![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
What is Breast Cancer/ স্তন ক্যান্সার কি?
Breast Cancer is a cancer that starts in the tissues of the breasts.
শরীরের অন্যান্য স্থানের মত স্তনে অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে কোন চাকা বা পিন্ডের সৃষ্টি হলে তাকে টিউমার বলে। শরীরের বিনা প্রয়োজনে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে এর সৃষ্টি হয়। সাধারনত এই টিউমার দুই ধরনের হয়। একটি হচ্ছে বিনাইন টিউমার বা অক্ষতিকারক টিউমার যা উৎপত্তি স্তলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দূরে বা কাছে কোন অঙ্গ পত্যঙ্গকে আক্রান্ত করে না। অপরটি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্ষতিকারক টিউমার যা উৎপত্তি স্তলের সীমানা ছাড়িয়ে আশেপাশের অঙ্গপ্রত্যঙ্গ কিংবা গ্রন্থিকে আক্রান্ত করে। এমনকি রক্ত প্রবাহের মাধ্যমে দূরে কোন অঙ্গেও আঘাত আনতে পারে। স্তনের এই ম্যালিগন্যান্ট টিউমারই হচ্ছে স্তন ক্যান্সার।
নোটঃ সারা বিশ্বে ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে স্তন ক্যান্সারের স্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে ফুসফুসের ক্যান্সার। আর মহিলাদের মধ্যে শিল্পোন্নত দেশগুলোতে মৃত্যুরারণ হিসেবে স্তন ক্যান্সারই রয়েছে শীর্ষে।
ঝুঁকি:
* কারো পরিবারে কোনো মহিলা যেমন-মা, খালা, বড় বোন বা মেয়ে স্তন ক্যান্সার আক্রান্ত হয়ে থাকলে
* ১২ বছর বয়সের পূর্বে মাসিক শুরু এবং ৫০ বছর বয়সের পর মাসিক বন্ধ হলে
* দীর্ঘ সময় ধরে জন্মনিয়ন্ত্রন বড়ি সেবন স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়িয়ে দেয়। তবে বড়ি সেবন বন্ধ করে দিলে ঝুঁকি ধীরে ধীরে কমে যায়।
* যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ইস্ট্রোজেন সংস্পর্শে থাকেন, মাসিক বন্ধ হওয়ার পরবর্তী সময়ে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করেন।
* এক স্তনে ক্যান্সার হয়ে থাকলে অন্যেটিতেও ক্যান্সার হওয়ার সম্ভবনা থাকে
* নিঃসন্তান মহিলাদেও ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে
* ৩০ বছর বয়সের পর বিয়ে ও প্রথম সন্তানের মা হওয়া
* সন্তানকে বুকের দুধ না খাওয়ালে
* শাক-সবজি কম খেয়ে, চর্বি জাতীয় খাবার বেশি খেলে
* মদ-পান, অতিরিক্ত ওজন ও শারীরিক পরিশ্রমের অনভ্যাস
নোটঃ ঝুঁকি কমাতে প্রচুর পরিমানে শাক-সবজি, ফলমূল ও আশঁযুক্ত খাবার খাওয়া সহ নিয়মিত শারীরিক প্ররিশ্রম, ৩০ বছরের সন্তান গ্রহণ এবং তাদের দীর্ঘ সময় ধরে স্তনপান করান।
লক্ষণ :
অধিকাংশ মহিলার ক্ষেত্রেই স্তনের ক্যান্সার প্রথম লক্ষ্যে করা যায় স্তনে একটা বেদনাহীন পিন্ডের আকারে তবে আর কিছু লক্ষণ সম্পর্কে সচেতন থাকা দরকার :
* স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
* স্তনের ত্বকে টোল পড়া
* স্তনে একটা পিন্ড বা স্ফীতি দেখা দেওয়া
* স্তনে বোটার পরিবর্তন (ভিতর দিকে ঢুকে যায়)
* স্তনের বোটা থেকে রক্ত সহ তরল পদার্থের ক্ষরণ
* স্তনের বোটার বা তার চারপাশের চুলকানির মত হওয়া
* বগলের লসিকা গ্রন্থিগুলির স্ফীতি
স্তন ক্যান্সার স্ক্রিনিং:
যাদের লক্ষণ দেখা দেয়নি কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি, সহজ কোন পদ্ধতির মাধ্যমে তাদের মধ্য থেকে স্তন ক্যান্সর রোগী খুঁজে বের করার নাম ক্যান্সার স্ক্রিনিং।
স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য রয়েছে প্রধান তিনটি পদ্ধতি:
১) ম্যামোগ্রাম
২) ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন
৩) ব্রেস্ট সেলফ এক্সামিনেশন
মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা প্রায় শতভাগ।
স্তন ক্যান্সার স্ক্রিনিং সুপারিশ :
২০ বছর বয়স থেকে সারা জীবন প্রতি মাসে অন্তত একবার স্তন পরীক্ষা করুন। অস্বাভাবিক কোন পরিবর্তন আপনার কাছে ধরা পরলে ডাক্তারের অথবা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী দিয়ে স্তন পরীক্ষা করুন। চিকিৎসক যদি কোন চাকা বা পিন্ড বা অন্য কোন অস্বাভাবিক পরিবর্তন সনাক্ত করেন তবে পরামর্শ মত ম্যামোগ্রাম, স্তনের আল্ট্রাসনোগ্রাম অথবা অন্যান্য পরীক্ষা করুন।
প্রাথমিক অবস্থায় সনাক্তকরণ অনেক জীবন বাঁচাতে পাওে এর জন্য
* আপনার স্তনের স্বাভাবিকতা সম্পর্কে জানুন
* দেখুন এবং সংস্পর্শেও মাধ্যমে স্তনের স্বাভাবিক অবস্থা অনুভব করুন
* স্তনের কি কি পরিবর্তনের দিকে লক্ষ্য রাখবেন তা সম্পর্কে জানুন
* কোন পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথে চিকিৎসকের শরাণাপন্ন হউন
* আপনার বয়স ৪০ বা তার বেশি হলে নিয়মিত ব্রেস্ট স্ক্রিনিং এ অংশ নিন
বিশেষ ধন্যবাদান্তে:
Dr. Md. Habibullah Talukder Ruskin, Dr. Tasmia Tahmid, Prof. Ahmed sayeed, Bangladesh Cancer Society
© ForumSDA
www.facebook.com/forumsda
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
এ এম রায়হান বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ আমার জানামতে ১০০ জন মহিলা অনুপাতে ১ পুরুষ (১০০:১)
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬
এ এম রায়হান বলেছেন:
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯
তার আর পর নেই… বলেছেন: আর মহিলাদের মধ্যে শিল্পোন্নত দেশগুলোতে মৃত্যুরারণ হিসেবে স্তন ক্যান্সারই রয়েছে শীর্ষে।
এই তথ্যে অবাক হয়েছি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
এ এম রায়হান বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্যঅ অধুনা জীবন যাপনের ফল- মহিলাদের মধ্যে শিল্পোন্নত দেশগুলোতে মৃত্যুরারণ হিসেবে স্তন ক্যান্সারই রয়েছে শীর্ষে।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
আরজু পনি বলেছেন: খুব ভালো শেয়ার।
প্রিয়তে রাখলাম ।
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬
এ এম রায়হান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
মানবী বলেছেন: আমাদের মাঝে অনেকের কাছে অবিশ্বাস্য শোনালেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তের মাঝে প্রায় ২% পুরুষ।
সচেতনতামূলক সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ এ এম রায়হান।