![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ আসলে আমরা সবাই আনন্দ উৎসবে মেতে উঠি। শিশু-কিশোর, যুবক-বৃদ্ধসহ সবার মনেই আনন্দের ধারা বয়ে যায়। আমরা সাধারণত আমাদের পরিবার ও বন্ধুদের নিয়েই ঈদ আনন্দ উৎযাপন করে থাকি।
একটি বার কি সেই সমস্ত মানুষদের কথা ভেবে দেখেছি যে মানুষগুলোর দ্বারে ঈদ নামক শব্দটি নামের মধ্যই আটকে থাকে। সিরাজগঞ্জের দুখয়িাড়ী তেমনই একটি গ্রামের নাম যেখানে বন্যার প্রবল গ্রাসে ক্ষতিগ্রস্থ হয়েছিল হাজারো মানুষ। এই গ্রামের সাধারন মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়েছিল ForumSDA নামক একটি তরুন সংগঠন।
৮ই অক্টোবর রোজ বুধবার দুখিয়াবাড়ী গ্রামের একটি মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় দুখিয়াবাড়ী সহ আশেপাশের কয়েকটি গ্রাম থেকে প্রায় ২হাজার মানুষ এই ঈদ উৎসবে যোগ দেয়।
উৎসবে সকলের জন্য ৬টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসবের মধ্যে রয়েছে সাঁতার প্রতিযোগিতা,পানিতে বল খেলা, মোরগ লড়াই, চেয়ার খেলা, তৈলাক্ত কলাগাছে উঠা ও দড়িলাফ খেলা।
ForumSDA Team তার সাধ্যের সবটুকুই দিয়েছিল , বিনিময়ে পেয়েছি শিশুর নির্মল হাসি , অবাল , বৃদ্ধ বনিতার হৃদয় নিংরানো ভালবাসা ও একটি উৎসবমুখর ঈদ।
ForumSDA এর সাথে যুক্ত হতে: http://www.forumsda.org
http://www.facebook.com/froumsda
©somewhere in net ltd.