নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আব্দুর রহমান ৭১

আব্দুর রহমান ৭১ › বিস্তারিত পোস্টঃ

আসল জন্মদিন হলে গোপনে দোয়া অনুষ্ঠান কেন ?

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৬







পুলিশের হয়রানির ভয়ে সারাদেশে অতিগোপনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে দলীয় নেতাকর্মীরা। এভাবে গোপনে জন্মদিনের মিলাত ও দোয়া অনুষ্ঠান করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী।

বিএনপি সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে এ বছর জাঁকজমকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেননি দলটির নেতা-কর্মীরা। এর পরিবর্তে দোয়া মাহফিল করে বিএনপিনেত্রীর জন্মদিন পালন করেছেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সারা দেশে দলের শাখা কার্যালয়েও দোয়া মাহফিল হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।


কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ওই দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন। এই সময়ে দেশে প্রবল বন্যা দেখা দিয়েছে। সারা দেশের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় দেশনেত্রী জন্মদিনের সব ধরনের আনন্দ কর্মসূচি নিষেধ করে দিয়েছেন। এজন্য আজকের অনুষ্ঠানটা শুধু দোয়া মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। দেশের এই অবস্থায় কোনো ধরনের আনন্দ অনুষ্ঠান করা যায় না, করা উচিৎও নয়।

খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

গত ৮ আগস্ট পূর্ব লন্ডনের মুরফিন্ড চক্ষু হাসপাতালে তার ডান চোখে অস্ত্রোপচার হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।


এ জাতি অার এসব তামাশা দেখতে চায়না। এবার এসব বন্ধ করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.