নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি হলো আমার জগত, আমার মানস ভ্রমণের অখন্ড মানচিত্র । কল্পনার চরিত্রগুলোকে আমি লেখার জগতে বাস্তবতার ন্যায় সদর্পে চারণ করাতে চাই। আমি তাদের হাসি কান্না সুখ দুঃখে তুলির আঁচড় ছুঁয়ে দিয়ে অপছন্দের আঁকগুলো ইরেজার দিয়ে ঘষে তুলে বসাতে চাই কল্পনার রঙ ।

শাফায়াত উল্লাহ রহমত

খুব জটিল,ভীষণ সহজ এবং আবেগী নিতান্তই সহজ-সরল খোলা মনের মানুষ...আমার অভিধানে কান্না বলে কিছু নেই, তবে কষ্ট পাই খুব সহজে... যে যা দেয় তা ফিরিয়ে দেই। সে যদি হয় ভালোবাসা, তবে ভালোবাসা, অবহেলা হলে অবহেলা, কষ্ট হলে কষ্ট... আমার এ নীতি থেকে আজ পর্যন্ত বিচ্যুত হইনি,হতে চাইও না...।

শাফায়াত উল্লাহ রহমত › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন স্বপ্ন কারিগর..

১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

হ্যালো! হিমু,বাদল,রূপা,মিসির আলী, শুভ্র, মুনা , আনুশকা, ফকিরাপুলের খায়ের,বাকের ভাই, বদি,তিথি,টগর,নিশা,বিলু - মিলু ,অনিল বাগচি, মহাবিজ্ঞানী ফিহা, মাজেদা খালা, বল্টু, মীরা, তিতলি, কঙ্কা.... তোমরা কেমন আছ?

পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসে
শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজে
সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি নেই ।
কোনো মানে হয়... ”

জগতের নিয়মে আমার কালে আমি তোমাদের সাথে ছিলাম। প্রকৃতির নিয়মে এখন আমি ফিরে এসেছি অনন্ত নক্ষত্র বীথির জগতে। এভাবেই যাওয়া - আসা চলতেই থাকবে।

মৃত্যু নিয়ে আমার কোনো আফসোস নেই। মরে গেলাম তো ফুরায়ে গেলাম। একটা মানুষ এত ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে, ৭০ বা ৮০ বছর বাঁচে। তারপর শেষ। আর একটা কচ্ছপ সাড়ে তিন শ বছর বাঁচে। হোয়াই? কচ্ছপের মতো একটা প্রাণীর এত বছর বাঁচার প্রয়োজন কী? এর উত্তর একমাত্র সৃষ্টিকর্তাই জানে।

আজও পৃথিবীতে জোছনা আসে।আজো হিমু দিগভ্রান্ত হয়ে ছুটে চলে আপন গন্তব্যে। আজো কেউ কেউ হিমু কিংবা রূপা হতে চায়। মানুষ চলে গেলেও আরো অধিক কিছু থেকে যায় তার না থাকা জুড়ে। কিছু মানুষের প্রস্থানের আরেক নাম অমরত্ব । শুভ জন্মদিন স্বপ্ন কারিগর..…..❤❤❤

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

মিরোরডডল বলেছেন:





ভীষণ প্রিয়, ওয়ান এন্ড অনলি হুমায়ূন আহমেদের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা।


২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: শুভ জন্মদিন!!! :)

পরপারে ভালো থাকুক প্রিয় লেখক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.