নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঠাঠারি বাজারে নাকি ভালো মাছ পাওয়া যায়
মিথ্যে কথা বলেছেন রফিক সাহেব, মিথ্যুক
মনঃক্ষুন্ন হয়ে বাজার থেকে বের হলেন শাহেদ
হঠাৎ চোখ গেল এক ঝুড়িতে, ঝুড়ি ভরা কামরাঙ্গা
শাহেদ মুগ্ধ চোখে কামরাঙার দিকে তাকিয়ে রইলেন
দরদাম না করেই বেছে বেছে এক ডজন কিনে নিলেন
শাহেদ রিকশা নিল, নীলা খুব কামরাঙা পছন্দ করে
শহরের মানুষেরা কামরাঙা খুব একটা পছন্দ করে না
তারা খাবে আপেল, আনার আর কমলা অথবা মাল্টা
নীলা এক কামড় দিয়েই বলল, হায় খোদা ভীষণ টক
শাহেদ বলল, তবু তো দেশী ফল কিছুটা টক তো হবেই
নীলা বলল, এই ফল কি রান্না করে খাওয়া যায়?
এই কথায় শাহেদ বেশ দুঃখ পেল, তবু বলল-
একটু লবন নিয়ে নাও, তখন বেশ লাগবে খেতে
অদ্ভুত এক উত্তেজনা বোধ করে শাহেদ নীলার জন্য
শাহেদের মনে পড়লো, তাদের পাশের বাসায় বিশাল
দু'টো কামরাঙা গাছ ছিল। কি মিষ্টি স্বাদ! টিনের চাল
বেয়ে গাছে উঠে ইচ্ছে মতোন চুরি করতো কামরাঙা
মা বলতেন, চুরি করে কামরাঙা খেলে জ্বর হয় জানিস!
(কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করেছি। জানি কবিতার 'ক'ও হয়নি। আসলে প্রচন্ড রোদ। বাসে করে উত্তরা যাচ্ছি। জানালা ভরে গায়ে রোদ লাগছে। আহ রোদের কি তাপ! যেন চামড়া পুড়ে যাচ্ছে। রোদের তাপ থেকে বাঁচার জন্য মোবাইলে এ কবিতাটা লিখে ফেললাম।)
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬
আবু আফিয়া বলেছেন: প্রচণ্ড রোদে বসে লেখুন আর যেভাবেই লেখুন না কেন, মন্দ হয় নি,
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার কবিতার চাইতে গল্প লিখার হাত বেশি ভালো।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: কবিতা একেবারেই হাতে আসে না। কিন্তু কবিতা যে খুব লিখতে ইচ্ছা করে।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল হয়েছে
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবির ভাই।
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভালো হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৪
রাজীব নুর বলেছেন: দিন শান্তনা দিন।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
রোদ্দূর মিছিল বলেছেন: অনুগল্প।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: ঠিক তাই।
৭| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
কামরাংগা কারো কারো বেলায় কিডনী ব্লক করে দিতে পারে; উহা খাবেন না, ও উহার বিপক্ষে লিখুন।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: হায় হায় -------
৮| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার গল্পের নায়িকার নাম নীলা হয় কেন?
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬
রাজীব নুর বলেছেন: ছোট নাম। নামটার মধ্যে কেমন আন্তরিকতা খুজে পাই। তাই বারবার ঘুরে ফিরে এই নাম টা ব্যবহার করতে ভালো লাগে।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনাকে wayfarer গ্লাসে ভালো লাগছে না। অন্য কিছু ট্রাই করেন।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: আমি তো সানগ্লাস পড়ি না। একজন জোর করে পড়িয়ে ছবি তুলে দিল।
১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫
সোহানী বলেছেন: মোবাইল কবিতা ভালো লাগছে....... জ্যাম থেকে ও দারুন কিছু হয়! হাহাহাহা
জ্ঞাতার্থে জানাচ্ছি, কামরাঙ্গা দিয়ে দারুন তরকারী হয়। জাস্ট কুচি করে সামান্য মসলা দিয়ে রান্না করবেন, ঝাল মিস্টি টক খেতে.... আমার মায়ের খুব পছন্দ ছিল।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। জানতাম না।
১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৭
জাহিদ অনিক বলেছেন: বাপ রে! অনেককিছু জানা হলো!!
কামরাঙা 'র রেসিপি, খাদ্যগুণ এবং আস্ত প্রেমে মাখোমাখো নোনতা কামড়াঙা কাব্য!
১২| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২০
ফজল বলেছেন: ভাল লাগল।