নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত বিশ্বাস

জীবন অপার সম্ভানাময়,,,,,,,,, জগৎ অপার বিস্ময়-- সব রহস্যের প্রান্তে আপনিই, হে বিশ্ব বিধাতা!!!!!

মুক্ত বিশ্বাস

যুক্তির নিরিখে মুক্তির ডাক জয় হোক মুক্ত বিশ্বাস-মুক্ত বাক ---- আতিক

মুক্ত বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

হরতালে আর কত...............?????!!!!

৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

মরছে মানুষ। মরবেই তো!! মানুষের জন্য যদি আইন, বিচার, সংবিধান, রাষ্ট্র, সরকার হয়, তবে সেই সরকার গঠনের বিকল্প প্রস্তাব প্রতিষ্ঠার জন্য দেয়া অবরোধ হরতালে মানুষই তো মরবে!!!



মাঝে মাঝে মনে হয়, মানুষতো মরছে না, মরছে লেগুনা চালক, ভ্যান চালক, বাসের ড্রাইভার, হেলপার, অটো চালক---বড়জোর পথচারী কেউ বা সময়ে সময়ে পিকেটার কি বা বিজিবি। মানুষ তো মরছে না!! এরা সব মরে পুড়ে যারা অবশিষ্ট থাকবে তারাই মানুষ-আর তাদের জন্য আগামী নির্বাচন, সরকার ইত্যাদি ইত্যাদি।



মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় বিরোধীদলীয় নেত্রীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। দেশের মানুষের দুর্দশা দেখে মন বিগলীত তাই আবেগ্াপ্লুত হয়ে এই আহ্বান জানাতেই পারেন। আসলেই। বিরোধীদলীয় নেত্রী যদি হরতাল দিয়ে একাই রাজপথে নামেন র র‌্যাব, পুলিশ, বিজিবি, দলীয় নেতাকর্মীর পরিবর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি আইন শৃঙ্খলা রক্ষাকল্পে .... খালি হাতে কিংবা শাসন দন্ড নিয়ে মাঠে নামেন, তবে তো আর এত হাঙ্গামা, ককটেল, হত্যা, আহত হয় না।



মানুষের অনুভুতি শক্তি রোধ হয় একটু ভোতা হয়ে যাচ্ছে। ইদানিং হরতাল চলাকালীন নিহতের লিস্ট খালি থাকলে হরতালের সংবাদ ভাল লাগে না। মনে হয়-এটা কোন হরতাল হল? দুইশ গাড়ি পুরল, আহত ২০০০, এটা কোন সংবাদই না। আট দশজনের লাশ পড়ার খবর শুনলে তখন মনে হয়, দেশে আজ একটু আধটু হরতাল হরতাল ইমেইজ ছিল।



দেশে চলছে পরিকল্পিত নাশকতা। এতে কারও ক্ষমতা হচ্ছে পাকাপোক্ত, আর কারও বা হচ্ছে নেতা নাম ডাক। আর আমরা!!!! মানুষ না, তাই প্রতিনিয়ত পুড়ে মরছি, ককটেল খেয়ে মরছি, পাটকেল খেয়ে মরছি। মরার জন্য প্রস্তুত হয়ে আছি। কেননা, দেশের সব তো চলছে আমাদেরই স্বাধীনতা, সার্বভৗমত্ব, সরকার, সংবিধান রক্ষার জন্য।।।।। সরকারও আমাদের, বিরোধী দলও আমাদের। কেউ তো আর পর নয়।



X(X((X((:-/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.