নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিকল্পহীন রবীন্দ্রনাথ

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩

বই পড়ার পর বইটি পাঠকের পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে। তবে তথ্য সন্নিবেশিত বই সেটি যে আঙ্গিকেই রচিত হোক না কেন পাঠকের প্রয়োজন পড়বেই। 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি সব শ্রেণীর পাঠকের জন্য। বিশেষ করে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন- তাদের অবশ্যই এই বইটি পড়তে হবে। বইয়ের কাজ হলো অদৃশ্যভাবে ভালোবাসা আর ঘৃণা দুটোকেই উসকে দেয়া। এ উসকে দেয়াই বইয়ের সেই সামর্থের কথা জানিয়ে দেয়, যা ভালোবাসাকে ঘৃণা আর ঘৃণাকে ভালোবাসায় পরিবর্তন আনয়ন করতে পারে।



অনেক রবীন্দ্রভক্ত ভাববেন রবীন্দ্রনাথকে সম্পর্কে তো সবই জানি, নতুন আর কি আছে? কিন্তু আমি বলল, বইটি পড়ার পর নতুন নতুন অনেক কিছু জানা যাবে, প্রতিটি রবীন্দ্রভক্ত পাঠক বারবার চমকৃত হবেন। রোদেলা প্রকাশনীতে ২০১৫ ফ্রেরুয়ারী একুশে বইমেলাতে পাওয়া যাবে 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি।



অনেকেই বলেন, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন। বিকল্পহীন রবীন্দ্রনাথ বইটি পড়লে তাদের ভুল ভাঙবে। কেউ কেউ মুখ বাঁকিয়ে, রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবীকে নিয়ে নোংরা কথা বলেন, আমি খুব সহজ করে এবং সহজ ভাষায় রবীন্দ্রনাথ আর কাদম্বরী দেবীর সম্পর্ক ব্যাখ্যা করেছি। যা পাঠকদের অবশ্যই ভালো লাগবে।



রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং চিঠি গুলো নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। 'বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইয়ে রবীন্দ্রনাথকে নানান দিন থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। রোদেলা প্রকাশনী থেকে বইমেলাতে আসছে ''বিকল্পহীন রবীন্দ্রনাথ'' বইটি। আমি দীর্ঘ পাঁচ বছর পরিশ্রম করে বইটি লিখেছি। কেউ যদি রবীন্দ্রনাথকে জানতে চায়- তাহলে বইটি পড়লে রবীন্দ্রনাথের সব কিছু জানতে পারবে।



যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা ''বিকল্পহীন রবীন্দ্রনাথ'' বইটি পড়ে দেখতে পারেন। রবীন্দ্রনাথ সম্পর্কে জানা-অজানা অনেক কিছু জানতে পারবেন। বিজ্ঞাপন হয়ে যাচ্ছে জানি, কিন্তু এই দুর্মূল্যের বাজারে নিজের ঢোল নিজে না পেটালে আর কে পেটাবে বলুন? আমি চাই সবাই বইমেলাতে গিয়ে ''বিকল্পহীন রবীন্দ্রনাথ'' বইটি কিনুন এবং খুব মন দিয়ে পড়ুন। তাহলে আমার দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রম সার্থক হবে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: অাপনার এই বইটির তথ্য অামার একটি পোস্টে সংযুক্ত করা হয়েছে। সময় করে ঘুরে অাসবেন। প্রচ্ছদ কে করেছেন?

♠♠ অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে প্রকাশিতব্য সামহোয়্যার ইন ব্লগারদের বইসমূহ ♠♠

২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: প্রচ্ছদ করেছেন- মোবারক হোসেন লিটন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

নাসরিন চৌধুরী বলেছেন: শুভ কামনা থাকল :D

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

আসোয়াদ লোদি বলেছেন: সাফল্য কামনা করছি ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬

মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ........ ভালো লিখেছেন;রবি ঠাকুর নিয়ে অনেক "সময়" অপচয় করেছেন দেখা যায় ....

তবে রবি ঠাকুরের প্রতি আপনার এই আবিষ্ট ঘোর কর্পুরের মত উবে যাবে নিচের আর্টিকেলটি পড়ার পর :)

পুরানো সেই দিনের কথা :: রবীন্দ্রনাথ টগর

ভালো থাকুন ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.