নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট তুমি মানবিক হবে কবে...?

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০


শুধু জানতে চাই - এই মানুষটার সন্তান কি কখনো জানতে পারবে, তার মুখে এক মুঠো ভাত তুলে দেয়ার চেষ্টায় তার বাবাকে রাস্তার মাঝে সবার সামনে কান ধরতে হয়েছিল।
এই মানুষটির স্ত্রী কি কখনো বুঝবে, আজকের ভাতের পিছনে রয়েছে কত শত অজানা কাহিনী।
আমি নিজেকে এই রিক্সাওয়ালার স্থানে দাঁড় করিয়ে অনেকক্ষন ভেবেছি-
করোনা তো সবাইকে আক্রমণ করবে না কিন্তু ক্ষুধার জ্বালা সবাইকে আক্রমণ করবে। আপনি সরকারী চাকরি করেন, মাস গেলে বেতন পাবেন কিন্তু এ মানুষটির ক্ষুধার জ্বালা কি দিয়ে মিটবে সেটা কি আপনাদের মিডনাইট মন্ত্রী একটিবার ভেবে দেখেছেন!

হোম কোয়ারেন্টাইন করেন, কিন্তু যে দিন আনে দিন খায় তার হোম কোয়ারেন্টানের কি অবস্থা হবে তা একটিবার ভেবে দেখেছেন?
গত দশ বছরে বিদেশে পাচার লক্ষ লক্ষ কোটি টাকা। পারবেন পাচারকারীদের একজন কে এইভাবে রাস্তায় এনে কানে ধরাতে?

কথা ছিল, অতীব প্রয়োজনে পরিবারের একজন বের হতে পারবে। সন্তানের মূখে খাবার তুলে দেয়ার এই প্রচেষ্টা কি তার প্রয়োজন ছিল না?

সবকিছু বাদ দিলাম, পিতার বয়সী অসহায় একজন বাবাকে এইভাবে অপমান করতে যাদের মনে একটুও রহম হয় না আপনি এদেরকে যা-ই বলেন, আমি তাদের মানুষ বলতে কষ্ট হচ্ছে..

আমাদের দেশের সাত কোটিরও বেশি নিম্নবিত্ত মানুষ। এদের হোম কোয়ারান্টাইনের সময়ের মৌলিক চাহিদাটুকু পূরন না করে ঘর বন্দী করাটা বোকামী বৈ অন্য কিছু না।
রাষ্ট তুমি মানবিক হবে কবে...????

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, ইদানীং আবেগপ্রবণ হলে পচা লাশের গন্ধ দম বন্ধ হবে। স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে বুদ্ধি যে আছে তার প্রমাণ দিলে সকলের মঙ্গল হবে।

২| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

অক্পটে বলেছেন: খাদ্যের বন্দোবস্ত করে তবেই কোয়ারান্তার ব্যবস্থা করা দরকার ছিল। আমাদের মতো দেশে যেখানে বেশির ভাগ সরকারী আধা সরকারী শিক্ষিতরা চোর বাটপার। শিক্ষাদীক্ষা অর্জন করার পর যারা হাজার হাজার কোটি টাকা পাচারের কাজে জড়িত ঘুষ বাণিজ্যে জড়িত তারাই কোয়ারান্তায় যাক ওদের বাঁচার জন্য কোয়ারান্তা দরকার। খেটে খাওয়া মানুষের ইমিউনিটি সিস্টেম চোরদের চেয়ে অনেক ষ্ট্রং তাদের কোয়ারেন্টাইনের দরকার নেই। করোনা তাদের কোন ক্ষতি করতে পারবেনা। কারণ তারা খেটে খায় মানে তারা শরীর চর্চার মধ্যেই আছে।

৩| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
রাষ্ট্র তুমি কবে মানবিক হবে - মিলিয়ন ডলার কুশ্চেন।

যারা বেসরকারী চাকুরীজীবি, কথায় কথায় যাদের সকালে চাকুরী থাকে বিকেলে নট হয়ে যায়- তারাও একই পেরেশানীতে।
এি্ মাস না হয় গেল, সামনের মাসে কি হবে?

আর দিন আনা রোজগেরেদের নিয়ে শুধু ভাষনে বরাদ্ধ দিলে কি হবে? বাস্তবে তার পাতে ভাত জুটাতে হবে।
এটা রাষ্ট্রেরই দায়। সাথৈ সো কল্ড বিত্তবানদেরও দায়। কিন্তু তারাতো লুটপাট শেষে এখন কুম্ভ কর্ণের ঘুমে।
জ্যাক মা অনুদান পাঠায়- আর তারা ঘুমায়! ছীঃ

যত দ্রুত সম্ভব তাদের খাদ্যের নিশ্চয়তার ব্যবস্থা গ্রহণ করুন। তারপরো যদি বাইরে আসে তখন না হয় স্বাধীনতা আপনার!
তার আগে একটু বিবেকের আয়নায় তাকান- রাস্ট্র।

৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: এইভাবে মানূষদের মারা মোটেও ঠিক হচ্ছে না পুলীশের।

৫| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৪২

আমিনভাই বলেছেন: ইন্ডীয়া দেখলাম গরিব আর সেবা কর্মীদের অনেক সাহায্য করেছে।

৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাষ্ট্র কখনই মানবিক হবে না।রাষ্ট্র যখন বিলুপ্ত হবে তখন হবে এক মানবিক সমাজ।রাষ্ট্র শোষনের হাতিয়ার।

৭| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৪০

নেওয়াজ আলি বলেছেন: এ্যাকশানটা সীমার অতিরিক্ত হয়ে গিয়েছে। বেশী মার খাচ্ছে দিনে আনে দিনে খাওয়ার লোক।

৮| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১:০৯

সিগনেচার নসিব বলেছেন: করোনা মহামারী আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে।

৯| ২৮ শে মার্চ, ২০২০ রাত ১:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: উপমহাদেশের দেশগুলোর রাজনৈতিক নেতৃত্ব এখন প্রচন্ড লোভ, জাগতিক নগদ প্রাপ্তি নিয়ে বেশি আগ্রহী | এরা ক্যাপিটালিজমের পাপেট হিসাবে ব্যবহৃত হচ্ছে | এদের স্বার্থে যখন আঘাত লাগে তখনই এরা খেয়াল খুশিমত যখন তখন আইন জারি করে এবং তাদের লাঠিয়ালদেরকে কখন মানবিক হতে হবে নূন্যতম সেইটুকু নির্দেশনাও প্রদান করে না |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.