নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমি খুব ফুর্তিবাজ মানুষ।
যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা, আমি যদি হুট করে মরে যাই? তখন মানুষ আমার বিচার করবে- লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা বদ ছিল। মৃত্যু ব্যাপারটা খুব অদ্ভুত! সব প্রিয় মানুষ ছেড়ে কোথায় চলে যাব কে জানে! মৃত্যু চিন্তা তো খুব স্বাভাবিক চিন্তা। এই চিন্তাই তো মানূষকে জীবনের প্রতি আগ্রহী করে তোলে।
আমার মৃত্যুর পরের অবস্থাটা নিয়ে আমি খুব চিন্তা করি। আমার মা আর সুরভি খুব কাঁদবে। পাগলের মতো হয়ে যাবে শোকে। সুরভি আমার মৃত দেহ নিয়ে যেতে দিবে না, খাট ধরে চিৎকার করে কাঁদবে। তবে এই তীব্র শোক এক সময় কেটে যাবে। চোখের পানি মুছে একসময় হেসে উঠবে। এক সময় আমার কথা আর তার মনেই থাকবে না। এমনকি আমার বাবা মা ভাই তাদের কাছেও আমার অভাবটা মুছে যাবে।
মৃত্যুর পর আমি কি ভূত হয়ে যাবো? নাকি শুধু মাত্র আত্মা হয়ে ঘুরে বেড়াবো। যেভাবেই হোক আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে চাই। প্রিয় মুখ গুলো না দেখে থাকতে পারব না।
একটা মানুষ জন্মায়, বড় হয়, লেখা পড়া শিখে, রোজগার করে, বিয়ে করে, সন্তান হয়, টাকা জমায়, বাড়ি করে, তারপর বুড়ো হয়ে মরে যায়। এই সামান্য কর্মকান্ডের জন্য আমাদের জন্মানোর খুব দরকার ছিল না। জন্মালাম কেন? কে আমাকে বুঝিয়ে দিবে অর্থহীন এই জীবনের প্রকৃত মানে?
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: অবশ্যই ফুর্তিবাজ আমি।
২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি সম্ভবত দারিদ্রতায় ভুগছেন। এখন আপনার উচিৎ হবে আপনার থেকে নিচু শ্রেণির মানুষের জীবন নিয়ে স্টাডি করা। তাহলে পাক রুহতে নিজের কামিয়াব হাসিল হইবে। নচেৎ আত্মা পেরেশানিতে ভুগবে।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে কি- জন্মের পর থেকেই দারিদ্রতায় ভূগছি।
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩
চেংকু প্যাঁক বলেছেন: সূরা আল মুতাফফিফীন
(১৮-৩৬) কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে। আপনি জানেন ইল্লিয়্যীন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে, সিংহাসনে বসে অবলোকন করবে। আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে। তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। তার মিশ্রণ হবে তসনীমের পানি। এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে, কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
৪| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬
আমি যাযাবর বলিছ বলেছেন: জন্মালাম কেন?
মানবতার মুক্তির জন্য জিবন উৎসর্গ করে দিন .আজীবন বেচে থাকতে পারবেন
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: মন্দ বলেন নি।
৫| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় মানব সৃস্টিটাই একটা পরীক্ষামূলক কর্মকাণ্ড।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: এই কর্মকান্ডের মধ্যে আমি তো আসতে চাইনি। আমাকে কেন আনা হলো?
৬| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫
রানার ব্লগ বলেছেন: মানুষ নামোক বিশেষণ যদি আমার আপনার গায়ে লেখা না থাকতো, আমি আপনি বেচে যেতাম।
৭| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০২
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই ফুর্তিবাজ আমি।
প্রমাণ দিন।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: আমি মানূষকে খুব হাসাই। হাসতে হাসতে তাদের অবস্থা শেষ।
৮| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮
বিজন রয় বলেছেন: কখনোই না।
আরে আপনি তো মানুষের সাথে মিশতেই পারেন না।
যেমন ধরুন, এই ব্লগে আপনি আগে অন্য কোন ব্লগারের পোস্টে মন্তব্যই করতেন না।
যা একটু মন্তব্য করছেন তা ইদানিং কালে।
এমনকি আপনি আপনার পোস্টে অন্যদের করা মন্তব্যের উত্তরও করেন না ঠিক মতো।
আপনি শুধু নিজেকে নিয়ে ভাবেন।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: কেউ যদি ভালো বা সুন্দর মন্তব্য করে অথবা তাদের মন্তব্যে যদি প্রশ্ন থাকে(খোচা না দিয়ে সুন্দর প্রশ্ন) তাহলে আমি অবশ্যই সুন্দর মন্তব্যের উত্তর দেই।
৯| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: তার মানে কি দাঁড়ালো, আপনি অহংকারী।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: একটুও না।
আমি রিকশাওয়ালার কাঁধে হাত দিয়ে চা খাই।
কোনো দিন কাউকে তুই করে ডাকি না।
১০| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪
ফেল কড়ি মাখ তেল বলেছেন: আপনার উচিত মদ গাজা ছেড়ে দিয়ে সংসারে মনযোগী হওয়া।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ঠিকভাবে তিনবেলা ভাত খাওয়ার টাকা নাই। আর---
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫
বিজন রয় বলেছেন: আমি খুব ফুর্তিবাজ মানুষ। ............... মানতে পারলাম না।