![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মাকে প্রশ্ন করলামঃ ধরুন আপনার সন্তানের এমন কঠিন এক রোগ হয়েছে, যা সারাতে অন্য কোন মানবের জীবন বিনিময় হিসেবে দান করতে হবে, তখন আপনার ভূমিকা কি হবে ?
তিনি উত্তরটা দিলেন ঠিকই, কিন্তু মুখের ভাষা দিয়ে নয়, চোখের পানির ভাষা দিয়ে। অঝোার ধারায় কাঁধতে লাগলেন আর বললেন: তোমার শরীরের কোন অংশের জন্য তোমার যেমন মায়া হয়, ঠিম তেমনি একজন সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। সন্তান মাকে ভূলে যেতে পারে , মায়ের কষ্ট দেখে সয়ে যেতে পারে , কিন্তু একজন মা কখনো তার সন্তানের কষ্ট সহ্য করতে পারেন না। সন্তানের গায়ে কোন আঘাত লাগলে মা সবচেয়ে বেশী ব্যাথা পায়. কারন এ দেহটাযে তারই দেহ ।
প্রতিটি সন্তানের উচিত তার মাকে যথোপযুক্ত সম্মান, অধিকার এবং মর্যাদা প্রদান করা।
এক জরিপে দেখা গেছে মাকে মা বলে ডাকলে মা সবছেয়ে বেশী খুশি হন।
আমাদের বাঙনার সংস্কৃতিতে মায়েদের অবদান অবিস্বরণীয়।
ষ্বাধীনতার মহান মুক্তিযুদ্ধেও তারা ছিলেন একেকজন অকুতোভয় বীর সেনানী।
তাই সুউচ্চ আওয়াজে শির উচু করে বারবার বলি মা তোমায় ভালোবাসি। মা তোমায় সালাম। মা তোমায় স্যালুট।
মা তোমাকে ধন্যবাদ। কারন..............
©somewhere in net ltd.