নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

‘বাউলসম্রাট’ শাহ আবদুল করিম আদৌ বাউল ছিলেন না (লিংক পোস্ট)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০



১. বাউল তো হইতে হবে। উনি কখনো বাউল হন নাই। মোছলমানের মত বাউলের বাচ্চা বাউল হয় কিনা জানা নাই, তেমন ভাবেও তাঁর বাপ-মা কেউ বাউল ছিলেন না। যিনি বাউলই হইলেন না তাঁরে বাউলসম্রাট বানাইয়া রাখছে। কিমাশ্চর্যম!



বাউল না হইয়াও বাউলসম্রাটের উপাধি ভক্ষণ করছেন উনি। এইটা নিন্দনীয়। বাউলরা তাঁরে কী রকম হাসি হাসি মুখে দেখতেছেন এখন, এই মইরা যাওয়ার পরেও, ভাবেন একবার। বাউল গান গাইলে বড়জোর নগরবাউল কি আনুশেহ হওয়া যায়, বাউল হইতে কিছু আচার পালন করতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ গায়ক শাহ আবদুল করিম তা করেন নাই। কারণ...



বাকিটা, এই লিংকে

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৬

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন ব্যপার না।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

খেয়া ঘাট বলেছেন: মানুষ এমন কেন?????? কত কিছুতে যে মানুষের সন্দেহ!!!!

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

মেংগো পিপোল বলেছেন: মোছলমানের মত বাউলের বাচ্চা বাউল হয় কিনা জানা নাই,

এই কথাটা একটু এক পেসে হয়ে গেছে, কেবল মোছলমান না হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবারই বাচ্চাই জন্ম সুত্রে ধর্ম পায়।


লেখাতে যে কষ্ট প্রতিয়মান হয়, তাতে করিম সাহেব গন্জীকা সেবন করে সিদ্ধী নিয়েছেন, নাকি পান দিয়াই কাম চালাইছেন, উহাতেই গন্ডগোল।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৩

দূর আকাশের নীল তারা বলেছেন: লিঙ্কটা পড়লাম। আবেগ দিয়ে খোড়া যুক্তিকে জোরালো করার ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

ননদালীনাজ বলেছেন: মেংগো পিপোল বলেছেন: মোছলমানের মত বাউলের বাচ্চা বাউল হয় কিনা জানা নাই,

এই কথাটা একটু এক পেসে হয়ে গেছে, কেবল মোছলমান না হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবারই বাচ্চাই জন্ম সুত্রে ধর্ম পায়।


লেখাতে যে কষ্ট প্রতিয়মান হয়, তাতে করিম সাহেব গন্জীকা সেবন করে সিদ্ধী নিয়েছেন, নাকি পান দিয়াই কাম চালাইছেন, উহাতেই গন্ডগোল।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

দ্য রেড ব্যারন বলেছেন: ননদালীনাজ বলেছেন: মেংগো পিপোল বলেছেন: মোছলমানের মত বাউলের বাচ্চা বাউল হয় কিনা জানা নাই,

এই কথাটা একটু এক পেসে হয়ে গেছে, কেবল মোছলমান না হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবারই বাচ্চাই জন্ম সুত্রে ধর্ম পায়।


লেখাতে যে কষ্ট প্রতিয়মান হয়, তাতে করিম সাহেব গন্জীকা সেবন করে সিদ্ধী নিয়েছেন, নাকি পান দিয়াই কাম চালাইছেন, উহাতেই গন্ডগোল।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

অপলক বলেছেন: আচ্ছা বাঙ্গালি হতে হলে কি কি শর্ত থাকতে হয়? বাংলাদেশে জন্মাতে হবে? নাকি বাংলা ভাষা জানলেই হবে? নাকি বাংলাদেশের একটা পাসপোর্ট থাকলেই হবে? নাকি বাঙ্গালিয়ানা, সংস্কৃতি, ভাবের ব্যঞ্জনা, দেহে মনে প্রাণে অন্তর আত্মায় উপলব্ধি করে এই মাটির মায়াজালে মিশে গেলে?

আপনি কেন বাঙ্গালি এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন, শাহ আবদুল করিম কেন একজন বাউল সম্রাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.