নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।
“৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি”
অদ্ভুদ ঐশ্বরিক জ্ঞান সম্পূর্ণ একজন সাধকের কথা বলছি, মাত্র ৮ দিনের স্কুল এবং পরে নৈশ স্কুলে আজ্ঞরিক জ্ঞান ব্যাতীত যার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন এমন সব অন্তর্নিহিত তাৎপর্যময় অবিশ্বাস্য গান, যে গানগুলি ছাড়া বাংলা গানের আসর কল্পনাই করা যায়না। হ্যাঁ আগে কি সুন্দর দিন কাটাতাম, গাড়ী চলেনা, আমি কুলহারা কলঙ্কিনী, মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, গান গায় আমার মনরে বুঝায়, কেমনে ভুলিবো আমি বাচিনা তারে ছাড়া সহ এই রকম হাজারো গানের স্রষ্ঠা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কথা বলছি। সেই সময়ে অজপাড়া গায়ে সেইভাবে জন্ম তারিখ লিখা না থাকলেও তাঁর মায়ের মুখে শুনা কথা অনুযায়ী ১৯১৬ সালের ফেব্রুয়ারি মাসে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামে জন্মগ্রহন করেন তিনি। বাবা ইব্রাহীম আলী ছিলেন দরিদ্র কৃষক আর মা নাইওর জান সাধারন গৃহিণী। টান পোড়নের সংসারে লেখাপড়া করার সুযোগ না পেয়ে খুব অল্প বয়সেই রাখালের কাজ শুরু করেন তিনি। নৈশ স্কুলে যাওয়ার সুবাদে অক্ষর জ্ঞানটা রপ্ত হয় তার। ওস্তাদ করম উদ্দিন ও সাধক রহিম উদ্দিনের সংস্পর্শে খুব অল্প দিনেই গানের প্রতি অনুরক্ত হয়ে উঠেন তিনি। তার সহধর্মিণী মাফতাবুন্নেছা ১৯৯০ সালে মারা যান। প্রিয়তম স্ত্রীকে তিনি সরলা নামে ডাকতেন। তার এক মাত্র ছেলে শাহ নুর জামাল ও একজন বাউল। প্রায় ১৫০০ গানের রচিয়তা ২০০১ সালে রাষ্ট্রীয় সন্মান ২১ শে পদক প্রাপ্ত শাহ আব্দুল করিমের ৬ টি গানের বই প্রকাশিত হয়েছে। শিল্পী তার জীবদ্দশায় প্রতিটি জাতীয় আন্দোলনে সাধারণের মাঝে সচেতনতা ও উৎসাহ সৃষ্টির জন্য গান করেছেন এবং গেয়েছেন। কাগমারী সন্মেলন, ১৯৫৪ এর নির্বাচন, ৬৯ এর গন অভ্যুথান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০ এর সামরিক সরকার বিরোধী আন্দোলন প্রতিটি ক্ষেত্রেই গান করেছেন সমাজ ও রাজনীতি সচেতন মানুষ হিসেবে উদ্বুদ্ধ করেছেন মানুষকে যুদ্ধ করতে, শক্তি যুগিয়েছেন ক্লান্ত বিচলিত যোদ্ধাদের। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যথার্থই বলেছিলেন সাধক-
“বাউল আব্দুল করিম বলে বুঝা বড় দায়,
কোথা হতে আসে নাও কোথায় চলে যায়,
ঝিলমিল ঝিলমিল করেরে মুয়ুর পঙ্খী নাও
কোন মিস্ত্রী নাও বানাইলো কেমন দেখা যায়।”
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা।
সত্যিই অসাধারণ সব সৃষ্টি...
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
রূপা কর বলেছেন: “বাউল আব্দুল করিম বলে বুঝা বড় দায়,
কোথা হতে আসে নাও কোথায় চলে যায়,
ঝিলমিল ঝিলমিল করেরে মুয়ুর পঙ্খী নাও
কোন মিস্ত্রী নাও বানাইলো কেমন দেখা যায়।” +++++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ রুপা কর।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
মুহসীন৮৬ বলেছেন: 'যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান'
বাউল গান কে জনপ্রিয় করার জন্য বাউল আব্দুল করিমের অবদান অনস্বীকার্য। আল্লাহ উনাকে জান্নাতবাসি করুন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ মুহসীন৮৬।
অদ্ভুদ ঐশ্বরিক জ্ঞান সম্পূর্ণ একজন সাধক
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলা বাউল গানের কিংবদন্তি বাউল সম্রাট আবদুল করিমের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ নুর মোহাম্মাদ নূরু।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
রাফিউল আলম ইমন বলেছেন: শ্রদ্ধাঞ্জলি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ রাফিউল আলম ইমন।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
ডি মুন বলেছেন: সহধর্মিণী মাফতাবুন্নেছা -- সম্ভবত আফতাবুন্নেছা হবে।
সুন্দর পোস্ট +++
আবদুল করিমের গান, গানের কথা, সুর এক কথায় অসাধারণ। সহজ কথায় অসাধারণ জীবন দর্শন প্রকাশ পায় তাঁর গানগুলোতে।
শ্রদ্ধাঞ্জলি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ ডি মুন।
হয়ত আপনিই সঠিক। আমি দুই জায়গায় তাকে নিয়ে লেখা পড়েছিলাম এবং সেই দুই জায়গাতেই তার মায়ের নাম পড়েছি মাফতাবুন্নেছা। তাই আর পরিবর্তন করি নাই।
সত্যিই তার রচনা করা প্রতিটি গান, গানের সুর অসাধারণ সব সৃষ্টি...
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২
সিপন মিয়া বলেছেন: এই গুনি ব্যক্তি সম্পরকে মন্তব্য করার সাহস আমার নেই। যা আছে ভালবাসা। ধন্যবাদ পোস্টদাতা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: আপনাকেও ধন্যবাদ সিপন মিয়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
কাদা মাটি বলেছেন: ছোট পরিসরে সুন্দর লিখেছেন ।
তিনি যখন মারা যান তখন আমি ইন্টারে; সিলেটেই থাকতাম, তবু তাঁর সাথে কখনো দেখা করতে পারি নি - এই আফসোস আমারে বড় কষ্ট দেয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: ধন্যবাদ কাদা মাটি।
কিছু কিছু মানুষের সাথে স্বল্প সময়ের সাক্ষাৎ সত্যিই অনেক প্রেরনা যোগায়। আপনার অপূর্ণতায় সহমর্মিতা জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
ঢুকিচেপা বলেছেন: কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি ....।