নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, মাটি ও মানুষের টানে.............

সকালবিকাল

বেচে থাকার মাঝে আছে প্রচুর আনন্দ ।এই পৃথিবীর মহাযঞ্জে আমি নেই একথাভাবতেও পারিনা ।বেচে থাকুন আনন্দে, আনন্দকে খুঁজে নিন নিজের মত করে।নিজকে অন্যের মত করে সাজাতে যাবেন না । হাজারো মানুষের মাঝে আপনী আপনারমত ।বেচে থাকুন আপনার মত করে ।

সকালবিকাল › বিস্তারিত পোস্টঃ

নীলনয়না

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

হৃদয়ের দামে কেনা মানুষ কখনো বদলায় না ।মানুষের উপর দেখে বিচার করোনা চর্ম চোখে দেখা অনেক কিছু ঠিক মনে হলেও তা অনেক সময় আমাদের ভুল প্রমাণ করে ।তুমি আমার হৃদয়ের দামে কেনা একজন ।ভাগ্যের ফেরে তোমায় আমার বাধনে জড়াতে পারেনি ।বিশ্বাস কর আমি এতটুকুও বদলাইনি আগের মতই আছি,চোখের দিকে তাকালে যার সবটুকু স্বচ্ছ কাচের ন্যায় দেখে নেয়া যায় ।কষ্ট লুকাতে তখনো জানতাম না এখনো পারিনি তবে রপ্ত করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি । আনন্দে হাসি, কষ্টে কাঁদি, নিজের মত করে জগতটা তৈরী করে নিয়েছি তুমি ছাড়া একটি সূর্যোদয় ভাবতে পারেনি কখনো, সেটায় এখন কঠিন বাস্তবতা ।প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল কিন্তু নিজের মত করে জগতটার সাথে মানিয়ে নিয়েছি মাঝে মাঝে পুরনো স্মৃতি গুলো এলোমেলো করে দেয় ঐ সময়টায় খুব অসহায় বোধ করি পৃথিবীর এমন কোন ক্ষতি হত না তুমি আমার হলে সেটা হয়নি নিয়তির ফেরে ।কোথায় আছ এখন তুমি ?কেমন আছ? সুখে আছ নিশ্চয় স্বামী সোহাগে থেকে এই বাউন্ডুলের কথা মনে না থাকারই কথা ।আমি পারেনি ভুলতে নিজের গড়া নিস্তরঙ্গ জগতে মাঝে মাঝে তোমার সাথে কাটানো স্মৃতি গুলো খুব বাগড়া দেয় । সুখের মত এক অব্যক্ত বেদনা সারা দেহে ছড়িয়ে পড়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.