![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেচে থাকার মাঝে আছে প্রচুর আনন্দ ।এই পৃথিবীর মহাযঞ্জে আমি নেই একথাভাবতেও পারিনা ।বেচে থাকুন আনন্দে, আনন্দকে খুঁজে নিন নিজের মত করে।নিজকে অন্যের মত করে সাজাতে যাবেন না । হাজারো মানুষের মাঝে আপনী আপনারমত ।বেচে থাকুন আপনার মত করে ।
আমার প্রাণ প্রিয় দেশটা কি অনিবার্য সংঘাতেরদিকে এগিয়ে যাচ্ছেনা ? আগামী শনিবার চট্টগ্রামে জামায়াত হরতাল আহবান করছে আর চলমান কাদের মোল্লার ফাসির দাবিতে সোচ্চার আরেক তরুণ দল এটাকে তাদের প্রতি জামায়াত শিবিরের চ্যালেন্জ হিসাবে দেখছে ।বিভিন্ন ব্লগ আর ফেইসবুকের স্ট্যাটাসে তারা এটাকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে ।তার মানে আরও কিছু তাজা প্রাণ ঝরে যাওয়া ।কোন মায়ের বুক খালি করা ।সভ্যতা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? রক্ত নিয়ে হেলি আর কত দিন ?এক চিলতে শান্তি যেন সোনার হরিণ !একটু সুখের কথা, ভালবাসার কথা যেন আধারে মিলিয়ে যাওয়া আশার শেষ বিন্দু ।যারা হারিয়ে যাচ্ছে তারা তো এ মাটিরই সন্তান আমাদের কারো ভাই, কারো ছেলে ।কিসের মোহে দুটি স্বপ্ন ভরা চোখ কে অকালে ঢেকে দিচ্ছি? আমাদের হাতে কলম আর বই এর বদলে কারা অস্ত্র তুলে দিল? আমাদের মাঝে ভালোবাসার ঝর্ণা ধারা সৃষ্টির বদলে দানবের হিংস্রতা কে ঢুকিয়ে দিল? বিভেদের বিষবাষ্প কে ছড়িয়ে দিল ?এ প্রশ্ন গুলো সর্বদা তাড়িয়ে ফেরে জবাব দেয়ার আছে কেউ? দেশ আমার মা আর এই মা তার সন্তানের রক্তে আর কত রন্জিত হবে ? মা আমার ডুকরে ডুকরে কেঁদে বলে তোরা থাম !তোরা থাম ! আমি আর পারছিনা !
(চলবে)
©somewhere in net ltd.