নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটি ফার্সি গল্প পড়েছিলাম। এক ব্যক্তি প্রতিদিন একটি দোকান থেকে ছয়টা রুটি কিনে নিয়ে যায়। একদিন দোকানি কৌতুহল থেকে তাকে জিজ্ঞেস করেন--ভাই আপনি প্রতিদিন ছয়টা রুটিই নেন, এগুলো দিয়ে কী করেন?
তিনি বলেন, 'দু'টো দিয়ে দেনা শোধ দিই, দু'টো ধার দিই, একটা ফেলে দিই, আরেকটি নিজে খাই। দোকানী যারপরনাই কৌতুহলী হয়ে ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেনঃ "দেনা শোধ দিই। মানে বাবা-মাকে খাওয়াই, তারা একসময় আমাকে খাইয়েছে; ধার দিই। মানে ছেলে-মেয়েকে খাওয়াই, ওরা বৃদ্ধ বয়সে ফেরত দেবে;
ফেলে দিই মানে ওটা বৌকে খাওয়াই, সে আমাকে কোনো দিন খাওয়ায়নি আর কোনো দিন খাওয়াবেও না, আরেকটি তো নিজে খাই"।
আমার কাছে বইয়ের বিকল্প আর কিছু হতে পারে না৷ আজ যে আমি সৎ হয়ে জীবনযাপন করছি এবং ধনী না হলেও বিপথগামী হইনি- সে তো বইয়েরই দান৷ আজ যে সভ্যতার মধ্যে আমারা সবাই বাস করছি, তা তো বই থেকেই সৃষ্টি হয়েছে৷ বই না থাকলে আমরা কি এই সভ্যতা পেতাম? বই আমাদের মানুষ করেছে, আমাদের সুসভ্য করেছে৷ তাই আজ যারা বই-বিমুখ, যারা শুধু কম্পিউটার, পানশালা আর টিভি সিরিয়ালে আনন্দ পায়, তাদের কি সভ্য বলা যাবে?
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
গোধুলী রঙ বলেছেন: লেখাটা পড়ে তো প্যাচে পইড়া গেলাম। টাইটেলে ইশ্বর, প্রথম প্যারায় বৌ, শেষ প্যারায় বই, মিলাতে পারছি নাহ।
তবে সব লাইনই সত্য।
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮
হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন:
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
মহান অতন্দ্র বলেছেন: ক্লাস ফাইভে থাকতে আমার সবুজ পাতা নামে একটি গল্পের বই ছিল । সেখানে গল্পটি পড়েছিলাম ।
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগল কথাগুলো।
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
তুষার কাব্য বলেছেন: সহজ,সত্য কথামালা ।
শুভকামনা।
১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: আস্তে আস্তে বই এর প্রচলন ভ্যানিশ হয়ে যাচ্ছে না? নেটেই সব পাওয়া যায়!