নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ব্লগার এবং সামু

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০



একটা ব্লগ লিখতে অনেক সময় লাগে। অনেক পরিশ্রম করতে হয়। অনেক সময় নিয়ে ভাবতে হয়।
অনেক সাধ্য সাধনা করার পরে লেখাটা যখন পোষ্ট করি- দেখা যায়, আমার পোষ্ট করা লেখাটি কেউ'ই পড়ছে না। ২৪ ঘন্টা পার হওয়ার পর মাত্র ১৩ বার পঠিত। আজিব !!! কোনো মন্তব্য নাই। আজিব !!! কেন এরকম হয়? আমার পরিশ্রমের কোনো দাম নেই!?!?!

নিজেকে দিয়ে বুঝি, একটা লেখার পেছনে অনেক সময় ব্যয় হয়। মাস শেষে নেট বিল তো আছেই। গড়ে দেখা যায়, আপনি অনেক পরিশ্রম করে বা কপি করে লিখলেও সেই লেখা কেউ পড়ছে না। ধরে নিলাম, ব্লগারের সংখ্যা কমে গেছে? কিন্তু যে ক'জন ব্লগার আছে তারাও তো লেখা পড়ছে না, মন্তব্য করছে না। তাহলে একজন ব্লগার কেন লিখবে? এই ব্যাপারটায় একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

অনেককে দেখা যায় মুখ চেনা বা নাম দেখেই ব্লগ পড়েন। মন্তব্য করেন। মুখ চেনা হলেই তার ব্লগ ভালো। সেটা পড়তে হবে, মন্তব্য করতে হবে। আর অপরিচিত হলে- তার ব্লগ পড়া যাবে না। মন্তব্য তো দূরের কথা। বেশির ভাগ ব্লগারের মানসিকতা এমন একতরফা কেন হবে? মন্তব্য করা মানে এক হিসেবে উৎসাহ দেয়া। উৎসাহ দিতে আমরা এতো কৃপণ কেন? আমি মনে করি, একজন সাংবাদিকের চেয়ে একজন ব্লগার কোনো অংশে কম না। বরং সাংবাদিকের চেয়ে ব্লগার বেশি ভালো। সাংবাদিক ইচ্ছে মতোন লিখতে পারে না। সম্পাদকের ইচ্ছায় তার লিখতে হয়। অনেকদিন বিচার বিবেচনা করতে হয়। এই দিক দিয়ে ব্লগাররা অনেক স্বাধীন।

ব্লগার চাঁদগাজী সাহেবকে দেখেছি- তিনি প্রচুর ব্লগ পড়েন এবং মন্তব্য করেন। তার মন্তব্যে দিকনির্দেশনামূলক কথা বার্তাও থাকে। আমাদের এই সামুতে তার মতো পরিশ্রমী ব্লগার আর একজনও নেই। সব ব্লগার যদি তার মতো হতো- তাহলে সামু সব সময় জমজমাট থাকতো। একজন যোগ্য ব্লগারের মতোন চাঁদগাজী সাহেব ব্লগ পড়েন এবং ভুল গুলো সংশোধন করে দেন বা দেখিয়ে দেন। তার এই আন্তরিকতা আমার খুব ভালো লাগে। চাঁদগাজী সাহেবের পরিসংখ্যান

আর একটা ব্যাপার, একজন নারী ব্লগার কিছু লিখলেই সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে? আর নতুন একটা ব্লগার তার লেখায় তো কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখি না। মেয়ে বলেই সে ভালো লিখে? আর একজন নতুন ব্লগার ভালো লিখে না? আমার নিজের কথা বলি- একসময় আমি কারোর লিখা পড়তাম না। অথবা দুই একটা লেখা পড়লেও মন্তব্য করতাম না। এখন আমি সবার লেখা পড়ি। লেখা খুব বেশি ভালো লাগলে মন্তব্যও করি। এই নিয়মটা এখন থেকে অব্যহত রাখব। আর একটা সিদ্দান্ত আমি নিয়েছি- আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক, আমি মন খারাপ করবো না। বরং নিয়মিত লিখে যাব। আমার ব্লগ পরিসংখ্যান কি খুব বেশি দুর্বল?

আমি জানি আমরা সবাই ব্যস্ত। আমাদের অনেক কাজ। আসুন এই কাজের ফাঁকে ফাঁকে আমরা ব্লগ পড়ি। মন্তব্য করি। আমি মনে করি, লেখার চেয়ে পড়াটা বেশি জরুরী আমাদের জন্য। এখন আমি সকালে খবরের কাগজ পড়ি না। ব্লগ পড়ি। ব্লগ পড়লেই খবরের কাগজের চেয়ে বেশি জানা যায়। দৈনিক পত্রিকা গুলো কারো না কারো পক্ষপাতিত্ব করে। কিন্তু ব্লগাররা স্বতন্ত্র। তারা কোনো দল করে না। সব সময় সত্য কথা বলে- লিখে।

মন্তব্য ৭০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: অনেক সাধ্য সাধনা করার পরে লেখাটা যখন পোষ্ট করি- দেখা যায়, আমার পোষ্ট করা লেখাটি কেউ'ই পড়ছে না। ২৪ ঘন্টা পার হওয়ার পর মাত্র ১৩ বার পঠিত। আজিব !!! কোনো মন্তব্য নাই। আজিব !!! কেন এরকম হয়? আমার পরিশ্রমের কোনো দাম নেই!?!?!


হা হা হা হা ............. হাসাইলেন বড্ড!!

তাহলে বুঝে দেখেন আপনি কেমন ব্লগার, কেমন মানুষ।

অথচ ব্লগ ঘুরে আসেন, দেখেন গিয়ে আমার ওখানে অন্য ব্লগারেরা যায় কিনা।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: একজন নারী ব্লগার কিছু লিখলেই সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে? আর নতুন একটা ব্লগার তার লেখায় তো কাউকে ঝাঁপিয়ে পড়তে দেখি না। মেয়ে বলেই সে ভালো লিখে?

এটা আপনার বাজে মানসিকতার পরিচায়ক।

আপনি আপনার নিজেকেই মূল্যায়ন করতে পারেননা।

বড় লজ্জ্বার ব্যাপার।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: অন্যের বাজে মানসিকতা তুলে ধরতে গিয়ে- আমার বাজে মানসিকতার পরিচয় দিলাম।

হা হা হা হে হে হে হো হো হ---

৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: শোনেন সস্তা মানসিকতা বাদ দেন, দেখবেন অনেককেই পাশে পাবেন।

এক সময় শুধু আপনি আর আপনার নিজের স্ত্রীর ছবি নিয়ে পোস্ট দিতেন, যেটা ছিল একেবারেই হাস্যকর।

এসব বাদ দিন, মানুষের কাছে যান।
তাদের সাথে যোগোযোগ বাড়ান।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: আমি জানি, মানুষ ধর মানুষ ভজ শোন বলি রে পাগল মন।

৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিখ্যাত কোন লেখকের ১টা উপন্যাস পড়তে যেই পরিমাণ সময় লাগে, সেই সময়ে আমি গড়ে ৩০০ পোস্ট পড়তে পারি, ৩০০ জনের ভাবনা চিন্তার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই; ফলে, আজকাল আমি পোস্টই বেশী পড়ছি।

গড়ে, ব্লগারদের চিন্তাভাবনা যেকোন লেখকদের তুলনায় অনেক বেশী উন্নত, ব্লগারেরা রিয়েল-টাইমে ঘটে যাওয়া সবকিছুর উপর ভাবছেন, এনালাইসিস করছেন, লিখছেন। আরেকটা বড় ব্যাপার, ব্লগারেরা অনেক কিছুর ব্যাপারে প্রেডিকশান করছেন, যা অন্য ধরণের লেখকদের লেখায় পাওয়া সহজ নয়।

আপনার এই পোস্ট ব্লগারদের উৎসাহিত করবে, আশাকরি।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই, আপনি কি ব্যক্তিগত হতাশায় আছেন নাকি শুধুই ব্লগীয় হতাশা ।
আমি কিছুদিন ব্যক্তিগত হতাশা ব্লগে ঢেলে দিয়েছিলাম তার ফলাফল ভাল হয় নি।

আপনার ব্লগ পড়া হয় না, এই অভিযোগ আপনার অনেকদিন আগে থেকেই।
চাঁদগাজী অনেক ভাল মানের ব্লগার। নতুন ব্লগারেরা অবশ্য তাকে তার মন্তব্যের জন্য মাঝে মাঝেই ভুল বোঝে। পরে ঠিক হয়ে যায়।
চাঁদগাজীকে এজন্য আমি সর্বদাই ধন্যবাদ দেই।

আপনার ব্লগ কেন কম পড়া হয়? অন্যদের ব্লগ কেন এত বেশি পড়া হয় ? কি নেই আপনার ব্লগে?

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


পাঠক হিসেবে, আমার উদাহরণ দিয়েছেন, আমি ভালো অনুভব করছি; কিন্তু সঠিক চয়েস হয়নি; সম্ভব হলে, আমাকে বাদ দিয়ে অন্য একজনের উদাহরণ দিন, আমার কমেন্ট নিয়ে সামান্য বিতর্ক আছে!

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আপনি কমেন্ট ভালো করেন। যদিও অনেকে তা বুঝে না।
যারা বুঝে না তারা বুঝবে এটাই আশা করি।

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সামু পাগলার পর আপ্নি হচ্ছেন সবচেয়ে গুণী ব্লগার যিনি সামুর অধোগতি নিয়ে মারাত্মকভাবে চিন্তিত। আপ্নাদের মধ্যে মিলও অনেক (অপরের পোস্ট এ মন্তব্য করেন না; করলেও খুব কম। আপ্নি তো সব মন্তব্যের উত্তরও দেন নি।) এ জন্যই কবি বলেছেন "চোরের মার বড় গলা"!

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আমি প্রচুর ব্লগ পড়ি। মন্তব্যও করি এখন।
আমাদের গ্রামে একটা কথা আছে- '' হাতি চিনি পাদে, ঘোড়া চিনি ডাকে।''

৮| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

তারেক ফাহিম বলেছেন: যেখানেই চাদ গাজী ভাইর মন্তব্য সেখানে মুল লেখা বাদ দিয়ে চাঁদগাজী ভাই’র পেছনে পড়ে থাকেন কেন বুঝি না। এ রকম অনেক ব্লগ অাছে যদি চাদ গাজী ভাই’র মন্তব্য প্রথমে হয়, তাহলে তো মনে হয় চাদ গাজীভাইকেই নিয়ে মুল বক্তেব্যে লিখা আছে, অারে ভাই যে যার মত করে মন্তব্য করবে, আপনি অাপনারটা না করে অন্যদের নিয়ে টানছেন কেন??

শেষাংশে বক্তব্য সুন্দর হলো মর্মে প্রশংসা করলাম।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদগাজীর পর আপ্নার লেখা সবচে ভালো লাগে! মন্তব্য না করে ফিরে যাই শুধু উত্তর দেন না বলে। মন্তব্যে নিয়মিত হোন; পাঠক পাবেন।

১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১

ফেল কড়ি মাখ তেল বলেছেন: দোশ কি সব ব্লগারদের??? আপনার পোস্ট এ
মন্তব্যর কোন উওর দেন নাই?? উপরে জাহিদ হাসান এত
বড় মন্তব্য ধন্যবাদ দিয়ে শেষ করলেন??
মানুশ কেন আপনার পোস্ট পড়বে??
আপনি কি বিদ্যাসাগর জনাব??
ব্লগ ভাব ধরার জায়গা নাহ,
নিজেকে অনেক কিছু মনে করে ভাব ধরে বসে থাকলে ১৩ জন ই পড়বে??
৮ ১০ জন সাধারন ব্লগার মত ব্লগিং করুন, জনপ্রিয় হবেন।


আর আপনার নারী পোস্ট মন্তব্য বেশি হওয়ার ব্যপারে একমত।
বিজয় রন মত কিছু ব্লগার নিজেরা এমন কাজ করে?
তাই আপনার নিচু মানশিকতার কথা বলে নিজের দোশ ঠাকা আর কি?

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: বন্ধুর মনোভাব নিয়ে মন্তব্য করতে হবে। তাহলে আমিও মন্তব্য করার জন্য আগ্রহ পাবো।
সত্য কথা বলতে কি আমি মন্তব্য করতে ভয় পাই। দেখা যাবে, আমার মন্তব্য তার ভালো লাগেনি। কাজেই অকথ্য ভাষায় গালাগালি করে দিল।

১১| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

স্বতু সাঁই বলেছেন: নিজের ভাবনাগুলো লিখে যান। কে পড়লো না পড়লো তাতে কিছুই যায় আসে না। মন্তব্য পাওয়ার আশায় লিখলে কোন দিনও লেখক হতে পারবেন না। লেখককে কেউ উৎসাহ দিতে পারে না। লেখক লিখে নিজ মনের পীড়নে। অতএব কারও অপেক্ষায় লিখা, নিজের ভাবনায় লিখা।

আর একটা কথা বলে নেই, আপনি যদি কারো তাবেদার হয়ে যান তাহলে আপনি সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। নিজেই নিজের পরিচিতি গড়ুন। অন্যে কি করছে তাদের করতে দিন।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: লিখতে আমার খুব ভালো লাগে। অবশ্যই লিখে যাবো।
না না কারো তাবেদার হবো না। নো নেভার।

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

নতুন বলেছেন: আমার মাথা যে সামান্য খারাপ সেটা কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝি
লিখেছেন রাজীব নুর, ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৬
B-)) কথা সত্য মনে হইতেছে।

ব্লগে যদি ভালো কিছু লিখেন তো মানুষ পড়বেনা কেন?

ব্লগে অনেক ব্লগার আছে যাদের লেখা পড়ার জন্য অনেকেই অপেক্ষা করে। কারন তারা নতুন কিছু লিখে...গবেষনা করে কস্ট করে লিখে....

আপনি ভালো কিছু লিখুন.... সবাই পড়বে... আলোচনা কররবে...।

১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: কথা সত্য বলেছেন।
ইনশাল্লাহ সামনের দিন গুলো ভালো লিখতে চেষ্টা ভালিয়ে যাবো।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর পোস্ট। লেখাটি পড়ে সবাই উপকৃত হবেন। এখন থেকে নতুন-পুরাতন, চেনা-অচেনা যাই হোক পড়ার ও উৎসাহ দেওয়ার উদার মানসিকতা সবার বৃদ্ধি পাবে।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আসলেই আমার খুব খারাপ লাগে- অনেক কষ্ট করে একটা লেখা লেখি কিন্তু যখন দেখি লেখাটা মাত্র ১৩ বার পঠির।
সবাই সবার লেখা পড়বো। উদার ভাবে মন্তব্য করব।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

কানিজ রিনা বলেছেন: এইত অনেক কমেন্ট পড়েছে। ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আমি চাই সবার লেখা'ই কমেন্ট পড়ুক।
এইভাবে একটা সুন্দর ব্লগের পরিবেশ গড়ে উঠবে।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

ধুতরার ফুল বলেছেন: কেউ পড়েনা দেখে আমি অটো রিফ্রেশ এর সহায়তায় নিজেই নিজের অখাদ্য কুখাদ্য লেখা সমুহের পঠন সংখ্যা বাড়াতে থাকি। অবশ্য আমি ওয়াচে আছি।
যাই হোক অটো রিফ্রেশ দিয়ে আর কিছু না হোক নিজেকে একটু চাঙ্গা রাখা যায়।

একজন স্বনামধন্য নারী ব্লগার ইউটিউব এর ভিডিও (বিশেষ চ্যানেলের) গুলার লিখিত রুপ দিয়ে পোস্ট করে , আর তাতেই ৪৫০-৬০০ এর মত কমেন্ট।
মাঝে মাঝে গুগল থেকে কয়েক ক্লিকে কিছু ছবি নিয়ে সেগুলো পোস্ট করে। আর তাতেই কয়েকশ কমেন্ট পড়ে যায়।
তাই মাঝে মাঝে বিরক্ত হই। এখন নিজের পোস্টেও আর উত্তর দিতে ভালো লাগে না। আমার পড়ে এসেও অনেকে সেফ হয়েছে তাও পত্রিকা থেকে কয়েকটা লেখা কপি পেস্ট করে। তাই লেখা জোখা বাদ। কমেন্ট করাও বাদ দিছি.।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: না না, আপনি লিখুন। লিখে যান। মন্তব্যও করুন। করে যান।
এতে ফলাফল ভালো হবে।

১৬| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনার ব্লগ নিয়মিত পড়ি এবং কমেন্ট করি। দু'একটা বাদ পড়ে যেতে পারে অগোচরে।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।

১৭| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

শ্রোডিঙ্গার বলেছেন: ব্লগেও হতাশা আছে তাহলে। দুঃখজনক।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ব্লগে শুধু হতাশা নয়, দুঃখ ভালোবাসা আনন্দও আছে।

১৮| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ক্লে ডল বলেছেন: আপনি নিজের পোস্টে সব মন্তব্যের উত্তর দেন না। এটা ভদ্রোচিত ব্যবহার নয়। পারিবারিক ছবি দেওয়া বন্ধ করেছেন সেটা সুলক্ষণ।
নারীদের চাকরি করা নিয়ে বেশ আগে পোস্ট দিয়েছিলেন। যাতে আমার মনে হয়েছে নারীর যোগ্যতা নিয়ে আপনি ইতিবাচক মানসিকতা পোষণ করেন না। নারী ব্লগারদের পাঠক বিষয়ে আপনি যে মন্তব্য করেছেন আংশিক সত্য হলেও ব্লগে অনেক মেধাবী নারী ব্লগার রয়েছেন, এবং তারা তাদের যোগ্যতা কারণে সেলিব্রেটিও হয়েছেন নারীত্বের কারণে নয়।

একসময় আমি কারোর লিখা পড়তাম না। অথবা দুই একটা লেখা পড়লেও মন্তব্য করতাম না। এখন আমি সবার লেখা পড়ি। লেখা খুব বেশি ভালো লাগলে মন্তব্যও করি। এই নিয়মটা এখন থেকে অব্যহত রাখব। আর একটা সিদ্দান্ত আমি নিয়েছি- আমার লেখা কেউ পড়ুক বা না পড়ুক, আমি মন খারাপ করবো না। বরং নিয়মিত লিখে যাব। নিয়মিত লিখে যাবেন আশা করি। আপনি নিজের সিদ্ধান্তের কথা এভাবে অকপটে বলতে পারেন। জিনিসটা ভাল লাগে আমার।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: কেউ যদি আমার কোনো লেখায় সুন্দর মন্তব্য করে এবং মন্তব্যে প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই উত্তর দেই।

আমি নারী জাতিকে শ্রদ্ধা করি।
নিজের খারাপ দিক গুলো স্বীকার করতে আমি একটুও লজ্জা পাই না।

১৯| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

উদাস মাঝি বলেছেন: আমার একটা নিক ৩মাস হল,এখনও সেফ হয়নি । :(

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: সামু ব্লগের এই দিকটা আমার একটুও পছন্দ না।
আপনি ব্লগার 'ক্লাপনিক ভালোবাসা' এর সাথে যোগাযোগ করুন।
অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবেন।

২০| ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি অনেক পড়ি। তবে সব সময় মন্তব্য করে উঠতে পারি না। কামলা দিয়ে খেতে হয়। বেশী সময়ও পাই না। আমার পরিসংখ্যানের অবস্থা খুবই খারাপ।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা নেই। পাশে থাকুন। পাশে থাকব।

২১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: জ্বী, আপনার ব্লগ পরিসংখ্যান খুব বেশি দুর্বল !!

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: হায় হায়.।.।.।.।
কোন কোন দিক গুলো দুর্বল?
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন তো।

২২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: আপনি ১৬৪২টি পোস্ট করে, মন্তব্য করেছেন ৩৮৭৬টি !! তারপরেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে !!

ভালো থাকুন।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: দেখেন অবস্থা।
এখন তো আমাকে আপনার ধন্যবাদ দিতে হবে। কেউ মন্তব্য করে না। তবু আমি এখনও লিখে যাচ্ছি।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৪

আহা রুবন বলেছেন: আপনার ব্লগ মোটামুটি পড়া হয়। বেশির ভাগই মন্তব্য করা হয় না। কারণটা নিজেই জানেন--আপনার ব্লগ না পড়লে, মন্তব্য না করলে আপনার যেমন লাগে--একজন মন্তব্য করে তার উত্তর না পেলে তারও একই রকম লাগে।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: এখন থেকে আমি অনু ব্লগ পড়বো এবং মন্তব্যও করবো।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগে যে কয়েকজন মন্তব্যের উত্তর দেয় না তার মধ্যে আপনার নাম শেষের দিকে থাকবে। যেমন - রেজা ঘটক, মেঘদূত, তালপাখা। আপনি মন্তব্যের উত্তর দিন (অবশ্যই সবগুলোর) তাহলে আপনিও আলোচিত ব্লগার হবেন। কে পড়লো, কে পড়লো না এসব বলা ঠিক না। সবার মানসিকতা, সময়ও এক নয়। আগে আমি সর্বশেষ পোস্টে না যাওয়া পর্যন্ত পেছনে চলে যেতাম ব্লগের। এখন সময় কম। তাই প্রথম ২ পৃষ্ঠার বেশী পেছনে যাই না। ধন্যবাদ...

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আসলেই এখন আমাদের হাতে সময় খুব কম।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

মানিজার বলেছেন: ব্লগিং করা মানে ধন্যবাদ বলে দ্বায়িত্ব শেষ করা না । আলোচনা করা । এই জায়গায় আপনে কমেন্টের উত্তর দেন না দেখা গেছে বেশিরভাগ সময় ।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: এই একটা ব্যাপারে সবাই আমাকে ভুল বুঝে।
কেউ যদি আমার কোনো লেখায় সুন্দর মন্যব্য করে, এবং মন্তব্যে যদি প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেই।

২৬| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:




ব্লগের লেখক নিয়ে আপনার বলা কথাগুলো ভাল লেগেছে ।

সময়ের একটা ব্যাপার থেকে যায়, যে অল্পটুকু সময়ের জন্য ব্লগে আসা হয় তাতে বেশি পোস্ট পড়া যায় না । তাই যাদের সাথে লেখার মাধ্যমে সখ্যতা গড়ে উঠেছে তাদের পোস্টে উঁকি মারি । আর কিছু নতুন লেখা পড়ে মন্তব্য করতে সক্ষম হই । এবং আমি মনে করে স্যোসাল ব্লগে লেখালেখির ক্ষেত্রে পারস্পরিক আন্তরিকতা বেশি জরুরী । শুধু লিখলেই হবে না, পড়তে হবে, আলোচনা করতে হবে, ভাললাগা প্রকাশ করতে হবে অন্যের লেখায় । কারণ যাদের লেখা পড়বেন তারাও বেশ কষ্ট করে, পরিশ্রম করে লেখা পোস্ট করে । তাই তাদেরও এই স্বল্প আবদার আপনার কাছে থাকতেই পারে, আপনিও যেমন আশা করেন।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ব্লগ কিন্তু বিরাট বড় একটা জায়গা। নিজের ভাবনা চিন্তা প্রকাশ করার।

২৭| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

বিদগ্ধ বলেছেন: বেশ আলোচনার সুযোগ করে দিয়েছেন। চাঁদগাজীর মন্তব্যটি অনেক ভালো লাগলো।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: খুব মন খারাপ হয়। তাই এই পোষ্টটি লিখেছি।

২৮| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




ক্ষোভ থেকে লিখেছেন । কেন ক্ষোভ , সে কারন প্রায় সকল সহব্লগারগণই বলে গেছেন ।
আপনার কাজ হবে , তাদের সকলের মন্তব্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, অনুধাবন করা, সেমতো মন্তব্যের জবাব দেয়া ।

(একটু বলে রাখি - আপনার কয়েকটি পোস্টে মন্তব্য করেও আমি তার জবাব পাইনি ।)

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ব্যস্ততার কারনে জবাব দেয়া হয় না। ভেবে রাখি, পরে সময় করে উত্তর দিব। কিন্তু আর দেয়া হয় না।

২৯| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: অনেককে দেখা যায় মুখ চেনা বা নাম দেখেই ব্লগ পড়েন। মন্তব্য করেন। মুখ চেনা হলেই তার ব্লগ ভালো। সেটা পড়তে হবে, মন্তব্য করতে হবে। আর অপরিচিত হলে- তার ব্লগ পড়া যাবে না। মন্তব্য তো দূরের কথা। বেশির ভাগ ব্লগারের মানসিকতা এমন একতরফা কেন হবে? মন্তব্য করা মানে এক হিসেবে উৎসাহ দেয়া। উৎসাহ দিতে আমরা এতো কৃপণ কেন?- খাঁটি কথা।

কিন্তু জনাবে অালী, এই কৃপণতাটা আপনিই বেশি করেন। নিজের পোষ্টগুলো দেখেন। কেউ ঠেকে শেখে। কেউ ঠেলায় পড়ে শেখে। আপনার নায়ক ছল্লু খানের মতো নিজের ছবি পোষ্ট দেওয়া অনেক কিছু হওয়ার পর বন্ধ করেছেন। তারপরও মাঝে মাঝে দেখি। অথচ আপনি নিজেই একজন ফটোসাংবাদিক। নানারকম ছবি থাকার কথা আপনার কাছে। কিন্তু দেন নিজেরটা। এটা মানসিক অসুস্থতার লক্ষণ।

আবার কমেন্টের প্রতিউত্তর দেওয়ার ক্ষেত্রে ব্লগের একটিভ ব্লগারদের মধ্যে সবচেয়ে কৃপণ আপনি। এগুলো সাধারণ ব্লগাররা পছন্দ করবে না এটাই স্বাভাবিক।

আবার কোনো কোনো দিন দেখি দুই তিনটা পোষ্ট। বেশির ভাগই কপি-পেষ্ট জাতীয় কিন্তু সোর্স নেই বা কোথা থেকে পেয়েছেন উল্লেখ থাকে না। এগুলো লেখকের জন্য ভালো লক্ষণ না। বিরক্তির উদ্রেক করে। এগুলো নিয়ে ভাবুন।

আর একটি কথা, আপনি নিজের সত্তাকে বেশি গুরুত্ব দেন। এগুলো কমান। কিছুটা নার্সিসিজমও রয়েছে। আর উপরের ঐ বোল্ট করে নিজের লেখাটাই ফলো করুন ভালোভাবে। পাঠক ও কমেন্টের অভাব হবে না। কারণ আপনি একটিভ ব্লগার। আমাদের মতো লুকোচুরি খেলা ব্লগার নয়।


ভালো থাকুন।

২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আমি সব রকম লেখাই লিখি।
কখনও কখনও কিছু অংশ কপি পেষ্টও করি।
আপনি তো আমার দোষ গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন।
তাই ভুল গুলো শুধরে নিবো।

৩০| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪২

মেঘের সাথী বলেছেন: "অনেককে দেখা যায় মুখ চেনা বা নাম দেখেই ব্লগ পড়েন। মন্তব্য করেন। মুখ চেনা হলেই তার ব্লগ ভালো। সেটা পড়তে হবে, মন্তব্য করতে হবে। আর অপরিচিত হলে- তার ব্লগ পড়া যাবে না। মন্তব্য তো দূরের কথা।"- কথাটা পুরোপুরি ঠিকনা।
অপরিচিত থেকেই কিন্তু পরিচিতি পায় সবাই। আজকাল সবাই কোননা কোন কাজে ব্যস্ত থাকে আর এর ফাকেঁই হয়ত ব্লগে একটু ঢুঁ মারা হয়। কেউ ব্লগের প্রথম কিছু অংশ দেখেই চলে যায় কেউ মন্তব্য করে আবার কেউ করেনা। সময়ের অভাবে সবার লিখা পড়া কিংবা মন্তব্য করা হয়ে উঠেনা। শুধু পরিচিতরাই প্রাধান্য পায় এটা আপনার ভুল ধারনা।

আশা করছি আপনার ধারনা বদলাবে। শুভকামনা রইলো।

৩১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০৫

ওমেরা বলেছেন: সবাই সব কথা বলেছেন । উনাদের কথার সাথে আমি ও একমত ।

৩২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই পযন্ত ৩২৭ বার পঠিত,আর আমারটা বাদে ৩১টি মন্তব্য এবং লাইক আমারটি সহ ৫টি । ভালই :)

৩৩| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই ভাল আছেন নিশ্চয়। অনেক ব্লগারই আপনাকে অনেক কথা বলেছেন।
আপনি মাঝে মাঝে আনম্যাচুরিটি ভাব দেখান যেটা অনেকেই পছন্দ করেন না।
আপনার মত একজন মানুষের কাছে এমন আশা করা যায় না।
আগে নিজেকে শোধরান তারপরে এমন পোষ্ট দিবেন। আপনার বেশির ভাগ লেখাই আমি পড়ি । ও কমেন্ট করতে চেষ্টা করি।
সময় না থাকায় মাঝে মাঝে শুধু অনুসারিত লেখকদের লেখায় পড়া হয়।
তাই বলে সময় পেলে অন্যদের লেখা পড়ি না তা নয়। আমিও চেষ্টা করি সবার লেখা পড়তে ।
ভাল থাকুন।

৩৪| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: " ব্লগ ব্লগার এবং সামু" শিরোনামে লেখা পোস্টটা কিন্তু সবাই পড়ছে। মন্তব্যও করছে। পাঠক কোন লেখা পড়ছে কোন লেখা পড়ছে না তা আমরা সবাই জানি। বিনোদন মূলক লেখাতে পাঠকের আগ্রহ বেশী। পোস্টের শিরোনাম এর উপরও অনেক কিছু নির্ভর করে।

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: এখন যেন একটু একটু বুঝতে পারছি। শিখতে পারছি।

৩৫| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ব্লগ পড়ি তো
পড়লে মন্তব্য লাইক দুইটাই দেই
বরঙ আপনিই কম পড়েন অন্য ব্লগ

ভাল থাকুন হ্যাপী ব্লগিং

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৩৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

কালো আগন্তুক বলেছেন: আমারও বলতে গেলে একই অবস্থা।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আসুন আমরা বদলাই।

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার এখন আবস্থা কিন্তু চাঁদগাজী থেকে বেশি।

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: আরে না !!!

কি যে বলেন !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.