| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কয়দিন আগে বলেছিলাম আমি একটা পরিকল্পনা করছি বাংলদেশের মানুষের জন্য । আমাদের মাঝে ২ ধরনের মানুষ আছে, যারা কিছু করতে চায় কিন্তু কোন উপায় পাচ্ছেনা, কোন গাইড পাচ্ছেনা। আবার কিছু মানুষ আছে, যারা কিছু করতে ভয় পান, কিছু শিখতে ভয় পান। এই ২ ধরনের মানুষের জন্যেই আমার এই লেখা।
আমি এখানে আমার প্ল্যান টা অল্প কথায় বলবো। এই লেখায় আমার এবং আমার বন্ধু Shamim Ahmed সম্পর্কেও কিছু কথা থাকবে। এটার পেছনে কিছু কারন আছে, আপনাদের জানা উচিত আপনারা কার কথা শুনছেন এবং কেন শুনছেন। লেখাটা একটু বড় হবে, কিন্তু কষ্ট করে পড়বেন।
২০০৩ সালের কথা, আমার উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ, আমার বাবা কে অনুরোধ করলাম বাসায় একটা ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের জন্য। কারন ২০০১ সাল থেকেই আমি সাইবার কেফে তে গিয়ে বসে অনলাইনে চ্যাট করতাম। ২০০৩ এ এসে মনে হলো বাসায় ইন্টারনেট না থাকলে জীবন টাই বৃথা। যাইহোক আমার বাবা রাজী হলেন, ৩ হাযার টাকায় নেট কানেকশান নিলাম। মাসে মাসে ১৪০০ টাকা। কিন্তু ৪/৫ মাস পর আমার বাবা আর মাসে মাসে নেট বিলের টাকা দিতে অস্বীকৃতি জানালেন। আমি তো পড়ে গেলাম মহা সাগরে। ইন্টারনেট ছাড়া আমি থাকবো কিভাবে? যাইহোক ইন্টারনেট লাইন কেটে দেওয়া হলো।
আমি তখন আবার সাইবার কেফে তে যাওয়া শুরু করলাম, সাইবার ক্যাফে এর মালিক কে আমি মামা ডাকতাম, উনি আমাকে অনেক আদর করতেন। উনি আমার অবস্থা শুনে বল্লেন, দিপু তুমি ওয়েব ডিজাইন শিখো। আমি ওয়েব ডিজাইন এর কিছুই তখন জানিনা। ইন্টারনেটে ঘাটা ঘাটি করে জানলাম কিভাবে কি করতে হয়, ডাওনলোড করে বাসায় নিয়ে আসলাম কিছু টিওটোরিয়াল। তারপর আমি প্রথম যেই ওয়েব সাইট টি বানালাম একা একা সেটা এখনো আমার মনে আছে। একটা সাদা পেজ-এর মাঝে একটা লোক গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে শুরু... এখনো পর্যন্ত আমি এই লাইনেই আছি... ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত আমি আমার জীবিকা নির্বাহ করেছি ওয়েব সাইট বানানো সংক্রান্ত কাজ দিয়ে ই। এখানে উল্লেক্ষ্য, আমি পড়ালেখা করেছি ব্যবসায় শাখায়। যা যা শিখেছি এবং করেছি সব নিজে নিজেই করেছি এবং শিখেছি। বাংলাদেশে বসে আমি আমেরিকা, ইউরোপ এর কাজ করতাম, আমার আয় টাও হতো তাই একটু বেশী। ২০০৭ সালের একটা উদাহরন দেই, আমার একটা ওয়েব সাইট ছিলো seekmp3.info, সেখান থেকে আমার প্রতিদিন আয় ছিলো ১০০/১২০ ডলার। আমার তৎকালীন পার্টনার এবং আমার লজিস্টিকাল সাপোর্ট দাতা সামিত ভাই Samit Bin Salam এটার সাক্ষী।
আর আমার বন্ধু শামীম এর কথা আর কি বলবো, ও আমার ব্র্যাক ইয়ুনিভারসিটির সহপাঠী। যদিও ও কম্পিঊটার বিজ্ঞান পড়তো আর আমি ব্যবসায় প্রশাসনে পড়তাম। শামীম আমার দেখা সব চেয়ে ভালো প্রোগ্রামার। আমরা ২ জন অগনিত রাত একসাথে কাজ করেছি। শামীম এখন যেই টাকা আয় করে সেটা খুব কম মানুষ-ই বাংলাদেশে বসে করতে পারে। ভাববেন না ভাব দেখাচ্ছি, এইগুলা বলার পেছনে কারন হলো আপনাদের অনুপ্রানিত করা।
এবার আমার আসল প্ল্যান-এ চলে আসি। আমি আর শামীম একটা প্রজেক্ট হাতে নিয়েছি এটার নাম হচ্ছে স্মাইলিং বাংলাদেশ (আমি নাম টা চুরি করেছি আরিফ ভাইয়ের একটা স্ট্যাটাস থেকে, আশা করছি ভাইয়া রাগ করবেনা) ।
স্মাইলিং বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কিশোর এবং তরুনদের কে শিক্ষা দেওয়া তাঁরা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে। এটার কার্যক্রমের পরিধি আসলে বিশাল এবং ব্যাপক। প্রথমেই হয়তো আমরা আমাদের পরিকল্পনার সব কিছু একসাথে করতে পারবোনা। কিন্তু আস্তে আস্তে সেটা সম্ভব। এই প্রজেক্টের মূল চালিকাশক্তি আসলে আপনারা। সেটা কিভাবে? আমি বলছি আমার লেখার কোন এক পর্যায়ে।
আমাদের দেশে বেকারত্বের হার এখন অনেক। আর অনেকেই নাম মাত্র কাজ করছেন, কেও কেও খুদ্র ব্যবসা করছেন। অনেকেই তেমন সুবিধা করতে পারছেন না। আমাদের দেশে রিসোর্স অনেক কম। তাই আমাদের উচিত এমন কিছু করা যেখানে পুঁজি তেমন লাগেনা বলেই চলে। এখন আমরা যদি এমন কিছু করি যেটা করে নিজের জীবন তো চলবেই, তদুপরি দেশের ও কল্যান সাধন হবে; সেটা করাই বুদ্ধিমানের কাজ হবে।
আমাদের দেশের ৫০ ভাগ মানুষের দৈনিক আয় নাকি ১ ডলার, ধরি সেটা গড়ে ৩ ডলার। তার মানে হচ্ছে ২৫০ টাকা। আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের এই প্রজেক্টের আন্ডারে মানুষদের দৈনিক আয় ১০ ডলার করা। ১০ ডলার মানে দৈনিক ৮০০ টাকা, মাসে প্রায় ২৫ হাযার টাকা। এটা তো মাত্র শুরু, কেও কেও তাদের মেধা এবং ইচ্ছা দিয়ে সেটা ৫০ হাযার টাকাও করে নিতে পারবেন। আমরা শুধু আপনাদের পথ দেখিয়ে দিবো এবং তৈরি করে দিবো, বাকিটা নিজেরটা নিজের মতো করে তৈরি করে নিবেন।
আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বলছি প্রতিদিন ১০ ডলার আয় করা তেমন কঠিন কিছু নয়, আমরা আপনাদের বিভিন্ন উপায়ে শিক্ষা দিবো, এর মাঝে থাকবে আর্টিকেল, ভিডিও, এবং আনুসাঙ্গিক আরো অনেক কিছু। মোদ্দা কথা আপনাদের শেখানোর জন্য যা যা করতে হয় সব-ই আমরা করবো।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে জিনিস গুলো শিখতে অনেক কঠিন হবে না তো। এটা নির্ভর করছে আপনার ইচ্ছা উপর। আমরা অনেক কিছু শিখাবো, বেসিক ওয়েব ডিজাইন থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইনিং, অনলাইনে ছোট ছোট কাজ করে আয়, প্রভৃতি। আপনাদের সাহায্য করার জন্য প্রশ্নোত্তর সেকশান থাকবে আমাদের ওয়েব সাইটে। আপনারা যেনো কোথাও আটকে না যান , সেই ব্যাপারে আমাদের ১০০% দৃষ্টি থাকবে। মনে রাখবেব, আমরা এই লাইনে আছি প্রায় ১০ বছর, আমরা এমন কিছু শিখাবোনা অথবা বলবোনা যেটা আপনাদের কোন কাজে আসবেনা।
আমরা আমাদের সাইটে ২ টা গ্রুপ করবো। লার্নার গ্রুপ এবং টিচার গ্রুপ। আপনাদের মাঝে যারা যারা যেই সব ব্যাপারে এক্সপার্ট, এবং যেইসব জিনিস পারেন, সেগুলো দয়া করে আমাদের সাথে শেয়ার করে টিচিং গ্রুপ এ অংশগ্রহন করুন। মনে রাখবেন আমাদের এই স্মাইলিং বাংলাদেশ কে সফল করতে আমি আর শামীম যথেষ্ট না। আমি জানি আমাদের মাঝে অনেক প্রোগ্রামার, ডিজাইনার আছেন, অনেকেই আছেন ইন্টারনেটে কাজ করেন। তাঁরা দয়া করে আমাদের সাথে যোগ দিন। চলুন আমাদের এই টিম-টাকে অনেক বড় এবং দক্ষ বানাই। আপনারা যারা এই আর্টিকেল টা পড়ছেন তাঁরা দয়া করে এটি শেয়ার করবেন এবং সকল মানুষ জন কে অংশ গ্রহন করতে আমন্ত্রণ জানাবেন। একটা সময় আসবে যখন আমাদের এই প্রজেক্ট থেকে অনেক লার্নার নিজেদের কে টিচার হিসেবে গড়ে তুলবে। আর এখানেই এই প্রজেক্টের সার্থকতা ।
আর যারা লার্নার সেকশানে যোগ দিবেন, তারাও আপনার আশে পাশের মানুষকে আমাদের সাইটের সাথে সম্পৃক্ত করবেন। আমরা জেলা ভিত্তিক টীম করতে চাই, যেখানে আমাদের লার্নার রা আমাদের কাছ থেকে শিখে তাদের আশে পাশের মানুষ কে শিখাবে। কারন অনেক মানুষের-ই কম্পিউটার নেই অথবা ইন্টারনেট নেই। আপনি একজন লার্নার হিসাবে আপনার দায়িত্ব হবে পাশের মানুষ টার মাঝেও আপনার জ্ঞান কে ছড়িয়ে দেওয়া।
এটা কি ফ্রী?! অবশ্যই ফ্রী। এটা আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে করা। আর কোন উদ্দেশ্য এটাতে নেই। তবে আমাদের কিছু ভবিষ্যত পরিকল্পনা আছে। যেমন আমরা একটা টেস্ট সিস্টেম বানাবো, যেখানে একজন লার্নার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আমরা তাকে কম্পিউটার কিনে দিবো, যদি তার কম্পিউটার না থাকে। সে বিনা সুদে এই সাহায্য টা পাবে। এবং পরবর্তী তে আমাদের কে সেই টাকা ফেরত দিয়ে দিবে। এভাবে আমরা প্রতিটি ঘরে ঘরে কম্পিউটার এবং ইন্টারনেট ছড়িয়ে দিবো। আর সাথে শিখিয়ে দিবো কাজ করে আয় করে স্বাবলম্বী হওয়ার সুযোগ। এমন আরো অনেক পরিকল্পনা আছে যা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। কিন্তু প্রজেক্টটা শুরু করার জন্যে আমাদের এখনি টীম তৈরি করতে হবে। আমাদের লার্নার এবং টিচার টীম টা যতো বড়ো হবে, আমাদের কাজ ততো বেশী এগিয়ে যাবে।
আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে একাত্ততা জানানোর জন্যে। আমরা অনেকদূর যেতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে কেও বেকার থাকবেনা। আর এই জন্যে আপনাদের সাহায্য একান্তভাবে আমাদের কাম্য। আমরা দল মতের উরধে থেকে দেশের জন্যে কাজ করে যেতে চাই। আপনারা যে যেভাবে পারেন আমাদের সাথে থাকবেন বলেই আমাদের বিশ্বাস। আমাদের ওয়েব সাইট এখনো তৈরি হয়নি। কিন্তু আপনারা আপনাদের ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করে রাখেন, যেনো আমাদের সাইট তৈরি হওয়া মাত্র আপনারা জানতে পারেন। দয়া করে আমাদের এই উদ্যেগের কথা জানিয়ে দিন সারা বিশ্ব কে। সাইন আপ করতে ভুলবেন না http://www.smilingbangladesh.org
ধন্যবাদান্তে-
Dipu Zaman ও Shamim Ahmed
লেখক দিপু জামান এর ফেছবুক প্রোফাইল লিংক নিচে দিলাম
http://www.facebook.com/dipu.zaman
০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
rainbristi বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
এম ই জাভেদ বলেছেন: আপনাদের অগ্রযাত্রা সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করুক- এ শুভ কামনা করছি। আমার শেখার আগ্রহ রয়েছে। ফলো করার চেষ্টা করব আপনাদের টিউটোরিয়াল । ধন্যবাদ আপনাকে এরকম মহতী উদ্যোগ নেয়ার জন্য।