নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু

কবি, লেখক, চিত্রকর

ব্রাত্য রাইসু › বিস্তারিত পোস্টঃ

উপন্যাস পড়া

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

আমার প্রথম পড়া উপন্যাস 'রূপ ও রেখা'। কার লেখা যখন পড়ছি তখন দেখি নাই, বইয়ের লেখকের যে নাম থাকে সে ধারণা তখনও ছিল না বোধ করি। বাসায় ছিল, মনে হয় আব্বা আম্মার বিয়ের উপহার ছিল সে বই।

বইয়ের শুরুটা যতদূর মনে পড়ে সন্ধ্যাবেলা একটা ব্রিজের উপরে একজন লোক আত্মহত্যার জন্যে লাফ দিতে চাইতেছে বা লাফ দিছে। মন খারাপ হইছিল পড়তে গিয়া। বইয়ের উপদ্রব কাজ করতেছিল শুরুতেই কিন্তু বই যে এই কাণ্ড করে অর্থাৎ মুড চেন্জ কইরা দেয় তা তখনও বোঝার কথা না আমার।

কিন্তু উপন্যাস জিনিসটা যে আর বইয়ের থেকে কোথায় আলাদা তা মনে গাঁইথা গেছিল।

মানে 'উপন্যাস' নামে তা গাঁথে নাই। মনে হইত বই না বা লেখা না এগুলি। চরিত্রের কোলাহল আর আলো-আঁধারের উপস্থিতি লেখাগুলিরে চারপাশের কোথাও না কোথাও কোনো বাস্তব স্পেস বা স্থানের মধ্যে দেখতে বাধ্য করত। এবং মন খারাপটা অবধারিত ছিল। একটা একটা ঘটনার ফিরা না আসাটাই যেন দুঃখের।

পরে আরো অনেক উপন্যাসই পড়ছি সেই ছোটবেলায়, ক্লাস এইটে ওঠার আগ পর্যন্ত। সেই সবের কোনো কোনোটা যখন আবার ভাবতে বসি, দেখি মনের মধ্যের সেই সেই জায়গাগুলি আমি আবার দেখতে পাইতেছি।

১৫/২/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

মীর রবি বলেছেন: আমার বইটাও পইড়েন রাইসু ভাই

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

পদ্মপুকুর বলেছেন: আপনি এখনও আছেন ব্লগে দেখে খুব ভালো লাগলো। ২০০৬ এ একটা পোস্টে পেইজফ্লেক্সের কান্ট্রি ডিরেক্টর লুৎফর রহমান নির্ঝর একটা মন্তব্য করে নিচে সিগনেচার দিয়েছিল, কান্ট্রি ডিরেক্টর। আর তার উত্তর দিয়ে আপনি সিগনেচার দিয়েছিলেন, কান্ট্রি পিপল
আমি হাসতে হাসতে শেষ। তারপর থেকেই আটকে আছি ব্লগে। কিন্তু আপনাদেরকে খুবই মিস করি। এখন শুধু গোজামিলের দৃষ্টি আকর্ষণী পোস্টদাতারা, আমার মত অ্যাভারেজ ব্লগাররাই রয়ে গেছে এখানে, সেই ক্লাসিক পোস্টও নাই, হিউমারাস মন্তব্যও নাই। আপনারা সবাই যদি আগের মত লিখতেন তো ব্লগটা অন্যরকম থাকতো। আমি অবশ্য সাম্প্রতিকটা পড়ি নিয়মিত।

ভালো থাকবেন।

৪| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

অলওয়েজ ড্রিম বলেছেন: আমি আমার ছোটবেলায় পড়েছিলাম "বেলাশেষে', লেখক বেদুঈন সামাদ। আহা কী যে মুগ্ধ হয়েছিলাম! বড়বেলায় পড়তে গিয়ে পুরাই হোঁচট খেলাম। কিন্তু আশ্চর্য, আজও নায়ক-নায়িকার প্রতি ভালবাসা রয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.