নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।
কতোটা রক্তক্ষরণে মৃত্যু হয় দেহের
জানোতো?
ততোটা ক্ষরণেই মৃত্যু হয় মনেরও,
জড় পদার্থে পরিণত হয় যেদিন হৃদয়, সেদিন তাবৎ অনুভূতিতেই মরচে পড়ে,
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪৮
জ্যাক স্মিথ বলেছেন: যেখানে সেখানে আবেগ ঢালতে নেই, তবে আমি আপনার আবেগের প্রতি সম্মান জানাচ্ছি।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:০০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এই মরচে ধরা হৃদয়েরও স্বপ্ন থাকে পুনর্জন্মের, হয়ত মরে যাওয়া অনুভূতি নিয়ে। অনুভূতিদের কখনও পুনর্জন্ম হয় না।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: রক্তক্ষরণে দেহের মৃত্যু হয়, কিন্তু মনের হয় না। মন অন্য কোনোভাবে নিজেকে তৈরী করে নেয়।
আপনার ক'লাইন পড়ে আমি এভাবেই ভেবে নিলাম।
শুভকামনা রইল।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।
আশাকরি নিয়মিত থাকবেন।
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: পড়তেই শেষ হয়ে গেলো!