নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি দৌড়াচ্ছি ....

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯



দুপুরে ভাত খেয়ে বিছানায় যেতেই শুনলাম পাশের বাসায় খুব কান্নাকাটি হচ্ছে। মনটা খুব খারাপ হলো। নিশ্চয় রফিক চাচা মারা গেছেন। শুনেছি তিনি অসুস্থ। অথচ গত সপ্তাহে তার সাথে বাজারে দেখা হয়েছিল। দুই হাত ভরতি বাজার। আমাকে জোর করে ধরে চা খাওয়ালেন। নানান রকম গল্প করলেন।

মৃত্যু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও নিত্যনৈমিত্তিক। তবু প্রতিটি মৃত্যুই যেন মানুষকে কিছু বলতে চায়। মৃত্যু নিয়ে ভাবতে-ভাবতে সিড়ি নিচে নামতেই এলাকার দু'টো ছেলের সাথে দেখা। তাদের বললাম, যাও মসজিদ থেকে খাট নিয়ে আসো। রফিক চাচা মারা গেছেন। হুজুরকে বলো- মাইকে যেন ইমাম সাহেব একটা ঘোষনা দিয়ে সবাইকে জানিয়ে দেন।

রফিক চাচার ঘরে ঢুকেই দেখি দুই ভাই বোন খুব কাঁদছে। দশ বারো বছরের দু'টো ছেলে মেয়েকে কাঁদতে দেখে খুব মায়া লাগছে। তাদের কি শ্বান্ত্বনা দেব আমি? এই রকম পরিস্থিতিতে আমি একেবারেই সামাল দিতে পারি না। তবু ছেলেমেয়ে দু'টোর মাথায় হাত রেখে বললাম, কান্না করো না। আল্লাহর কাছে দোয়া করো। সবাইকেই একদিন চলে যেতে হয়।

এমন সময় আমাকে প্রচন্ড অবাক করে দিয়ে- রফিক চাচা ঘরে ঢুকলেন। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কান্নাকাটি কিসের? ছেলে মেয়ে দু'টো বাবাকে জড়িয়ে ধরে বলল- টিকটিকি দেখে খুব ভয় পেয়েছি বাবা। তাই কান্নাকাটি করছি।

আমি আস্তে করে, চোরের মতোন সিড়ি দিয়ে নিচে নেমে এলাম। ছেলে দু'টো আমার কথা রেখেছে- নিচে নেমেই দেখলাম মৃত মানুষের গোছল করার খাট। শুনতে পেলাম, মসজিদের মাইকে ইমাম সাহেব বলছেন, অদ্য চার ঘটিকায় রফিক সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমি দৌড়াচ্ছি। রফিক সাহেব আমার পেছনে। তার হাতে একটা লাঠি। আমি জানি, রফিক চাচা আমার সাথে দৌড়ে পারবেন না। ছোটবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে একটা কাঁচের প্লেট পুরস্কার পেয়েছিলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কিছু শোনার পর, বেশ সময় নিয়ে উত্তর দেবেন, কথা বলবেন; সবকিছু অনুমানের উপর চালিয়ে দেবেন না, অফিসে কথা খুবই কম বলবেন, যা বলতে হয় লগে বলবেন।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি তো ইন্নালিল্লাহ্ পড়ে ফেলেছিলাম! ক্যামনে কী!

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ভাগ্যটা এত খারাপ কেন আমার !?!?!?

৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

ধুতরার ফুল বলেছেন: ইস!! একটা পুন্যের কাজ করতে গিয়ে শেষে দৌড়ানি জুটল কপালে।

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমার কপালটা এই রকমই।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: রিতিমত মাইর খাওয়ার ঘটনা।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

জাহিদ অনিক বলেছেন: চিলে কান নিয়ে গেল শেষমেশ ? - গল্প নাকি সত্যি ?

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: সত্যি।

৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

পৌষ বলেছেন: শেষ পর্যন্ত কে দৌড়ে জিতেছে?

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন: আমি জিতেছি।

৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

কলাবাগান১ বলেছেন: হুমায়ুন আহমেদ একজনই ছিলেন....মাঝে মাঝে ঝলক দেখা যায়

৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার পর্যাবেক্ষণ ক্ষমতা আরো দৃঢ় করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.