নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বান্দারবন যাবো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১



আমি বান্দারবান গিয়েছি ৮ বছর আগে। সামনের মাসে (অক্টোবর) আবার যাবো সুরভিকে নিয়ে। আট বছর আগের কোনো কিছুই মনে নেই। কারো কোনো পরামর্শ থাকলে দেন। ৩/৪ দিন থাকব। সুবিধা অসুবিধা সম্পর্কে ধারনা দিলে খুশি হবো। যদি কোনো নাম্বার থাকে- দিতে পারেন। ভাবছি একজন গাইড নিয়ে ঘুরবো। সে আমাদের সব সুন্দর করে ঘুরিয়ে দেখাবে।

চট্টগ্রাম থেকে বান্দরবান জেলার দূরত্ব ৭৫কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিসম্পন্ন স্থান। বান্দরবান জেলা ৭টি উপজেলায় বিভক্ত। অন্যতম নদী সাঙ্গু নদী। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামুহুরী এবং বাঁকখালী নদী। ঢাকা থেকে রাতে বাস ছাড়ে। খুব ভোরে বান্দরবান এসে পৌছাবেন। আসতে পথে শহরের ১০ কিমি আগে থাকতেই পেয়ে যাবেন পাহাড়ি একা বাকা পথ। যদি না ঘুমিয়ে যান আমি শিউর তখন থেকেই আপনি রোমাঞ্চিত হতে থাকবেন।

ঝর্ণা, পাহাড় আর গুহার রাণী বলা যায় এই বান্দরবানকে। পুরো বান্দারবান জেলাই প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। বান্দরবান শহরে খাবার হোটলের মান তেমন ভাল নয়।

বান্দরবান জেলায় দেখার মতো জায়গাগুলো হলা: ১। নীলগিরি, ২। স্বর্ণমন্দির, ৩। মেঘলা, ৪। শৈল প্রপাত, ৫। নীলাচল, ৬। মিলনছড়ি, ৭। চিম্বুক, ৮। সাঙ্গু নদী, ৯। তাজিনডং, ১০। কেওক্রাডং, ১১। জাদিপাই ঝরণা, ১২। বগালেক, ১৩। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, ১৪। প্রান্তিক লেক, ১৫। ঋজুক জলপ্রপাত, ১৬। নাফাখুম জলপ্রপাত।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমারে একটু সংগে নিয়েন।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন জায়গা । বর্ষাকালে যাওয়া ঠিক না । শীতকাল এসব এলাকায় বেড়ানোর উপযুক্ত স্থান ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: চাকরি আছে। ছুটি তো আর সব সময় মিলে না। টাকারও সীমাবদ্ধতা আছে। তাই অক্টোবরে যাবো। এবার শীত অবশ্য ডিসেম্বরে পড়বে।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন: বেশ তথ্যপুর্ণ লেখা । বান্দরবনে এখন মশার উপদ্রব কেমন ? বান্দরবনের মশা খুবই ডেঞ্জারাস , একবার ধরেছিল , ভুগেছিলাম বেশ , সে অবশ্য অনেকদিন আগের কথা , তারপর আর অনেকদিন সেখানে যাওয়া হয়নি ।
ধন্যবাদ ভাল এই পোষ্টটির জন্য ।
শুভেচ্ছা রইল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: দিনের বেলা কি মশা আছে?
রাতে তো হোটেলে ঘুমাবো। আর দিনের বেলা ঘুরে বেড়াবো।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


শান্তি বাহিনীর তৎপরতা একটা ফ্যাকটর, খোঁজ খবর নিয়েন যাবার আগে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: বান্দারবন তো যতটুকু জানি আর্মিদের হাতে।
তারা তো খুব সুন্দর করে চারপাশ সাজিয়েছে।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কলাবাগান১ বলেছেন: আপনার না পা ব্যাথা..

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সুরভির জন্য যেতে হবে। নীলগিরিতে তার যাওয়ার খুব শখ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি যাইনি। তবে আপনি গেলে তার ছবি ব্লগ শেয়ার করবেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই ছবি শেয়ার করব।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ৮নং পর্যন্ত সবার জন্য, বাকীগুলো দেখতে হলে পাহাড় ট্র‌াক করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। সেলিম আনোয়ার ভাইয়ের কথায় বলতে চাই, বর্ষাকালের বান্দরবানই সব থেকে সুন্দর। আর চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের জবাবে বলতে চাই শান্তি বাহিনীর তৎপরতা বান্দরবানে নাই বললেই চলে, তবে কিছুটা রাঙামাটিতে থাকতে পারে।

আপনার বান্দরবান ভ্রমণের জন্য অগ্রীম শুভ কামনা................

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৯

মলাসইলমুইনা বলেছেন: একটা জরুরি পরামর্শ | সিরিয়াসলি নেবেন | আর যাই করুন না কেন রোমান্টিকতা করতে যেয়ে ছবির এই দোচালা হাটগুলোর মতো কিছুতে থাকবেন না | অনেক দিন আগে ঢাকা ভার্সিটি থেকে একটা টিমে আমরা গেলাম খাগড়াছড়ি | দীঘিনালার এক পাহাড়ের উপর টিনের একটা আর্মি ব্যারাকে (আপনার ছবির চেয়ে অনেক শক্ত) এক রাতে থাকার ব্যবস্থা | রাত একটায় শান্তি বাহিনী কিভাবে ট্রাক করে আমাদের আর্মির লোকেরা সেই সব দেখে শুনে ফিরে প্রচন্ড টায়ার্ড হয়ে ঘুমিয়েছি | মাই গড ভোর তিনটে/চার্টার দিকে টর্নেডো ! হৈ চৈ শুনে চোখ মেলে দেখি দীঘিনালার ওই ক্যাম্পের হেড যিনি একজন মেজর ( নাম ভুলে গেলাম |আমাদের জন্য রাতে উনিও ওই ক্যাম্পে ছিলেন সেদিন) এসেছেন আমাদের ব্যারাকে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরকে সাথে করে সাথে (যিনি আমাদের টিমের হেড) | তাদের টিনের ক্যাম্প পুরোপুরি ধ্বংস | মাটিতে ধ্বসে গেছে | আমাদের মিলিটারি ক্যাম্পের একদিকের চাল উড়ে গেছে টর্নেডোতে | আমার দিকের কোনটা তখন অক্ষত | স্যারদের জায়গা দিতে উঠলাম | বাইরে তখন তুমুল বর্ষণ - বাঘ সিংহ বৃষ্টি | রোমান্টিকতা মুখে উষ্ঠা মেরে নিরাপদ থাকুন | প্রিয় কাউকে নিয়ে নিশ্চই এরকম ঝামেলায় পড়তে চাইবেন না ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: হায় হায়---
ভয়াবহ অবস্থা।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

মলাসইলমুইনা বলেছেন: থাঙ্কস আমাদের বহু বছর আগের দুরবস্থার জন্য সহানুভূতি জানানোয় | কিন্তু আপনি বেড়াতে যাওয়ার আগে বৃষ্টি, বন্যা, ম্যায় চাইলে টর্নেডো সংক্রান্ত এবং ইত্যাদি জেনে যাবেন প্লিজ | সেটাই কেন্দ্রীয় পরামর্শ |

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১০

মলাসইলমুইনা বলেছেন: বান্দারবন,
শুভ ভ্রমণ |

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

উম্মে সায়মা বলেছেন: বাহ। আপনি ভাবীকে নিয়ে ভালোই ঘোরাঘুরি করেন। আমার কখনো বান্দারবন যাওয়া হয়নি...
আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: চলুন সবাই মিলে একসাথে যাই।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

জাহিদ অনিক বলেছেন: রাজীব ভাই,

মাঝেমাঝে আপনাকে কিছুটা ঈর্ষা হয়। সুরভী ভাবী আর আপনি দিব্যি লাফটা এঞ্জয় করে যাচ্ছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: এর জন্য আমাকে প্রতিটা মুহূর্ত অনেক 'বেগ' পেতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.