নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন আর আনিসুল হক দায়িত্ব গ্রহনের পর কি কি কাজ করলেন?

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৪

১। যখন আমি ভাবি, আজ আমার মনটা ভাল, তখনি আমার মনটা খারাপ হয়ে যায়, ভাবনায় চলে আসে, হয়তো এই মুহূর্তে পৃথিবীতে খারাপ আছে বহু মন ।

২। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি;
সারারাত দখিনা বাতাসে
আকাশের চাঁদের আলোয়
এক ঘাইহরিণীর ডাকে শুনি –
কাহারে সে ডাকে!

-------- জীবনানন্দ দাশ

৩।
ছবিটি তুলেছি সোনার গা যাদুঘর থেকে। কি যেন একটা মেলা চলছিল।

৪। স্বর্ণলতা পরজীবী লতার মত অন্যের উপর নির্ভরশীল হয়ে বেচে থেকো না। বরং বৃক্ষের মত মাথা উঁচু করে স্ব সম্মানে স্বনির্ভর চিন্তার আত্ম মর্যাদাবোধের উপর দাড়িয়ে বেচে থাকো, কারণ তুমি মানুষ।

৫। সঠিক লোককে যদি সঠিক জায়গা দেওয়া যায়, তাহলে অবশ্যই সে ভালো কিছু করবে। কিন্তু আমাদের দেশে সেটা খুব কমই হয়।

৬। ক্লান্ত পাখিরা নিজের নীড়ে ফিরে, পশুরাও- কেবল রোহিঙ্গারাই রয়ে গেল অনাথ, ঘরহীন, দেশহীন!

৭। বন্দুকের গুলি যদি কারো শরীরে বা হৃদয়ে আঘাত করে সেই গুলি সার্জারি করে বের করা যায়। এন্টিবায়োটিক দিয়ে ঘা শুকানো যায়, পেনকিলার দিয়ে কষ্ট দূর করা যায়, কিন্তু কথার গুলি যদি কারো মনে বা হৃদয়ে আঘাত করে তবে তা কোনো সার্জারি করে বা এন্টিবায়েটিক দিয়ে বা পেনকিলার দিয়ে ব্যথা দূর করা যায় না। কথার গুলির ব্যথা সারাজীবনই থাকে। বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু কথার গুলি হৃদয়ে লাগবেই।

৮। মানুষ সব চাইতে বেশি খুশি হয় যখন সে তার মনের কথা অন্যের কাছে খুলে বলতে পারে এবং মানুষ তার প্রতি খুশি হয় যে তার কথা শোনে। পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র পরস্পরকে শ্রদ্ধা, সম্মান এবং গুরুত্ব প্রদানের মাধ্যমে এবং এর মূলসূত্র হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা।

৯। মা বলছে ছেলেকে- স্কুলে যা।
ছেলে না যাবো না, আমি জব করবো।
মা- ফাজিল, ক্লাস টু'তে পড়িস তুই কি জব করবি?
ছেলে- ক্লাস ওয়ান এর মেয়েকে পড়াব।

১০। নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন আর আনিসুল হক দায়িত্ব গ্রহনের পর কি কি কাজ করলেন?
দুই মেয়র কে বলতে চাই, আসলে চ্যালেঞ্জ করতে চাই- আপনারা কখনও যানজট, ফুটপাত দখল মুক্ত আর সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যাওয়া কখনও ঠিক করতে পারবেন না। নো নেভার।

১১।

ছবিঃ কদম ফুল। স্থানঃ পরীবাগ। সময়ঃ দুপুর দুইটা। ক্যামেরা- নাইকন- ৩১০০।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.