নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যানবাহনের চালক, কর্মী ও জনসাধারণের প্রতি সতর্কতা অবলম্বনের কিছু পরামর্শ

২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬


গাড়িতে আগুন দেওয়া বা পেট্রল বোমা নিক্ষেপের মত ঘটনার মতো পরিস্থিতিতে যানবাহনের চালক, কর্মী ও জনসাধারণের প্রতি সতর্কতা অবলম্বনের কিছু পরামর্শ...
১. যানবাহন চালানোর সময় গাড়ির জানালার কাঁচ বন্ধ রাখুন।
২. নিজের শরীরের পোশাকে আগুন লাগলে তৎক্ষণাৎ দুই হাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। কারণ দৌঁড় দিলে আগুন বেড়ে যায়।
৩. আগুনে আক্রান্ত ব্যক্তিকে ভেজা অথবা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন, এতে আগুন নিভে যাবে।
৪. পোড়া জায়গায় পর্যাপ্ত পানি ঢালুন। এ জন্য গাড়িতে সব সময় পানি সংরক্ষণ করুন এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।
৫. প্রতিটি গাড়িতে প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ করুন। এছাড়া বড় গাড়িতে দু`টি অগ্নিনির্বাপণ যন্ত্র রাখুন।
৬. বাসের ভেতর দৃশ্যমান স্থানে অগ্নিনির্বাপণ যন্ত্রের সচিত্র ব্যবহারবিধি টানিয়ে রাখুন। রাস্তার পাশে কিংবা অরক্ষিত স্থানে গাড়ি পার্ক করে ঘুমাবেন না।


গাড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর (০২-৯৫৫৫৫৫৫ অথবা ০১৭৩০৩৩৬৬৯৯) দৃশ্যমান স্থানে বড় অক্ষরে লিখে রাখুন। এতে যত তাড়াতাড়ি যোগাযোগ করা সম্ভব হবে। একই সাথে জরুরি অবস্থায় আতঙ্কিত না হয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করুন এবং সাহায্যের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিন।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

এমএম মিন্টু বলেছেন: গুড সচেতনমূলক পোষ্ট প্রথম ভাল লাগা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

নিলু বলেছেন: ভালো , লিখে যান

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখে যাবো।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মূল লেখাটি এখানে প্রকাশিত। অনুগ্রহ করে সোর্সটি পোষ্টে উল্লেখ করে দিন রাজীব ভাই।
কালের কণ্ঠ অনলাইন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ভুল হয়ে গেছে।
আর ভুল হবে না।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

খোচা বাবা বলেছেন: বিপদে পড়লে এগুলোর কোনটাই মনে থাকে না।


চিকিৎসা বক্স- বাংলাদেশের গাড়ি তে আকাশ কুশুম চিন্তা ভাবনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.