নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফানি ভূত

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:১৩



শুনতে পেলাম চৌধুরী বাড়ির নতুন বউকে নাকি ভূতে ধরেছে। একথাটা দিনে দিনে মহিলাদের কানে মুখে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সারা গ্রামের মানূষ সকাল বিকাল চৌধুরী বাড়িতে আনাগোনা শুরু করল। আর সন্ধ্যায় হাজার মানুষের ভীড়। রাত ৮ টার সময় নতুন বউ এর উপর ভূত আছড় করে। তখন নতুন বউ চোখ মুখ খিচিয়ে চিৎকার করে কথা বলে। হাতের কাছে যা পায় ভেঙ্গে ফেলে। কেউ নতুন বউকে ধরে রাখতে পারে না। হঠাত করে তার শরীরে শক্তি বেড়ে যায়। সামনে যাকে পায় তাকেই মারতে যায়। অশ্লীল গালা-গাল দেয়। হাসে। কখনো গুনগুন করে লালনের গান গায়। দৌড়-ঝাপের কারনে তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে যায়। নিজের মনে একাএকা কথা বলে। তার স্বামী কাছে এলে রাগ যেনো হাজার গুন বেড়ে যায়। তেড়ে স্বামীকে মারতে আসে।

বাধ্য হয়ে এ অবস্থা থেকে পরিত্রানের জন্য আমাকে ডাকা হলো। গর্ব করি না কিন্তু খুব অল্প সময়ে ভূত তাড়ানোয় আমার খুব নাম-ডাক আছে। চৌধুরী বাড়ির নতুন বউ আমাকে দেখেই রাগে চোখ বড় হয়ে গেলো। চোখ মুখ খিচিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে লাগল। তবুও আমি কোনো ভয় পেলাম না, এরকম অনেক দেখেছি। সারা দেশে আমার অনেক খ্যাতি আছে। মধ্যরাত্রে আমি উঠানে শীতল পাটি বিছিয়ে বসলাম। আমার সামনে আগরবাতি জ্বলছে, চারিদিকে সৌরভে ভরে গেছে। চৌধুরী বাড়ির নতুন বউকে আমার সামনে ধরে আনা হলো। এখন নতুন বউ এর ঘাড়ে ভূত নেই। বউ এখন শান্ত-হাসি-খুশি। একজন বলল- আমাকে দেখে নাকি ভূত পালিয়ে গেছে। আমি ভীড় পাতলা করতে বললাম। নতুন বউ অজানা এক লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে। এখন সে খুব শান্ত, আমি তার ঘাড়ে ভূত আনার ব্যবস্থা করলাম। যেনো আর কখনো নতুন বউকে জ্বালাতন না করে। মানুষকে যন্ত্রনা না দেয়, তার একটা উত্তম ব্যবস্থা আমি করবোই।

আমি বিড়বিড় করে আমার সব বিখ্যাত মন্ত্রগুলো পড়তে লাগলাম। তারপর ডাকলাম আয়...আয়... আয়রে....। তাড়াতাড়ি আয়, দেরী করিস না, তাহলে আমার খুব রাগ লাগবে। চারপাশে পিনপতন নিরবতা। আমি আবার ডাকলাম- কিরে এত দেরী কেন? তাড়াতাড়ি আয়, আমার দেরী হয়ে যাচ্ছে- তোর ঝামেলা শেষ করে আবার আমাকে উত্তরবঙ্গ যেতে হবে। হঠাৎ নতুন বউ এর পেছনের বেল গাছটা নড়ে উঠল। মনে হলো কেউ একজন বেল গাছ থেকে নেমে এলো। চারিদিকে নিরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। নতুন বউ মুখ তুলে কথা বলে উঠল। আমায় ডেকেছেন কেন? যেন সে খুব বিরক্ত।

আমি বললাম- তোর নাম কী?
ভূত বলল, আমার নাম জেনে আপনার দরকার কী?
আমি বললাম- সে কথা পরে, আগে তোর নাম বল। বেয়াদবি করবি না। আমি বেয়াদবি লাইক করি না।
ভূত বলল, আমার কোনো নাম নেই।
আমি বললাম- ফাজলামো বাদ দে।
ভূত বলল আমি ফাজলামো করছি না।
আমি বললাম- তাহলে তুই নাম কইবি না? তুই নাম ছাড়া?
ভূত বলল- হুম।
আমি বললাম- তোর বাপের নামও বুঝি নাই?
ভূত বলল আছে।
আমি বললাম বল, তোর বাবার নাম বল।
ভূত বলল- আমার বাপের নাম হামবুড়া।
আমি বললাম- ভূতের বাপের নাম হামবুড়া। এ কথা প্রথম শুনলাম। আর তোর কোনো নাম নাই, না?
ভূত বলল- আমার নাম আছে, আমার নাম হলো- চ্যাংড়া, এই বলেই ফিকফিক করে হেসে উঠল নতুন বউ।
আমি রেগে গিয়ে বললাম- তয় তুই যে এতক্ষন বললি তোর নাম নেই। এখন কচ্ছিস চ্যাংড়া। তুই হলি একটা মস্ত বড় ফাজিল। বড় শয়তান। চ্যাংড়া তুই আমার সাথে ফাজলামো কচ্ছিস। এখন আমি তোর নামও জানি, তোর বাপের নামও জানি। আমার সাথে বাঘ-বন্দী খেলতে চাস? তোর বাপের নাম হলো রাম। আর তোর নাম কবো? না থাক।

আমি আবার দুইটা মন্ত্র পড়ে, রেগে গিয়ে চিৎকার দিয়ে ভূতকে বললাম- তোর বাড়ি কোথায়? ভূত বলল- কোয়েকাফ নগরীতে। আমি বললাম আচ্ছা, ভালো। ওটা তো ভূতের'ই নগরী। তুই এখানে কোথায় থাকিস?
ভূত বলল- নতুন বউ এর সাথে আর বেল গাছে।
আমি বললাম- তুই নতুন বউ এর ঘাড়ে চেপে অশান্তি শুরু করলি ক্যান?
ভূত বলল- আমি কোনো অশান্তি করি নাই হুজুর।
আমি বললাম- তুই ওর ঘাড়ে চেপে আসিস ক্যা?
নতুন বউকে আমার ভালো লাগছে।
ভালো লাগলেই বুঝি ঘাড়ে চেপে বসতে হবে? ওর স্বামী সংসার আছে না?
ভূত চুপ করে আছে। আমি আবার ধমক দিতে ভূত বলতে শুরু করলো- ও সেদিন সন্ধ্যায় নদীর ঘাটে পানি আনতে গেলো, মাথায় ছিল না ঘোমটা। বাতাসে চুল উড়ছিল-শাড়ির আঁচল উড়ছিল। তখন আমি স্মার্ট যুবক সেজে ওর চলার পথে দাঁড়িয়ে ছিলাম। ও আমাকে দেখে মুচকি হাসি দিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল।

আমি বললাম- শোন- তুই নতুন বউ এর ঘাড়ে আর থাকবি না। বেল গাছে আর থাকবি না। এই এলাকা ছেড়ে চলে যাবি। তোর ভঙ্গিমা ভালো না।
ভূত বলল- না, আমি যাবো না। আমি থাকব।
ভূতের এই কথা শুনে আমার অনেক রাগ লাগল, আমি দিলাম এক থাপ্পড়। তারপর বললাম- তোর এই এলাকায় কোনো স্থান নেই। আর যদি না যাস, তো আমি অন্য ব্যবস্থা করবো।
ভূত বলল- কী ব্যবস্থা করবেন জানতে পারি?
আমি বললাম- তা পারিস। তোর মুরব্বিদের ডেকে বলে দিব। আর তাতেও যদি কাজ না হয়। তাহলে তোকে বোতলে বন্দী করে রাখব। এখন যা ভাগ। আর বিরক্ত করিস না।
ভূত বলল- আমি যাবো না। আমাকে তাড়িয়ে দিবেন না বস। আপনার অনেক কাজে লাগব আমি। আমাকে যা বলবেন আমি তাই করবো। তবু আমাকে নতুন বউ এর কাছ থেকে আলাদা করবেন না।
আমি বললাম - না। নো নেভার। তোকে শেষ বারের মতন কয়ে দিচ্ছি যা চলে যা।
ভূত বলল- ঠিক আছে, আপনি মনে রাখবেন, সুযোগ পেলে আমি আপনাকে দেখে নিবো। আমাকে যেমন এলাকা ছাড়া করেছেন, আমিও আপনাকে দুনিয়া ছাড়া করবো।
আমি বেশ রেগে গিয়ে বললাম- দাড়া তোকে বোতল বন্দী করছি। দেখি, তুই আমার কী ক্ষতি করতে পারিস।
ভূত কটমট করে বলল- না বস। তার আর দরকার হবে না। আমি চলে যাচ্ছি। তখন নতুন বউ অজ্ঞান হয়ে গেলো। তারপর জ্ঞান ফেরার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠল।

ভোর বেলা আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম উত্তর বঙ্গের দিকে। যাবার আগে বলে গেলাম- বউ, ঝি, বেটি- সন্ধ্যার পরে নদীর ঘাটে, পুকুর ঘাটে না যাওয়াই ভালো। তারপর আমি গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলাম---

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

স্রাঞ্জি সে বলেছেন: গা হিম হিম করে.....

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

তারেক ফাহিম বলেছেন: গল্পের মাধ্যমে দুটো ভুতের নাম জানতে পারলাম।
রাজিব ভাই এ কাজ কবে থেকে শরু করলেন B-)

গল্প ভালো হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: সবই করতে হয়।
বেঁচে থাকার জন্য মানুষ কত কি করে?!!

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

জাহিদ অনিক বলেছেন:

ভূতোকা হানিমুন
লাশকা মাউন্টেন
খুনকা ফাউন্টেন
ডেঞ্জার ডেঞ্জার !

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

সিগন্যাস বলেছেন: হে হে হে হে

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: হো হো হো ----

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৫২

শামচুল হক বলেছেন: কাহিনী মন্দ নয় ভালই লাগল। ধন্যবাদ

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনি ভুত তাড়াইতেও পারেন ।মজা পাইলাম ।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আপনার পরিচিত কাউকে ভূতে ধরলে আমাকে খবর দিয়েন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২১

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখাটা মনে হয় অন্য কোথায় পড়েছিলাম :||

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: পাঁচ বছর আগে আমি সব ব্লগে লিখতাম। অন্য কোথাও পড়ে থাকতে পারেন।
লাস্ট ফাইফ ইয়ারস শুধু সামুতেই পড়ে আছি।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

ভুয়া মফিজ বলেছেন: ভূত তাড়ানো! এই ব্যবসার কথাই কি ভেবেছিলেন?
তবে মূল চাকুরী কিন্তু চালিয়ে যাবেন, এটা পার্ট টাইম....ঠিক আছে ছোট ভাইয়া?

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: চাকরি করবো না। প্রয়োজনে উবার চালাবো।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

কামরুননাহার কলি বলেছেন: হিহিহিহি, ও ভাইয়া আপনি ভূতও তাড়াতে পারেন।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: পারি।
কাউকে ভূতে ধরলে আমাকে জানাবেন।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:২০

একদম_ঠোঁটকাটা বলেছেন: আচ্ছা সব ভুতের গল্পে বাড়ীর ছোট,নতুন,কচি বউকেই কেন ভুতে- জিনে ধরে? /:) /:)

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: তারা অবাধ্য বেশি।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

সামিয়া শিরুমনি বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে!! এখানেও চৌধুরী বাড়ি??

আগে বাড়িতে যাই, গিয়ে দেখি সব ঠিক ঠাক আছে কিনা। হি হি হি।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: আপনার কি চৌধুরী বাড়ি??

হা হা হা----

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

রক বেনন বলেছেন: এক টানে পড়েছি। ভাল লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: অতি বাজে লেখা। পড়ার মতো কিছু না।
আমি বলব আপনি সময় অপচয় করেছেন।

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় রাজীব ভাই,


ফানি নয়, প্রেমিক ভূতের ভালবাসার গল্প পড়লাম। কিন্তু ওঝা বেটা বড়ই বেরসিক :(। তবে চৌধুরী বাড়ির বউ নদীর ঘাটে পানি আনতে যাওয়াটা একটু ..............। হাজার হোক জমিদারের বউ বলে কথা!!

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো একটা পয়েন্ট ধরছেন।
আসলে এই চৌধুরী পরিবারের আর্থিক অবস্থা ভালো না।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

রাকু হাসান বলেছেন: মোটামুটি লাগলো ....তবে ওঝাগিরিও পারেন জানতাম না ভাইয়া :|| .....।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: পরিস্থিতি আমাকে সব শেখাচ্ছে।

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ছোটো ভাই,আমারও যে ঐ বাড়ি। গল্প পড়ে ভয়ে আছি। এখনও বাড়িতে পৌছাইনি। হা হা হা।

০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: কোনো ভয় নেই দাদা।

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হযবরলঃ বলেছেন: সাবধানে থাকবেন, যা চমৎকার পিক দিয়েছেন এর ফলে পেত্নির পাল্লায় পড়তে পারেন............... হা হা হা

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: প্রেত্নি এসেও সুবিধা করতে পারবে না।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, ভূত তাড়াতে পেরেছেন। আমি তো ভাবলাম আবার ওঝা নিজেই বউর সাথে কিছু একটা করে বসবে(অন্য ভন্ডদের মত!) =p~ =p~ =p~

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
না না সবাই তো দুষ্টলোক না।

২০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এগুলো ফ্যান্টাসি ।।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

২১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: চৌধুরী বাড়ীর বউ নদীর পারে বেড়াতে যায়, সাধারণত নামী-দামী পরিবারের বাড়ী বড় বড় দিঘী বা নদীর পাড়ে অবস্থিত হয়ে থাকে, রাজীব নুর ভাইয়ের লেখা ঠিক আছে, নদীতে যাওয়ার পয়েন্ট দুর্বল না, গল্পটি মজবুত হয়েছে, তবে চৌধুরী বাড়ী হতে আপনাকে কি হাদিয়া দেওয়া হয়েছে তা জানতে ইচ্ছে রাখি ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: হাদিয়ে পেয়েছিলাম।
বেশ ভালো ।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:২৮

চঞ্চল হরিণী বলেছেন: ঠাকুরমার ঝুলি এবার রাজীব নূরের ঝুলি ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ঠাকুরমার ঝুলিতে এরকম গল্পের অভাব নেই।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

নীলপরি বলেছেন: দারুণ লাগলো গল্প ।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

২৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৩:২০

চাঁদগাজী বলেছেন:


অলৌকিক শক্তি আছে আপনার!

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: তা আছে।
আসলেই আছে।
আমি বিশ্বাস করি।
এবং আপনাকেও বিশ্বাস করতে বলছি।

২৫| ০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: আমার মেয়ের প্রিয় গল্প। প্রায় ঠাকুরমার ঝুলি দেখে কিনা...........

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ঠাকুরমার ঝুলি বড়দেরও পড়া উচিত।
কারন ছোটরা বড়দের কাছে গল্প শুনতে চায়।

২৬| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

শিখা রহমান বলেছেন: পড়লাম। শুভকামনা।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন শিখা।

২৭| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

রক বেনন বলেছেন: লেখক বলেছেন: অতি বাজে লেখা। পড়ার মতো কিছু না।
আমি বলব আপনি সময় অপচয় করেছেন।[/sb

আমার এইটুকু লিখাও আসে না।

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: না না ভাই।
আপনি ইচ্ছা করলে প্রতিদিন একটা করে পোষ্ট দিতে পারেন।

২৮| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: হো হো
হাসলাম
এটা ছোটদের গল্পের মত লাগ্লো :)

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: এটা ছোটদের গল্পই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.