ার কারনটা আগে-ই বলেছি পাড়ার কেউ তাকে ভালো চোখে দেখে না আর ভালো চোখে দেখতে না পারার কারন তার আচরন গ্রহণযোগ্য না আসলে তার আচরন গ্রহণযোগ্য না হবারও নানা কারন থাকে যেমন ছেলেটা লেখাপড়া ঠিক মতো করে না ছাত্র হিসবে খারাপ যাকে দিয়ে ভালো কিছুই আশা করা যায় না অথবা ছেলেটা খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর থেকে সব সময় একটা বিদঘুটে গন্ধ বের হয়, কোন যায়গায় কোন কথা বলা সমীচীন না সে সেটা জানে না, যেখানে সেখানে বেফাঁস কথা বলে , সব মিলিয়ে সে একটা ডিস্টার্ব ইত্যাদি ইত্যাদি।
ক্লাসের সব চেয়ে খারাপ ছাত্রটি রাজনীতি করে কারন সে লেখাপড়া ঠিক মতো করে না সে তার বন্ধুদের সাথে লেখাপড়ায় পেরে উঠে না তাকে তো একদিকে না একদিকে হাইলাইট হতে হবে কি উপায়ে হাইলাইট হওয়া যায় ? ইতিহাসে অনেক নামি দামি রাজনৈতিক নেতা ছাত্রত্ত হারিয়েছে শোনা যায়, আপনি মনে করে দেখুন আপনার ক্লাসের যে ছেলেটা রাজনীতি করতো বা করে তারা কি ঠিক এমন না ? শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজিত যে কোন ধরনের অনুষ্ঠানে তাকে সামনের কাতারে পাওয়া যাবে যে কোন ধরনের বি-শৃঙ্খলা তে ও সে সবার সামনের কাতারে অবস্থান করে কার্যত ভালো কোন কাজ তার দ্বারা সম্ভব না তাই রাজনীতির নাম ভাঙ্গিয়ে সে ক্লাসে অনায়েসে নকল করতে পারে তার নকল ধরা পড়লে সে জানে স্যার ও তাকে কিছু বলতে সাহস পাবে না কিছু বলে কি স্যার নিজের বিপদ নিজে ডেকে আনবেন? তা নিশ্চয় নয় স্যাররা অতো বোকা হন না তাই মনে মনে অভিশাপ দিয়ে ছেড়ে দেন [তাদের দেওয়া অভিশাপ মাঝে মাঝে লাগতে ও দেখা যায় কাজ না পেয়ে ঘুর ঘুর করে বেড়ানো মাস্তানদের দেখে মাস্তানি করতে করতে তারাও এক সময় কোন এক মাস্তানের হাতে মারা পরে যায়] অভিশাপের ধরনটা মোটামুটি এমন যে আজ আমার কাছে থেকে ছাড় পেয়ে গেলি কিন্তু একদিন না একদিন তো তুই ধরা পড়বি-ই কিন্তু সেদিন আর মুক্তি পাবি না অথবা কর্ম ক্ষেত্রে যেয়ে তো অবশ্যয় ধরা পড়বি সেদিন কি করিস দেখবো সেদিন কীভাবে নকল করতে পারিস দেখবো । আর এভাবে-ই আমাদের দেশের একটা খারাপ ছাত্র , নকল করে পাশ করা একজন ছাত্র এক সময় রাজনীতিবিদ হয় ।

পাঠক, এরা ই রাজনীতিবিদ এই লোকটা -ই রাজার +নিতি রাজনীতি করে ! প্রথমে সে ছাত্র রাজনীতির নেতা হয় আর আমরা জানি যে রাজনীতিতে যতটা না ব্রিলিয়ান্ট লোকবল দরকার তার চেয়ে বেশি দরকার রাজনীতির মাঠে হাউমাউ কাউকাউ ভালো করতে পারে এমন লোক, পর্যায়ক্রমে সে এক সময় যুব নেতা হয় এক সময় সে তার দলের পক্ষে নির্বাচন ও করে কেমনে কেমনে যেন আবার কোন না কোন সময় দলের হয়ে নির্বাচনে জিতে ও যায় আর শুরু হয়ে যায় তার লিলা খেলা যেমন ইচ্চা তেমন কাজ , একজন মূর্খ মানুষ কে যখন যা ইচ্চা তাই যদি করতে দেয়া যায় তাহলে বুঝুন সে কি কি করতে পারে ! এই বাক্তিটি-ই কোন এক সময় একটা দেশের হাল ধরে আর তখনি শুরু হয়ে যায় রাজনীতির দুর্বৃত্তায়ন কখনো সে কয়লা মন্ত্রী আবার কখনো শিক্ষা কখনো বা অর্থ মন্ত্রীর দায়িত্ব ও তাকে দেয়া হয় ! খাই আর খাওয়াই চলতে থাকে অনবরত । কোন স্বশিক্ষিত সুশিক্ষিত কাউকে রাজনীতি করতে দেখা যায় না কারন স্বশিক্ষিত লোকের রুচি অনেক উন্নত তারা তাদের উন্নত রুচি নষ্ট করতে চান না রাজনিতিতে নিজেকে জরিয়ে, তারা তাদের মেধা কাজে লাগান কোনকিছু সৃষ্টির মধ্যে শেখা আর শিখানোর মধ্যে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.